মিলন উল্লাহ, কুষ্টিয়া
সবুজ গাছের এক ডগায় ঝুলছে বেগুন, অন্য ডগায় কাঁচা-পাকা টমেটো। বেগুন গাছের গোড়া মাটিতে থাকলেও টমেটো গাছের গোড়া মাটিতে নেই। এ দৃশ্য কুষ্টিয়ার মিরপুর উপজেলার বর্গা সবজি চাষি বাবলু কোম্পানির বেগুন খেতে। বেগুনগাছে কলমের মাধ্যমে টমেটোগাছ লাগিয়ে দেওয়ার পর এই সফলতা পান তিনি।
নিজের কোনো জমি না থাকলেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরকারি পরিত্যক্ত জমিকে পরিষ্কার করে বাবলু বিভিন্ন সবজির আবাদ করেন। অল্প জমিতে কীভাবে বেশি ফসল ফলিয়ে লাভবান হওয়া যায় তা নিয়ে নিজের মতো করে সনাতন পদ্ধতি খাঁটিয়ে চেষ্টা চালিয়ে যান। বর্তমানে তিনি আলুগাছে কলমের মাধ্যমে টমেটো চাষ করার জন্য কাজ করছেন।
জানা যায়, বাবলুর গত কয়েক বছরের কষ্টের ফসল এটা। ২০১৫ সাল থেকে চেষ্টা করতে করতে অবশেষে সফল হয়েছেন তিনি। আশার চেয়ে কয়েকগুণ বেগুন গাছে টমেটো ধরেছে। দুটি গাছে পরীক্ষামূলকভাবে শুরু করলেও বর্তমানে বাবলুর প্রায় ১০০ বেগুনগাছের ডগায় টমেটো ধরেছে। একই গাছে বেগুন ও টমেটো দেখে খুশি তিনি। তাঁর সফলতায় খুশি কৃষি বিভাগসহ স্থানীয়রা।
বাবলু কোম্পানি বলেন, ‘আমি সামান্য একজন চাষি। অন্যের জমি ভাগে (বর্গা) নিয়ে চাষাবাদ করি। নিজের কোনো জমিজমা নাই। তবে আমার ইচ্ছা আছে কাজ করার। নিত্যনতুনভাবে ফসল চাষাবাদ করার। এবং বাজারে যেখানে বিষযুক্ত সবজি ভরপুর, আমি সেখানে বিষমুক্ত সবজি চাষাবাদ করি।’ তিনি বলেন, ‘আমার অনেক দিনের শখ এটা। একটি গাছে অনেকগুলো সবজি বা ফসল ধরবে। গত বছর একটি বেগুনগাছে টমেটোর ডগা কেটে নিয়ে কলম করি। সেখানে কিছুদিন পর দেখা যায় টমেটোর ডগাটি বেগুনের ডগার মতোই বড় হচ্ছে। কলম করার প্রায় ১ মাস পরে বেগুনগাছে টমেটোর ডগায় টমেটো ধরে। এরপরে কয়েকটি টমেটো পাই ওই বেগুনগাছ থেকে। সেখান থেকে উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবার ২০টি বেগুন গাছে কলম করি। এবার গাছপ্রতি ৩৫-৪০টি করে টমেটো পেয়েছি।’
২০১১ সালে বাবলু ঢ্যাঁড়স গাছ থেকে পাটের মতো আঁশ উদ্ভাবন করে ব্যাপক সাড়া ফেলেন। ২০১২ সালে জনবিজ্ঞান ফাউন্ডেশন আয়োজিত উদ্ভাবনী মেলায় ২৫ স্বশিক্ষিত উদ্ভাবকের একজন তিনি।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, বাবলু একজন সফল বিষমুক্ত সবজি চাষি। তিনি উপজেলার একজন মডেল চাষি হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, বেগুন, টমেটো, তিত বেগুন একই গোত্রের হওয়ার কারণে বেগুনগাছে খুব সহজেই টমেটোর কলম করা যায়। এ ছাড়া বেগুনের চেয়ে তিত বেগুনে রোগবালাই কম হয়।
রমেশ চন্দ্র বলেন, বাবলু তাঁর জমিতে বেগুনগাছে কলম করে টমেটোতে সাফল্য পেয়েছেন। সাধারণত শৌখিন ব্যক্তিরা এগুলো বাড়ির ছাদে টবেও করতে পারে। ভবিষ্যতে এই অঞ্চলে বেগুনগাছে টমেটো চাষ খুব জনপ্রিয় হবে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাঁর কাজ অনেকটাই ইউনিক। বেগুনগাছে টমেটোর গাছ কলম করে সফল হওয়ার পর তিনি আলুগাছে কলম করে টমেটোর আবাদ করার চেষ্টা করছেন। আমরা বিভিন্নভাবে তাঁকে সহযোগিতা করে যাচ্ছি।’
সবুজ গাছের এক ডগায় ঝুলছে বেগুন, অন্য ডগায় কাঁচা-পাকা টমেটো। বেগুন গাছের গোড়া মাটিতে থাকলেও টমেটো গাছের গোড়া মাটিতে নেই। এ দৃশ্য কুষ্টিয়ার মিরপুর উপজেলার বর্গা সবজি চাষি বাবলু কোম্পানির বেগুন খেতে। বেগুনগাছে কলমের মাধ্যমে টমেটোগাছ লাগিয়ে দেওয়ার পর এই সফলতা পান তিনি।
নিজের কোনো জমি না থাকলেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরকারি পরিত্যক্ত জমিকে পরিষ্কার করে বাবলু বিভিন্ন সবজির আবাদ করেন। অল্প জমিতে কীভাবে বেশি ফসল ফলিয়ে লাভবান হওয়া যায় তা নিয়ে নিজের মতো করে সনাতন পদ্ধতি খাঁটিয়ে চেষ্টা চালিয়ে যান। বর্তমানে তিনি আলুগাছে কলমের মাধ্যমে টমেটো চাষ করার জন্য কাজ করছেন।
জানা যায়, বাবলুর গত কয়েক বছরের কষ্টের ফসল এটা। ২০১৫ সাল থেকে চেষ্টা করতে করতে অবশেষে সফল হয়েছেন তিনি। আশার চেয়ে কয়েকগুণ বেগুন গাছে টমেটো ধরেছে। দুটি গাছে পরীক্ষামূলকভাবে শুরু করলেও বর্তমানে বাবলুর প্রায় ১০০ বেগুনগাছের ডগায় টমেটো ধরেছে। একই গাছে বেগুন ও টমেটো দেখে খুশি তিনি। তাঁর সফলতায় খুশি কৃষি বিভাগসহ স্থানীয়রা।
বাবলু কোম্পানি বলেন, ‘আমি সামান্য একজন চাষি। অন্যের জমি ভাগে (বর্গা) নিয়ে চাষাবাদ করি। নিজের কোনো জমিজমা নাই। তবে আমার ইচ্ছা আছে কাজ করার। নিত্যনতুনভাবে ফসল চাষাবাদ করার। এবং বাজারে যেখানে বিষযুক্ত সবজি ভরপুর, আমি সেখানে বিষমুক্ত সবজি চাষাবাদ করি।’ তিনি বলেন, ‘আমার অনেক দিনের শখ এটা। একটি গাছে অনেকগুলো সবজি বা ফসল ধরবে। গত বছর একটি বেগুনগাছে টমেটোর ডগা কেটে নিয়ে কলম করি। সেখানে কিছুদিন পর দেখা যায় টমেটোর ডগাটি বেগুনের ডগার মতোই বড় হচ্ছে। কলম করার প্রায় ১ মাস পরে বেগুনগাছে টমেটোর ডগায় টমেটো ধরে। এরপরে কয়েকটি টমেটো পাই ওই বেগুনগাছ থেকে। সেখান থেকে উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবার ২০টি বেগুন গাছে কলম করি। এবার গাছপ্রতি ৩৫-৪০টি করে টমেটো পেয়েছি।’
২০১১ সালে বাবলু ঢ্যাঁড়স গাছ থেকে পাটের মতো আঁশ উদ্ভাবন করে ব্যাপক সাড়া ফেলেন। ২০১২ সালে জনবিজ্ঞান ফাউন্ডেশন আয়োজিত উদ্ভাবনী মেলায় ২৫ স্বশিক্ষিত উদ্ভাবকের একজন তিনি।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, বাবলু একজন সফল বিষমুক্ত সবজি চাষি। তিনি উপজেলার একজন মডেল চাষি হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, বেগুন, টমেটো, তিত বেগুন একই গোত্রের হওয়ার কারণে বেগুনগাছে খুব সহজেই টমেটোর কলম করা যায়। এ ছাড়া বেগুনের চেয়ে তিত বেগুনে রোগবালাই কম হয়।
রমেশ চন্দ্র বলেন, বাবলু তাঁর জমিতে বেগুনগাছে কলম করে টমেটোতে সাফল্য পেয়েছেন। সাধারণত শৌখিন ব্যক্তিরা এগুলো বাড়ির ছাদে টবেও করতে পারে। ভবিষ্যতে এই অঞ্চলে বেগুনগাছে টমেটো চাষ খুব জনপ্রিয় হবে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাঁর কাজ অনেকটাই ইউনিক। বেগুনগাছে টমেটোর গাছ কলম করে সফল হওয়ার পর তিনি আলুগাছে কলম করে টমেটোর আবাদ করার চেষ্টা করছেন। আমরা বিভিন্নভাবে তাঁকে সহযোগিতা করে যাচ্ছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে