সৈয়দা সাদিয়া শাহরীন
কয়েক দিনের তীব্র শীতে যেমন গা-হাত-পা জমে আছে, তেমনি মাথার মগজ জমে আছে নানা বিষয়ের আলোচনা নিয়ে। আমজনতা এতটাই অস্থির যে কোন বিষয় রেখে কোন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করবে, সেটা হয়তো বুঝতে পারছে না। তবে মোটামুটি সব ব্যাপারেই যে সবাই বলতে চায়, তা একরকম পরিষ্কার।
এই যেমন ধরুন, কয়দিন চলল ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার ইস্যু। যত বৈজ্ঞানিক ও ধর্মীয় ব্যাখ্যা আছে, সবই যেন পাওয়া গেছে ফেসবুকে। সবাই যেন বোদ্ধা, সবাই ঋদ্ধ! আমার মতো যারা স্নাতকে ‘জেন্ডার কমিউনিকেশন’ নিয়ে পড়াশোনা করেছিলেন একটু-আধটু, তাঁদেরই দেখলাম ‘কবি এখানে নীরব’ ভাব নিয়ে বিষয়টাকে এড়িয়ে যেতে।
যা-ই হোক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার এসেছে নাকি পুরোনো সরকারই আছে, এ নিয়ে তর্ক-বিতর্ক এখনো চলমান। টেলিভিশনের টক শোগুলোতে নতুন আলোচনার বিষয় পাওয়া মুশকিল।
তবে এ ধরনের রাজনৈতিক আলোচনা মস্তিষ্কে জ্যাম ধরাতে পটু। অনেকটা ‘ডিম আগে নাকি মুরগি আগে’র মতো!
এই দুই ইস্যু চলতে চলতে নেটফ্লিক্সে মুক্তি পেয়ে গেল বহুল প্রতীক্ষিত ও আলোচিত হিন্দি চলচ্চিত্র ‘অ্যানিমেল’। বাংলাদেশের হলেও কিছুদিন আগে মুক্তি পেয়েছিল কিন্তু তা ছিল ‘কাটছাঁট ভার্সন’। এবার আমজনতা হুমড়ি খেয়ে নেটফ্লিক্সে কিংবা ‘অবৈধ’ ঘোষিত ‘টরেন্ট’ ফাইল ডাউনলোড করে দেখতে শুরু করল এই সিনেমা। আলোচনা-সমালোচনার তুবড়ি ছুটে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অ্যানিমেল’ নিয়ে। সবাই এখানে চলচ্চিত্র সমালোচক! এটা অবশ্য যেকোনো সিনেমা মুক্তি পেলেই হয়—সাধারণ ঘটনা। এর মধ্যে এই সিনেমায় অভিনয় করে রণবীর কাপুর আবার সেরা অভিনেতার পুরস্কারও জিতে নিয়েছেন ফিল্মফেয়ারে।
যাকগে, গ্যাঞ্জামের বিষয় নিয়ে ভাবতে ভাবতে আপনার হঠাৎ চোখ আটকে যেতে পারে রাহাত ফতেহ আলী খানের একটা ভিডিওতে। না, সেখানে তাঁকে মোটেও গলা ছেড়ে ‘মেরে রাশকে কামার’ গাইতে দেখা যাবে না। সেই ভিডিওতে দেখা যাবে এক ব্যক্তিকে জুতাপেটা করছেন পাকিস্তানের জনপ্রিয় এই শিল্পী। একদম ‘ভাইরাল’ ভিডিও। ওই ব্যক্তির কাছে রাহাত তাঁর ‘বোতল’ চাইছিলেন। ভুলেও ভাববেন না সেটা মত্তকর রসের বোতল। যে ব্যক্তি মার খেয়েছেন তিনি নিজেই বলেছেন, বোতলে ছিল ‘পবিত্র পানি’ এবং তিনি সেটা হারিয়ে ফেলায় রাহাত রাগ করেছেন। আর রাহাত এবং ওই ব্যক্তি দুজনই ঘটনাটিকে ‘গুরু-শিষ্যের ব্যক্তিগত বিষয়’ বলে এড়িয়ে গেছেন। আমরা গুরুর কাছে বড়জোর ‘বেতের বাড়ি’ খেয়েছি, ‘জুতাপেটা’ যে স্বাভাবিক ব্যাপার হতে পারে, তা জানলাম পাকিস্তানের এই গুরু-শিষ্যের ব্যাখ্যায়।
থামুন। নতুন একটা ভাবনার বিষয় বলি। এটা নিয়েও ভাবতে পারেন—লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসায় স্যুপ ছুড়ে মেরেছেন দুই নারী! ‘পেটে ভাত জোটে না, শিল্প দিয়ে কী হবে’—হয়তো এমন মানসিকতা নিয়েই ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত জাদুঘর ল্যুভরে গিয়েছিলেন তাঁরা, যেখানে বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘেরা আছে মোনালিসা। তাঁরা পরিবেশ আন্দোলনকারী। সবার জন্য স্বাস্থ্যকর খাবারের অধিকার নিশ্চিতের দাবিতে প্রতিবাদ হিসেবে মোনালিসায় স্যুপ ছুড়ে মেরেছেন।
শিল্প নাকি স্বাস্থ্যকর খাবার বেশি গুরুত্বপূর্ণ, সেটা বোঝাতে তাঁরা এ ধরনের প্রতিবাদ করেছেন। খামোখা স্যুপ নামের স্বাস্থ্যকর খাবারটার অপচয় কেন করলেন তাঁরা, সেটাও যেমন বোঝা গেল না, আবার কেনই-বা গাঁটের পয়সা খরচ করে ল্যুভরে ‘শিল্প’ দেখতে গেলেন, তা-ও বোধগম্য হলো না!
এখন ভাবছি, আমাকে আরও পঞ্চাশ শব্দ লিখতে হবে! কী নিয়ে লিখব, সেটাও ভাবছি। সবাই তো ফেসবুকেই সবকিছু লিখে ফেলেন।পত্রিকার পাতায় নতুন আর কী লেখার থাকতে পারে? অবশ্য পত্রিকার পাঠকের চেয়ে ফেসবুকের পাঠকসংখ্যা বেশি। ঠিক আছে, নতুন বিষয় উত্থানের আগপর্যন্ত না হয় এতটুকুই থাক। এর মধ্যে আপনারা ফেসবুকে আরও লিখতে থাকুন, পড়তে থাকুন। ইচ্ছে হলে আমার মতো একটা পুরোনো চলমান বিষয়, ‘ইসরায়েল-ফিলিস্তিন’ ইস্যু নিয়ে ভাবতে পারেন।
এটাও ভাবতে পারেন—এই যে একটার পর একটা নতুন প্রসঙ্গ আসছে, একটা আরেকটাকে ম্লান করে দিচ্ছে, কোনো বিষয় স্থিত হচ্ছে না। বিষয়গুলোর সঙ্গে আমরাও ছুটছি। আমাদেরও যেন স্থিরতা নেই। বলুন তো, সবগুলো প্রসঙ্গই আমাদের ভাবনা ও আলোচনার পর যদি ইতিবাচক পরিণাম পেত, তাহলে আমরাও কি স্থির হতে পারতাম না?
লেখক: সহসম্পাদক, আজকের পত্রিকা
কয়েক দিনের তীব্র শীতে যেমন গা-হাত-পা জমে আছে, তেমনি মাথার মগজ জমে আছে নানা বিষয়ের আলোচনা নিয়ে। আমজনতা এতটাই অস্থির যে কোন বিষয় রেখে কোন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করবে, সেটা হয়তো বুঝতে পারছে না। তবে মোটামুটি সব ব্যাপারেই যে সবাই বলতে চায়, তা একরকম পরিষ্কার।
এই যেমন ধরুন, কয়দিন চলল ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার ইস্যু। যত বৈজ্ঞানিক ও ধর্মীয় ব্যাখ্যা আছে, সবই যেন পাওয়া গেছে ফেসবুকে। সবাই যেন বোদ্ধা, সবাই ঋদ্ধ! আমার মতো যারা স্নাতকে ‘জেন্ডার কমিউনিকেশন’ নিয়ে পড়াশোনা করেছিলেন একটু-আধটু, তাঁদেরই দেখলাম ‘কবি এখানে নীরব’ ভাব নিয়ে বিষয়টাকে এড়িয়ে যেতে।
যা-ই হোক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার এসেছে নাকি পুরোনো সরকারই আছে, এ নিয়ে তর্ক-বিতর্ক এখনো চলমান। টেলিভিশনের টক শোগুলোতে নতুন আলোচনার বিষয় পাওয়া মুশকিল।
তবে এ ধরনের রাজনৈতিক আলোচনা মস্তিষ্কে জ্যাম ধরাতে পটু। অনেকটা ‘ডিম আগে নাকি মুরগি আগে’র মতো!
এই দুই ইস্যু চলতে চলতে নেটফ্লিক্সে মুক্তি পেয়ে গেল বহুল প্রতীক্ষিত ও আলোচিত হিন্দি চলচ্চিত্র ‘অ্যানিমেল’। বাংলাদেশের হলেও কিছুদিন আগে মুক্তি পেয়েছিল কিন্তু তা ছিল ‘কাটছাঁট ভার্সন’। এবার আমজনতা হুমড়ি খেয়ে নেটফ্লিক্সে কিংবা ‘অবৈধ’ ঘোষিত ‘টরেন্ট’ ফাইল ডাউনলোড করে দেখতে শুরু করল এই সিনেমা। আলোচনা-সমালোচনার তুবড়ি ছুটে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অ্যানিমেল’ নিয়ে। সবাই এখানে চলচ্চিত্র সমালোচক! এটা অবশ্য যেকোনো সিনেমা মুক্তি পেলেই হয়—সাধারণ ঘটনা। এর মধ্যে এই সিনেমায় অভিনয় করে রণবীর কাপুর আবার সেরা অভিনেতার পুরস্কারও জিতে নিয়েছেন ফিল্মফেয়ারে।
যাকগে, গ্যাঞ্জামের বিষয় নিয়ে ভাবতে ভাবতে আপনার হঠাৎ চোখ আটকে যেতে পারে রাহাত ফতেহ আলী খানের একটা ভিডিওতে। না, সেখানে তাঁকে মোটেও গলা ছেড়ে ‘মেরে রাশকে কামার’ গাইতে দেখা যাবে না। সেই ভিডিওতে দেখা যাবে এক ব্যক্তিকে জুতাপেটা করছেন পাকিস্তানের জনপ্রিয় এই শিল্পী। একদম ‘ভাইরাল’ ভিডিও। ওই ব্যক্তির কাছে রাহাত তাঁর ‘বোতল’ চাইছিলেন। ভুলেও ভাববেন না সেটা মত্তকর রসের বোতল। যে ব্যক্তি মার খেয়েছেন তিনি নিজেই বলেছেন, বোতলে ছিল ‘পবিত্র পানি’ এবং তিনি সেটা হারিয়ে ফেলায় রাহাত রাগ করেছেন। আর রাহাত এবং ওই ব্যক্তি দুজনই ঘটনাটিকে ‘গুরু-শিষ্যের ব্যক্তিগত বিষয়’ বলে এড়িয়ে গেছেন। আমরা গুরুর কাছে বড়জোর ‘বেতের বাড়ি’ খেয়েছি, ‘জুতাপেটা’ যে স্বাভাবিক ব্যাপার হতে পারে, তা জানলাম পাকিস্তানের এই গুরু-শিষ্যের ব্যাখ্যায়।
থামুন। নতুন একটা ভাবনার বিষয় বলি। এটা নিয়েও ভাবতে পারেন—লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসায় স্যুপ ছুড়ে মেরেছেন দুই নারী! ‘পেটে ভাত জোটে না, শিল্প দিয়ে কী হবে’—হয়তো এমন মানসিকতা নিয়েই ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত জাদুঘর ল্যুভরে গিয়েছিলেন তাঁরা, যেখানে বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘেরা আছে মোনালিসা। তাঁরা পরিবেশ আন্দোলনকারী। সবার জন্য স্বাস্থ্যকর খাবারের অধিকার নিশ্চিতের দাবিতে প্রতিবাদ হিসেবে মোনালিসায় স্যুপ ছুড়ে মেরেছেন।
শিল্প নাকি স্বাস্থ্যকর খাবার বেশি গুরুত্বপূর্ণ, সেটা বোঝাতে তাঁরা এ ধরনের প্রতিবাদ করেছেন। খামোখা স্যুপ নামের স্বাস্থ্যকর খাবারটার অপচয় কেন করলেন তাঁরা, সেটাও যেমন বোঝা গেল না, আবার কেনই-বা গাঁটের পয়সা খরচ করে ল্যুভরে ‘শিল্প’ দেখতে গেলেন, তা-ও বোধগম্য হলো না!
এখন ভাবছি, আমাকে আরও পঞ্চাশ শব্দ লিখতে হবে! কী নিয়ে লিখব, সেটাও ভাবছি। সবাই তো ফেসবুকেই সবকিছু লিখে ফেলেন।পত্রিকার পাতায় নতুন আর কী লেখার থাকতে পারে? অবশ্য পত্রিকার পাঠকের চেয়ে ফেসবুকের পাঠকসংখ্যা বেশি। ঠিক আছে, নতুন বিষয় উত্থানের আগপর্যন্ত না হয় এতটুকুই থাক। এর মধ্যে আপনারা ফেসবুকে আরও লিখতে থাকুন, পড়তে থাকুন। ইচ্ছে হলে আমার মতো একটা পুরোনো চলমান বিষয়, ‘ইসরায়েল-ফিলিস্তিন’ ইস্যু নিয়ে ভাবতে পারেন।
এটাও ভাবতে পারেন—এই যে একটার পর একটা নতুন প্রসঙ্গ আসছে, একটা আরেকটাকে ম্লান করে দিচ্ছে, কোনো বিষয় স্থিত হচ্ছে না। বিষয়গুলোর সঙ্গে আমরাও ছুটছি। আমাদেরও যেন স্থিরতা নেই। বলুন তো, সবগুলো প্রসঙ্গই আমাদের ভাবনা ও আলোচনার পর যদি ইতিবাচক পরিণাম পেত, তাহলে আমরাও কি স্থির হতে পারতাম না?
লেখক: সহসম্পাদক, আজকের পত্রিকা
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে