মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় পল্লি চিকিৎসক ও ফার্মাসিস্টদের নিয়ে দুদিনব্যাপী পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে মোল্লাহাট উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ মন্ডল।
উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘের (জেজেএস) উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ক্রেইন)-এর আওতায় ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে জেজেএসের নিউট্রিশন স্পেশালিস্ট আব্দুল মোতালেব এবং উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপস্থিত অংশগ্রহণকারীদের পুষ্টি বিষয়ক মৌলিক ধারণা অর্জনপূর্বক দক্ষতা উন্নয়নের পাশাপাশি এলাকার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। তবে যে যে ধরনের চিকিৎসা দেওয়া অংশগ্রহণকারীদের পক্ষে সম্ভব নয় সে ক্ষেত্রে উক্ত রোগীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেন তিনি।
ডা. বিপ্লব কান্তি বিশ্বাস প্রশিক্ষণার্থী পল্লি চিকিৎসকদের শ্যাম শিশু শনাক্তকরণ এবং তাদের দ্রুততার সঙ্গে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের শ্যাম ইউনিট এ ভর্তি ও তাদের চিকিৎসার আওতায় আনার আহ্বান জানান।
প্রশিক্ষণে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ২১ জন পল্লি চিকিৎসক ও ফার্মাসিস্ট অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের দায়িত্ব-কর্তব্য, অপুষ্টিতে করণীয়, প্রসূতি ও গর্ভবতী নারীর যত্ন ও চিকিৎসা বিষয়ে সম্যক ধারণা অর্জন করতে সক্ষম হবেন বলে মনে করছেন আয়োজকেরা।
কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প হচ্ছে। উপজেলা চারটি হলো-মোল্লাহাট, কচুয়া, মোংলা ও শরণখোলা।
বাগেরহাটের মোল্লাহাটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় পল্লি চিকিৎসক ও ফার্মাসিস্টদের নিয়ে দুদিনব্যাপী পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে মোল্লাহাট উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ মন্ডল।
উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘের (জেজেএস) উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ক্রেইন)-এর আওতায় ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে জেজেএসের নিউট্রিশন স্পেশালিস্ট আব্দুল মোতালেব এবং উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপস্থিত অংশগ্রহণকারীদের পুষ্টি বিষয়ক মৌলিক ধারণা অর্জনপূর্বক দক্ষতা উন্নয়নের পাশাপাশি এলাকার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। তবে যে যে ধরনের চিকিৎসা দেওয়া অংশগ্রহণকারীদের পক্ষে সম্ভব নয় সে ক্ষেত্রে উক্ত রোগীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেন তিনি।
ডা. বিপ্লব কান্তি বিশ্বাস প্রশিক্ষণার্থী পল্লি চিকিৎসকদের শ্যাম শিশু শনাক্তকরণ এবং তাদের দ্রুততার সঙ্গে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের শ্যাম ইউনিট এ ভর্তি ও তাদের চিকিৎসার আওতায় আনার আহ্বান জানান।
প্রশিক্ষণে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ২১ জন পল্লি চিকিৎসক ও ফার্মাসিস্ট অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের দায়িত্ব-কর্তব্য, অপুষ্টিতে করণীয়, প্রসূতি ও গর্ভবতী নারীর যত্ন ও চিকিৎসা বিষয়ে সম্যক ধারণা অর্জন করতে সক্ষম হবেন বলে মনে করছেন আয়োজকেরা।
কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প হচ্ছে। উপজেলা চারটি হলো-মোল্লাহাট, কচুয়া, মোংলা ও শরণখোলা।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে