টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা হত্যা মামলার দুই আসামিসহ পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন, শহরের আকুর টাকুর পাড়ার রবিন মিয়া ও কোদালিয়া এলাকার পাভেল এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাবালিয়া এলাকার মাজাহার হোসেন তমাল ও আকুর টাকুর পাড়ার রোবায়েদ আল শিবলী, নাগরপুরের ধলাই গ্রামের আব্দুল খালেক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. আহসানুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আহসানুজ্জামান আরও জানান, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এর আগে ফিরোজ হোসেন নয়ন ও শাকিল খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ফিরোজ ও শাকিলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত ৮ ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
২১ নভেম্বর রাতে রেজাউলের ওপর হামলার ঘটনা ঘটে। এর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা হত্যা মামলার দুই আসামিসহ পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন, শহরের আকুর টাকুর পাড়ার রবিন মিয়া ও কোদালিয়া এলাকার পাভেল এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাবালিয়া এলাকার মাজাহার হোসেন তমাল ও আকুর টাকুর পাড়ার রোবায়েদ আল শিবলী, নাগরপুরের ধলাই গ্রামের আব্দুল খালেক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. আহসানুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আহসানুজ্জামান আরও জানান, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এর আগে ফিরোজ হোসেন নয়ন ও শাকিল খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ফিরোজ ও শাকিলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত ৮ ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
২১ নভেম্বর রাতে রেজাউলের ওপর হামলার ঘটনা ঘটে। এর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১২ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৫ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে