কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
পবিত্র রমজানে ইফতার উপলক্ষে ফার্মগেটের রেস্টুরেন্টগুলোতেও রয়েছে বাড়তি আয়োজন। বেলা গড়াতে না-গড়াতেই রেস্টুরেন্টগুলো থেকে বেরোতে থাকে সুঘ্রাণ। শেষ বিকেলে তা আরও গাঢ় হয়ে ওঠে। ক্রেতাদেরও ভিড় বাড়ে বিকেলে। বিক্রি হয় খাসি ও চিকেনের গ্রিল চাপ, লেগ কাবাব, লেগ রোস্ট, হালিমসহ নানা পদের খাবার।
গতকাল শুক্রবার বিকেলে ফার্মগেটের হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের সামনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারা কিনছেন পছন্দের ইফতারসামগ্রী। অফিসফেরত অনেকেই ইফতারি কিনে ফিরছেন বাসায়। তেমনই একজন সোহানুর রহমান সোহান বলেন, ‘অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায়। বাড়ি ফেরার পথে তাই এখান থেকে টুকটাক ইফতার কিনে নিয়ে যাই।’ এরপর রিকশা পেয়ে ইফতারের আগেই বাসায় পৌঁছানোর জন্য রওনা দেন তিনি।
হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের ম্যানেজার হাবিবুর রহমান বলেন, তাঁদের ইফতার আইটেমের মধ্যে খাসি ও চিকেনের গ্রিল চাপ, লেগ কাবাব, লেগ রোস্ট, হালিমসহ অন্যান্য পদও রয়েছে। তবে গরম বেশি হওয়ায় লাচ্ছি ও লাবাং বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এবারে ইফতারসামগ্রী বাইরে না রেখে দোকানের ভেতরে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ফার্মগেট রেস্টুরেন্টের বাইরে দেখা যায়, ইফতারের নানা পদে ভরপুর টেবিল। বিক্রেতা সবুজ ইসলাম বলেন, ‘সব শ্রেণির মানুষই যেন কিনতে পারে, সে কারণে ৫ টাকার পেয়াজি থেকে শুরু করে ৮০০ টাকার মাটন হালিম পর্যন্ত আছে আমাদের এখানে।’
আশপাশে ছোট ছোট পানীয়র দোকানও দেখা যায় এই এলাকায়। সেখানে বিভিন্ন ফলমূলের জুস ও ফালুদা ক্রেতাদের নজর কাড়ছে। জুস বিক্রেতার কাছে জানা গেল, তাঁর কাছে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তরমুজের জুস ও লেবুর শরবত।
এ ছাড়া নগরীর ব্যস্ততম স্থান কারওয়ান বাজার ইফতারের আগমুহূর্তে আরও ব্যস্ত হয়ে ওঠে। তবে কারওয়ান বাজারের প্রস্তুতি খুবই তাৎক্ষণিক। সেখানে ছয়-সাতজন মানুষ একটি বড় পাত্রে ইফতারি মেখে একসঙ্গে ইফতার করেন।
গতকাল এমনই একটি দলে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন সুমন। পেশায় তিনি ট্রাকচালকের সাহায্যকারী। সুমন বলেন, ‘এখানে সবার সঙ্গে ইফতার করতে ভালোই লাগে। বাড়িতে তো সবার সঙ্গে বইসা ইফতার করা হয় না। এইখানে পরিবারের মতোন হইয়া গেছি। সবাই রোজা রাহে না, তয় সবাই এ লগে ইফতার করি আমরা।’
পবিত্র রমজানে ইফতার উপলক্ষে ফার্মগেটের রেস্টুরেন্টগুলোতেও রয়েছে বাড়তি আয়োজন। বেলা গড়াতে না-গড়াতেই রেস্টুরেন্টগুলো থেকে বেরোতে থাকে সুঘ্রাণ। শেষ বিকেলে তা আরও গাঢ় হয়ে ওঠে। ক্রেতাদেরও ভিড় বাড়ে বিকেলে। বিক্রি হয় খাসি ও চিকেনের গ্রিল চাপ, লেগ কাবাব, লেগ রোস্ট, হালিমসহ নানা পদের খাবার।
গতকাল শুক্রবার বিকেলে ফার্মগেটের হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের সামনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারা কিনছেন পছন্দের ইফতারসামগ্রী। অফিসফেরত অনেকেই ইফতারি কিনে ফিরছেন বাসায়। তেমনই একজন সোহানুর রহমান সোহান বলেন, ‘অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায়। বাড়ি ফেরার পথে তাই এখান থেকে টুকটাক ইফতার কিনে নিয়ে যাই।’ এরপর রিকশা পেয়ে ইফতারের আগেই বাসায় পৌঁছানোর জন্য রওনা দেন তিনি।
হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের ম্যানেজার হাবিবুর রহমান বলেন, তাঁদের ইফতার আইটেমের মধ্যে খাসি ও চিকেনের গ্রিল চাপ, লেগ কাবাব, লেগ রোস্ট, হালিমসহ অন্যান্য পদও রয়েছে। তবে গরম বেশি হওয়ায় লাচ্ছি ও লাবাং বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এবারে ইফতারসামগ্রী বাইরে না রেখে দোকানের ভেতরে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ফার্মগেট রেস্টুরেন্টের বাইরে দেখা যায়, ইফতারের নানা পদে ভরপুর টেবিল। বিক্রেতা সবুজ ইসলাম বলেন, ‘সব শ্রেণির মানুষই যেন কিনতে পারে, সে কারণে ৫ টাকার পেয়াজি থেকে শুরু করে ৮০০ টাকার মাটন হালিম পর্যন্ত আছে আমাদের এখানে।’
আশপাশে ছোট ছোট পানীয়র দোকানও দেখা যায় এই এলাকায়। সেখানে বিভিন্ন ফলমূলের জুস ও ফালুদা ক্রেতাদের নজর কাড়ছে। জুস বিক্রেতার কাছে জানা গেল, তাঁর কাছে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তরমুজের জুস ও লেবুর শরবত।
এ ছাড়া নগরীর ব্যস্ততম স্থান কারওয়ান বাজার ইফতারের আগমুহূর্তে আরও ব্যস্ত হয়ে ওঠে। তবে কারওয়ান বাজারের প্রস্তুতি খুবই তাৎক্ষণিক। সেখানে ছয়-সাতজন মানুষ একটি বড় পাত্রে ইফতারি মেখে একসঙ্গে ইফতার করেন।
গতকাল এমনই একটি দলে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন সুমন। পেশায় তিনি ট্রাকচালকের সাহায্যকারী। সুমন বলেন, ‘এখানে সবার সঙ্গে ইফতার করতে ভালোই লাগে। বাড়িতে তো সবার সঙ্গে বইসা ইফতার করা হয় না। এইখানে পরিবারের মতোন হইয়া গেছি। সবাই রোজা রাহে না, তয় সবাই এ লগে ইফতার করি আমরা।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে