নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুধবার বেলা সোয়া ১টা। মোহাম্মদপুরের আসাদগেট হয়ে আজিমপুরে যাচ্ছিলেন একটি সরকারি কলেজের এক নারী শিক্ষিকা। এ সময় আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেয় পুলিশ। ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তখন ধানমন্ডির ৩২ নম্বরে যাচ্ছিলেন। বিশেষ নিরাপত্তার কারণে পুলিশ এভাবে রাস্তা বন্ধ করবে সেই ঘোষণা আগেই ছিল। তারপরও বিপত্তি বাধে। নিজের ব্যক্তিগত কাজে যেতে না পেরে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ওই নারী।
এ সময় কয়েকবার পুলিশকে অনুরোধ করে গাড়ি ছাড়তে বলেন তিনি। পুলিশ গাড়ি যেতে না দিলে ক্ষিপ্ত হন ওই নারী। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাঁর পরিচয় জানতে চাইলে নিজেকে একটি সরকারি কলেজের প্রভাষক পরিচয় দিলেও নাম বলেননি। নিজের পরিচয় না বলায় তাঁর ছবি তুলতে গেলে এক পুলিশ কর্মকর্তার মোবাইল ফোন কেড়ে নেন ওই নারী। একপর্যায়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফের মধ্যস্থতায় ওই নারী শান্ত হন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনাস্থলে দায়িত্বরত এসআই মো. মোবারক আজকের পত্রিকাকে বলেন, ‘ভিভিআইপি নিরাপত্তার কারণে আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি। তাঁকে যাওয়ার অনুমতি না দেওয়ায় তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি আমার সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমি তাঁর নাম-পরিচয় জানতে চাইলে সেটিও বলেননি। পরে তাঁর ছবি তুলতে গেলে তিনি আমার মোবাইল কেড়ে নেন।’
নারী শিক্ষিকার গাড়িচালক আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যাডাম তাঁর কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। আমরা আসাদগেট থেকে ইউ টার্ন নিতে চেয়েছি। পুলিশ তার আগেই আটকে দিয়েছে। এ জন্য ম্যাডামের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়।’
পুলিশের বিধিনিষেধের কারণে এমন বাধার মুখে পড়তে হয়েছে কলেজগেট এলাকার সুমনা বেগমকে। তাঁর ভাইকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন সুমনা। হাসপাতাল থেকে ফেরার পথে পুলিশের বাধার মুখে পড়েন বলে জানান সুমনা।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম রাস্তাসহ আনুষঙ্গিক বিষয়ে নির্দেশনা দেন। এইচএসসি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের হাতে যথেষ্ট সময় রেখে বের হতে বলেন তিনি। মহান বিজয় দিবসের অনুষ্ঠানের কারণে মানুষের ভিড় থাকায় রাস্তায় যানজট থাকবে এসবও জানিয়ে দেন। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হলে ৯৯৯-এ কল করে সাহায্য নিতে বলেছিলেন ডিএমপি কমিশনার।
বুধবার বেলা সোয়া ১টা। মোহাম্মদপুরের আসাদগেট হয়ে আজিমপুরে যাচ্ছিলেন একটি সরকারি কলেজের এক নারী শিক্ষিকা। এ সময় আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেয় পুলিশ। ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তখন ধানমন্ডির ৩২ নম্বরে যাচ্ছিলেন। বিশেষ নিরাপত্তার কারণে পুলিশ এভাবে রাস্তা বন্ধ করবে সেই ঘোষণা আগেই ছিল। তারপরও বিপত্তি বাধে। নিজের ব্যক্তিগত কাজে যেতে না পেরে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ওই নারী।
এ সময় কয়েকবার পুলিশকে অনুরোধ করে গাড়ি ছাড়তে বলেন তিনি। পুলিশ গাড়ি যেতে না দিলে ক্ষিপ্ত হন ওই নারী। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাঁর পরিচয় জানতে চাইলে নিজেকে একটি সরকারি কলেজের প্রভাষক পরিচয় দিলেও নাম বলেননি। নিজের পরিচয় না বলায় তাঁর ছবি তুলতে গেলে এক পুলিশ কর্মকর্তার মোবাইল ফোন কেড়ে নেন ওই নারী। একপর্যায়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফের মধ্যস্থতায় ওই নারী শান্ত হন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনাস্থলে দায়িত্বরত এসআই মো. মোবারক আজকের পত্রিকাকে বলেন, ‘ভিভিআইপি নিরাপত্তার কারণে আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি। তাঁকে যাওয়ার অনুমতি না দেওয়ায় তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি আমার সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমি তাঁর নাম-পরিচয় জানতে চাইলে সেটিও বলেননি। পরে তাঁর ছবি তুলতে গেলে তিনি আমার মোবাইল কেড়ে নেন।’
নারী শিক্ষিকার গাড়িচালক আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যাডাম তাঁর কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। আমরা আসাদগেট থেকে ইউ টার্ন নিতে চেয়েছি। পুলিশ তার আগেই আটকে দিয়েছে। এ জন্য ম্যাডামের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়।’
পুলিশের বিধিনিষেধের কারণে এমন বাধার মুখে পড়তে হয়েছে কলেজগেট এলাকার সুমনা বেগমকে। তাঁর ভাইকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন সুমনা। হাসপাতাল থেকে ফেরার পথে পুলিশের বাধার মুখে পড়েন বলে জানান সুমনা।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম রাস্তাসহ আনুষঙ্গিক বিষয়ে নির্দেশনা দেন। এইচএসসি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের হাতে যথেষ্ট সময় রেখে বের হতে বলেন তিনি। মহান বিজয় দিবসের অনুষ্ঠানের কারণে মানুষের ভিড় থাকায় রাস্তায় যানজট থাকবে এসবও জানিয়ে দেন। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হলে ৯৯৯-এ কল করে সাহায্য নিতে বলেছিলেন ডিএমপি কমিশনার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে