আবদুল আযীয কাসেমি
জীবনবাস্তবতায় প্রতিনিয়ত আমরা বিভিন্ন অনর্থক কথা ও কাজে জড়াই। যা একান্তই নিরর্থক—ইহকাল-পরকালে এর কোনো কল্যাণ নেই। এমন অর্থহীন কথা ও কাজ থেকে যাঁরা বিরত থাকতে পারেন, তাঁরাই পৃথিবীতে মানবকল্যাণে প্রভূত অবদান রাখতে সক্ষম। অর্থহীন কথা ও কাজ কেবল অকল্যাণই বয়ে আনে। ক্ষতি ও বিপদই বাড়ায়। অনেক মূল্যবান প্রতিভা ধ্বংস হয়ে গেছে নিরর্থক বিষয়ে মগ্ন হয়ে।
এ বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অত্যন্ত মূল্যবান একটি উপদেশ দিয়েছেন। তিনি বলেন, ‘মানুষের ইসলামচর্চার অন্যতম সৌন্দর্য হলো অহেতুক কথা ও কাজ পরিত্যাগ করা।’ (তিরমিজি) এই একটি উপদেশ যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সমাজের চিত্র ভিন্ন রকম হবে। একটু গভীরভাবে লক্ষ করলেই আমরা বুঝতে পারি, অহেতুক কথা ও কাজে সাধারণত অপরাধের মাত্রাই দ্বিগুণ হয়। অর্থহীন কথাবার্তায় থাকে সাধারণত পরনিন্দা, অপবাদ, কারও অন্যায় সমালোচনা বা অপর ভাইয়ের সম্মানহানি ইত্যাদি। এ সবকিছু ইসলামের দৃষ্টিতে গর্হিত অপরাধ।
আমাদের প্রিয় নবী (সা.) প্রায় সময়ই নীরব থাকতেন। আখেরাতের বিষয়ে ভাবতেন। নীরবতা অবলম্বনের ব্যাপারে অন্যদের উৎসাহিত করতেন। তিনি বলেন, ‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাস রাখে তারা যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে।’ (বুখারি)
বাস্তবতার দিকে তাকালে দেখা যায়, চুপ থাকতে অভ্যস্ত ব্যক্তি বহু অনাকাঙ্ক্ষিত বিপদাপদ থেকে বেঁচে যায়। পক্ষান্তরে, বাচাল ব্যক্তি মানুষের কাছে ঘৃণ্য হওয়ার পাশাপাশি নিজের জন্য ডেকে আনে সমূহ বিপদ। বাচালতা একটি ব্যক্তিত্ববিনাশী বদভ্যাস। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রে নানা ঝুটঝামেলা সৃষ্টি করে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
জীবনবাস্তবতায় প্রতিনিয়ত আমরা বিভিন্ন অনর্থক কথা ও কাজে জড়াই। যা একান্তই নিরর্থক—ইহকাল-পরকালে এর কোনো কল্যাণ নেই। এমন অর্থহীন কথা ও কাজ থেকে যাঁরা বিরত থাকতে পারেন, তাঁরাই পৃথিবীতে মানবকল্যাণে প্রভূত অবদান রাখতে সক্ষম। অর্থহীন কথা ও কাজ কেবল অকল্যাণই বয়ে আনে। ক্ষতি ও বিপদই বাড়ায়। অনেক মূল্যবান প্রতিভা ধ্বংস হয়ে গেছে নিরর্থক বিষয়ে মগ্ন হয়ে।
এ বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অত্যন্ত মূল্যবান একটি উপদেশ দিয়েছেন। তিনি বলেন, ‘মানুষের ইসলামচর্চার অন্যতম সৌন্দর্য হলো অহেতুক কথা ও কাজ পরিত্যাগ করা।’ (তিরমিজি) এই একটি উপদেশ যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সমাজের চিত্র ভিন্ন রকম হবে। একটু গভীরভাবে লক্ষ করলেই আমরা বুঝতে পারি, অহেতুক কথা ও কাজে সাধারণত অপরাধের মাত্রাই দ্বিগুণ হয়। অর্থহীন কথাবার্তায় থাকে সাধারণত পরনিন্দা, অপবাদ, কারও অন্যায় সমালোচনা বা অপর ভাইয়ের সম্মানহানি ইত্যাদি। এ সবকিছু ইসলামের দৃষ্টিতে গর্হিত অপরাধ।
আমাদের প্রিয় নবী (সা.) প্রায় সময়ই নীরব থাকতেন। আখেরাতের বিষয়ে ভাবতেন। নীরবতা অবলম্বনের ব্যাপারে অন্যদের উৎসাহিত করতেন। তিনি বলেন, ‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাস রাখে তারা যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে।’ (বুখারি)
বাস্তবতার দিকে তাকালে দেখা যায়, চুপ থাকতে অভ্যস্ত ব্যক্তি বহু অনাকাঙ্ক্ষিত বিপদাপদ থেকে বেঁচে যায়। পক্ষান্তরে, বাচাল ব্যক্তি মানুষের কাছে ঘৃণ্য হওয়ার পাশাপাশি নিজের জন্য ডেকে আনে সমূহ বিপদ। বাচালতা একটি ব্যক্তিত্ববিনাশী বদভ্যাস। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রে নানা ঝুটঝামেলা সৃষ্টি করে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে