ড. এ এন এম মাসউদুর রহমান
মানুষ আল্লাহর উত্তম সৃষ্টি। সৃষ্টিকুলের মধ্যে তারাই কেবল কষ্ট-পরিশ্রম করে আগামীর জন্য সঞ্চয় করে। মানুষ কষ্টের পর কষ্ট সহ্য করে তার উদ্দিষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। আল্লাহ কেবল মানুষকেই পরিকল্পনামাফিক পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন। অন্য প্রাণীরা পরিশ্রম করলেও তাদের কোনো পরিকল্পনা থাকে না। আল্লাহ বলেন, ‘নিঃসন্দেহে আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।’ (সুরা বালাদ: ৪)
মানুষ যতই কষ্ট করুক না কেন, কাজ শেষে অথবা নির্দিষ্ট সময় পর সে যদি বিশ্রাম না নেয়, তবে সে নিষ্ক্রিয় হয়ে পড়বে এবং একপর্যায়ে অসুস্থ হয়ে যাবে। তাই আল্লাহ দিন শেষে রাত এবং রাতে পূর্ণ বিশ্রামের জন্য ঘুম সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ‘আর আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম। আর আমি রাতকে করেছি আবরণ। এবং আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময়।’ (সুরা নাবা: ৯-১১)
রাতে অন্ধকার দিয়ে আবরণ সৃষ্টির উদ্দেশ্য হলো, পার্থিব সব কাজ বন্ধ থাকবে এবং আদম সন্তান নিঃশব্দে ঘুমাবে। লক্ষণীয় বিষয় যে, বিভিন্ন কাজের চাপে মানুষের মস্তিষ্ক যখন অকেজো হয়ে পড়ে, অথবা মাথাব্যথায় সে কাতর হয়ে পড়ে, অথবা কোনো চিন্তায় চিন্তাশক্তি হারিয়ে ফেলে, তখন পূর্ণ বিশ্রামসহ ঘুমালে ঘুম শেষে মাথা ব্যথামুক্ত হয় এবং ফের কাজ করার উপযোগিতা লাভ করে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘আর তিনিই, যিনি তোমাদের জন্য রাতকে আবরণ ও ঘুমকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন ওঠার সময়।’ (সুরা ফুরকান: ৪৭)
বিশ্রাম আল্লাহর বড় নিয়ামত। পরিশ্রম ও বিশ্রামের মধ্যে যেমন নিবিড় ও গভীর সম্পর্ক রয়েছে, তেমনি রাত ও ঘুমের মধ্যে রয়েছে অন্তরঙ্গ সম্পর্ক। এটি চিন্তা করে পরিশ্রম করাই বুদ্ধিমানের কাজ।
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
মানুষ আল্লাহর উত্তম সৃষ্টি। সৃষ্টিকুলের মধ্যে তারাই কেবল কষ্ট-পরিশ্রম করে আগামীর জন্য সঞ্চয় করে। মানুষ কষ্টের পর কষ্ট সহ্য করে তার উদ্দিষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। আল্লাহ কেবল মানুষকেই পরিকল্পনামাফিক পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন। অন্য প্রাণীরা পরিশ্রম করলেও তাদের কোনো পরিকল্পনা থাকে না। আল্লাহ বলেন, ‘নিঃসন্দেহে আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।’ (সুরা বালাদ: ৪)
মানুষ যতই কষ্ট করুক না কেন, কাজ শেষে অথবা নির্দিষ্ট সময় পর সে যদি বিশ্রাম না নেয়, তবে সে নিষ্ক্রিয় হয়ে পড়বে এবং একপর্যায়ে অসুস্থ হয়ে যাবে। তাই আল্লাহ দিন শেষে রাত এবং রাতে পূর্ণ বিশ্রামের জন্য ঘুম সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ‘আর আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম। আর আমি রাতকে করেছি আবরণ। এবং আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময়।’ (সুরা নাবা: ৯-১১)
রাতে অন্ধকার দিয়ে আবরণ সৃষ্টির উদ্দেশ্য হলো, পার্থিব সব কাজ বন্ধ থাকবে এবং আদম সন্তান নিঃশব্দে ঘুমাবে। লক্ষণীয় বিষয় যে, বিভিন্ন কাজের চাপে মানুষের মস্তিষ্ক যখন অকেজো হয়ে পড়ে, অথবা মাথাব্যথায় সে কাতর হয়ে পড়ে, অথবা কোনো চিন্তায় চিন্তাশক্তি হারিয়ে ফেলে, তখন পূর্ণ বিশ্রামসহ ঘুমালে ঘুম শেষে মাথা ব্যথামুক্ত হয় এবং ফের কাজ করার উপযোগিতা লাভ করে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘আর তিনিই, যিনি তোমাদের জন্য রাতকে আবরণ ও ঘুমকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন ওঠার সময়।’ (সুরা ফুরকান: ৪৭)
বিশ্রাম আল্লাহর বড় নিয়ামত। পরিশ্রম ও বিশ্রামের মধ্যে যেমন নিবিড় ও গভীর সম্পর্ক রয়েছে, তেমনি রাত ও ঘুমের মধ্যে রয়েছে অন্তরঙ্গ সম্পর্ক। এটি চিন্তা করে পরিশ্রম করাই বুদ্ধিমানের কাজ।
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে