টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে নির্ধারিত তারিখের এক দিন আগেই শুরু হয়েছে জোড় ইজতেমা। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর ভারতের মাওলানা ইকবালের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের (জোবায়েরপন্থী) চার দিনব্যাপী জোড় ইজতেমা।
এর আগে আমবয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল। আগামী রোববার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
গতকাল বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন পাকিস্তানের মাওলানা ভাই তাহের কুরাইশি। মাওলানা ইকবালের বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুশফিক।
মুসল্লিরা জানান, সাধারণত বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে জোড় ইজতেমা হয়। এতে তাবলিগের সব সাথি অংশগ্রহণ করতে পারেন না। শুধু তিন চিল্লার সাথিরা এতে অংশ নেন। তাঁদের মধ্য থেকে কিছু মুসল্লি বিশ্ব ইজতেমার আয়োজনে মাঠের কাজে যোগ দেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠের সব কাজ করেন তাঁরা।
আয়োজক কমিটির মুরব্বিরা জানান, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভোলা ও টাঙ্গাইল জেলার তিন চিল্লার (৪ মাস সময় লাগানো) সাথিদের নিয়ে এই জোড় শুরু হয়েছে। আগত মুসল্লিরা ময়দানের উত্তর-পূর্ব কোণের টিনশেডে অবস্থান নিয়েছেন। সন্ধ্যা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার মুসল্লি নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন।
যোগাযোগ করা হলে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বাদ জোহর থেকেই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আলমি শুরার তত্ত্বাবধানে (জোবায়েরপন্থী) চার দিনের জোড় শুরু হয়েছে। আগামী রোববার মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। আগামী সোমবার বিদেশি সাথিদের ফ্লাইটের তারিখ নির্ধারিত থাকায় শুক্রবারের পরিবর্তে এক দিন এগিয়ে বৃহস্পতিবার থেকেই জোড় শুরু হয়েছে।’ গতকাল বাদ এশা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, ইজতেমা ময়দানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য রয়েছেন।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে নির্ধারিত তারিখের এক দিন আগেই শুরু হয়েছে জোড় ইজতেমা। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর ভারতের মাওলানা ইকবালের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের (জোবায়েরপন্থী) চার দিনব্যাপী জোড় ইজতেমা।
এর আগে আমবয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল। আগামী রোববার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
গতকাল বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন পাকিস্তানের মাওলানা ভাই তাহের কুরাইশি। মাওলানা ইকবালের বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুশফিক।
মুসল্লিরা জানান, সাধারণত বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে জোড় ইজতেমা হয়। এতে তাবলিগের সব সাথি অংশগ্রহণ করতে পারেন না। শুধু তিন চিল্লার সাথিরা এতে অংশ নেন। তাঁদের মধ্য থেকে কিছু মুসল্লি বিশ্ব ইজতেমার আয়োজনে মাঠের কাজে যোগ দেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠের সব কাজ করেন তাঁরা।
আয়োজক কমিটির মুরব্বিরা জানান, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভোলা ও টাঙ্গাইল জেলার তিন চিল্লার (৪ মাস সময় লাগানো) সাথিদের নিয়ে এই জোড় শুরু হয়েছে। আগত মুসল্লিরা ময়দানের উত্তর-পূর্ব কোণের টিনশেডে অবস্থান নিয়েছেন। সন্ধ্যা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার মুসল্লি নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন।
যোগাযোগ করা হলে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বাদ জোহর থেকেই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আলমি শুরার তত্ত্বাবধানে (জোবায়েরপন্থী) চার দিনের জোড় শুরু হয়েছে। আগামী রোববার মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। আগামী সোমবার বিদেশি সাথিদের ফ্লাইটের তারিখ নির্ধারিত থাকায় শুক্রবারের পরিবর্তে এক দিন এগিয়ে বৃহস্পতিবার থেকেই জোড় শুরু হয়েছে।’ গতকাল বাদ এশা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, ইজতেমা ময়দানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য রয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে