খুলনা প্রতিনিধি
পুলিশি বাধায় পূর্বনির্ধারিত ৪ ঘণ্টার রাজপথ অবরোধ কর্মসূচি পালন করতে পারেননি পাটকলশ্রমিকেরা। গতকাল সকাল ১০টার দিকে নগরীর নতুন রাস্তার মোড়ে অবরোধের পরিবর্তে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন তাঁরা। উৎপাদন বন্ধ রাষ্ট্রায়ত্ত খুলনার খালিশপুর, দৌলতপুর জুট মিল ও চট্টগ্রামের কেএফডি জুট মিল চালু করা এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
খালিশপুর-দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটি এ কর্মসূচির ডাক দেয়। কারখানা কমিটির সভাপতি মো. মনির হোসেন মনি বলেন, সকাল সাড়ে নয়টায় নগরীর খালিশপুরে জুট মিল গেটে কর্মসূচি পালনে শ্রমিকেরা সমবেত হন। তাঁরা মিছিলসহ নতুন রাস্তা মোড়ের দিকে যেতে লাগলে পুলিশ দফায় দফায় তাঁদের বাধা দেয়।
কিন্তু খালিশপুরের বিআইডিসি রোডের কাশিপুর মোড়ে এলে পুলিশ কড়া পাহারা দিয়ে নারী-পুরুষ শ্রমিকদের ঘিরে রাখে। অবশেষে কাশিপুর মোড়ে অবরোধের পরিবর্তে প্রতিবাদ সমাবেশ করতে বাধ্য হন শ্রমিকেরা।
কাশিপুর মোড়ের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মনি এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য ডালিম কাজী। সমাবেশে বক্তব্য দেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব এস এ রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মো. মোজাম্মেল হক খান, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য খুলনা জেলা সমন্বয়ক রুহুল আমিন, প্লাটিনাম জুট মিলের সাবেক সিবিএ নেতা মো. খলিলুর রহমান, কারখানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসেদ আলম শমসের, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহ্বায়ক মো. অলিয়ার রহমান, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ।
অবরোধ করতে না দেওয়ায় এবং পুলিশ বারবার বাধা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সরকার পাটশিল্প ধ্বংস করে দেশি-বিদেশি গোষ্ঠীর হাতে জনগণের সম্পদ তুলে দিতে কুণ্ঠাবোধ করছে না। ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির ওপর পরিপূর্ণ নির্ভরশীল। সরকার মহামারি করোনার সময়ে শ্রমিকদের পেটে লাথি মেরে ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিয়েছে।
ফলে প্রায় ৬০ হাজার স্থায়ী-অস্থায়ী-বদলি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন অভুক্ত শ্রমিকদের জীবন অনিশ্চিত ও দিশাহীন হয়ে পড়েছে। দীর্ঘ ১৮ মাস ধরে সব পাটকল শ্রমিক সম্পূর্ণ প্রাপ্য বেতন থেকে বঞ্চিত রয়েছেন। এতে তাঁদের স্ত্রী-পুত্র-কন্যাদের লালন-পালন করতে ব্যর্থ হচ্ছে। পাটকল বন্ধের দুই বা তিন মাসের মধ্যেই শ্রমিক সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। পরিবারের বয়স্ক সদস্যরা স্ট্রোক, হার্ট, কিডনিসহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত। অথচ টাকার অভাবে এসব অসুস্থ সদস্যকে চিকিৎসা করানো যাচ্ছে না।
এমতাবস্থায় দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে শ্রমিক-কৃষকসহ খেটে খাওয়া মানুষের জীবন অচল অবস্থায় পরিণত হয়েছে। সরকারসংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীরাই অতিরিক্ত মুনাফালাভের জন্য দ্রব্যমূল্য সীমাহীন বৃদ্ধি করছেন। এসব লুটেরা ব্যবসায়ী সরকারকে নিয়ন্ত্রণ করেন।
বক্তারা বলেন, রাষ্ট্রের সব সম্পদ এ দেশের জনগণের। দেশের পাট শিল্পসহ সব খাতে চুরি-দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, সচিব, রাজনীতিবিদ ও বিজেএমসির কর্মকর্তা হাজার-হাজার কোটি টাকা লোপাট করছে। অসৎ উপায়ে অর্জিত টাকা বিদেশে পাচার হচ্ছে। কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া বানাচ্ছে, অথচ সরকার দুর্নীতির শিরোপাধারীদের আটক ও বিচার করতে পারছে না।
অথচ সরকার শ্রমিকেরা তাঁদের ন্যায্য পাওনার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করলে প্রশাসন দিয়ে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত।
পুলিশি বাধায় পূর্বনির্ধারিত ৪ ঘণ্টার রাজপথ অবরোধ কর্মসূচি পালন করতে পারেননি পাটকলশ্রমিকেরা। গতকাল সকাল ১০টার দিকে নগরীর নতুন রাস্তার মোড়ে অবরোধের পরিবর্তে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন তাঁরা। উৎপাদন বন্ধ রাষ্ট্রায়ত্ত খুলনার খালিশপুর, দৌলতপুর জুট মিল ও চট্টগ্রামের কেএফডি জুট মিল চালু করা এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
খালিশপুর-দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটি এ কর্মসূচির ডাক দেয়। কারখানা কমিটির সভাপতি মো. মনির হোসেন মনি বলেন, সকাল সাড়ে নয়টায় নগরীর খালিশপুরে জুট মিল গেটে কর্মসূচি পালনে শ্রমিকেরা সমবেত হন। তাঁরা মিছিলসহ নতুন রাস্তা মোড়ের দিকে যেতে লাগলে পুলিশ দফায় দফায় তাঁদের বাধা দেয়।
কিন্তু খালিশপুরের বিআইডিসি রোডের কাশিপুর মোড়ে এলে পুলিশ কড়া পাহারা দিয়ে নারী-পুরুষ শ্রমিকদের ঘিরে রাখে। অবশেষে কাশিপুর মোড়ে অবরোধের পরিবর্তে প্রতিবাদ সমাবেশ করতে বাধ্য হন শ্রমিকেরা।
কাশিপুর মোড়ের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মনি এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য ডালিম কাজী। সমাবেশে বক্তব্য দেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব এস এ রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মো. মোজাম্মেল হক খান, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য খুলনা জেলা সমন্বয়ক রুহুল আমিন, প্লাটিনাম জুট মিলের সাবেক সিবিএ নেতা মো. খলিলুর রহমান, কারখানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসেদ আলম শমসের, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহ্বায়ক মো. অলিয়ার রহমান, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ।
অবরোধ করতে না দেওয়ায় এবং পুলিশ বারবার বাধা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সরকার পাটশিল্প ধ্বংস করে দেশি-বিদেশি গোষ্ঠীর হাতে জনগণের সম্পদ তুলে দিতে কুণ্ঠাবোধ করছে না। ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির ওপর পরিপূর্ণ নির্ভরশীল। সরকার মহামারি করোনার সময়ে শ্রমিকদের পেটে লাথি মেরে ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিয়েছে।
ফলে প্রায় ৬০ হাজার স্থায়ী-অস্থায়ী-বদলি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন অভুক্ত শ্রমিকদের জীবন অনিশ্চিত ও দিশাহীন হয়ে পড়েছে। দীর্ঘ ১৮ মাস ধরে সব পাটকল শ্রমিক সম্পূর্ণ প্রাপ্য বেতন থেকে বঞ্চিত রয়েছেন। এতে তাঁদের স্ত্রী-পুত্র-কন্যাদের লালন-পালন করতে ব্যর্থ হচ্ছে। পাটকল বন্ধের দুই বা তিন মাসের মধ্যেই শ্রমিক সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। পরিবারের বয়স্ক সদস্যরা স্ট্রোক, হার্ট, কিডনিসহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত। অথচ টাকার অভাবে এসব অসুস্থ সদস্যকে চিকিৎসা করানো যাচ্ছে না।
এমতাবস্থায় দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে শ্রমিক-কৃষকসহ খেটে খাওয়া মানুষের জীবন অচল অবস্থায় পরিণত হয়েছে। সরকারসংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীরাই অতিরিক্ত মুনাফালাভের জন্য দ্রব্যমূল্য সীমাহীন বৃদ্ধি করছেন। এসব লুটেরা ব্যবসায়ী সরকারকে নিয়ন্ত্রণ করেন।
বক্তারা বলেন, রাষ্ট্রের সব সম্পদ এ দেশের জনগণের। দেশের পাট শিল্পসহ সব খাতে চুরি-দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, সচিব, রাজনীতিবিদ ও বিজেএমসির কর্মকর্তা হাজার-হাজার কোটি টাকা লোপাট করছে। অসৎ উপায়ে অর্জিত টাকা বিদেশে পাচার হচ্ছে। কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া বানাচ্ছে, অথচ সরকার দুর্নীতির শিরোপাধারীদের আটক ও বিচার করতে পারছে না।
অথচ সরকার শ্রমিকেরা তাঁদের ন্যায্য পাওনার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করলে প্রশাসন দিয়ে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে