সম্পাদকীয়
শৈশবে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে রোগ হয়েছিল, তার নাম আঙুলহারা। কীভাবে কী হলো, সেটাই বলা হবে এখন।‘চিলড্রেনস ফ্রেশ এয়ার অ্যান্ড এক্সকারশন সোসাইটি’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এক ধনবতী নারী। যে মা-বাবারা অর্থের অভাবে নিজ ছেলেমেয়েকে ভ্রমণে নিয়ে যেতে পারেন না, তাদের বেড়াতে নিয়ে যাওয়ার জন্য গড়ে তোলা হয়েছিল এই প্রতিষ্ঠান। এর বাংলায়ও একটি নাম ছিল, ‘মুক্ত বায়ু সেবন সমিতি’। মাত্র পাঁচ টাকা দেওয়া হলে এক একটি ছেলে বা মেয়েকে বিহার–ওডিশার কোনো স্বাস্থ্যকর ও দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া হতো।
অসীম দত্ত নামে এক স্কাউট মাস্টার এ রকম ভ্রমণে প্রধান কর্মকর্তা হতেন। ভোর সাড়ে ৫টায় বিছানা ত্যাগ, ৬টায় ড্রিল, এক ঘণ্টা পরে জলখাবার, দুই ঘণ্টা পড়াশোনা, মার্চ করে কোনো দর্শনীয় স্থানে যাওয়া, সাড়ে ১২টায় গোসল, দেড়টায় দুপুরের খাওয়া, এক ঘণ্টা বিশ্রাম, খেলাধুলা, নাশতা, সন্ধ্যায় ক্যাম্পফায়ার।
এই ক্যাম্পফায়ারে প্রত্যেক ছেলেমেয়েকেই অংশ নিতে হতো। মাঝখানে আগুন জ্বেলে কেউ কবিতা পড়ত, কেউ গল্প, কেউ চুটকি ইত্যাদি বলতে থাকত। সবচেয়ে জমে উঠত তখনই, যখন কেউ ভুলে যেত কিংবা ভুল বলত। সুনীল নজরুলের কবিতা ভুলে যাওয়ার ভান করে কিছুক্ষণ চুপ থাকলেই প্রচুর হাস্যরোল উঠত।
ভ্রমণের সময় নিয়ম করে বাড়িতে দুটো চিঠি লিখতে হতো প্রত্যেককে। একবার অসীম দত্ত সেই চিঠি লেখা মাফ করলেন সুনীলকে। কারণ ওই আঙুলহারা রোগ।কী কারণে কে জানে, সুনীলের আঙুল ফুলে হলুদ হয়ে উঠেছিল। ওটাকেই আঙুলহারা রোগ বলে। একজন হাতুড়ে ডাক্তারকে দিয়ে অপারেশন করানো হয়েছিল, তাতে সুনীলের আঙুলটা বেঁচেছিল বটে, কিন্তু বিকৃত হয়ে গিয়েছিল। সেটা আর ঠিক হয়নি।
পরে অনেক জ্যোতিষী সুনীলের এই আঙুল দেখে থতমত খেয়েছেন। একজন অবশ্য বলেছেন, বইয়ের ছবিতে এমন আঙুল আছে। তাতে বলা হয়েছে, এই আঙুলের অধিকারীরা খুনি হয়। কিন্তু সুনীল কাউকে খুন করেননি!
সূত্র: সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ধেক জীবন, পৃষ্ঠা ৯৮-১০০
শৈশবে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে রোগ হয়েছিল, তার নাম আঙুলহারা। কীভাবে কী হলো, সেটাই বলা হবে এখন।‘চিলড্রেনস ফ্রেশ এয়ার অ্যান্ড এক্সকারশন সোসাইটি’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এক ধনবতী নারী। যে মা-বাবারা অর্থের অভাবে নিজ ছেলেমেয়েকে ভ্রমণে নিয়ে যেতে পারেন না, তাদের বেড়াতে নিয়ে যাওয়ার জন্য গড়ে তোলা হয়েছিল এই প্রতিষ্ঠান। এর বাংলায়ও একটি নাম ছিল, ‘মুক্ত বায়ু সেবন সমিতি’। মাত্র পাঁচ টাকা দেওয়া হলে এক একটি ছেলে বা মেয়েকে বিহার–ওডিশার কোনো স্বাস্থ্যকর ও দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া হতো।
অসীম দত্ত নামে এক স্কাউট মাস্টার এ রকম ভ্রমণে প্রধান কর্মকর্তা হতেন। ভোর সাড়ে ৫টায় বিছানা ত্যাগ, ৬টায় ড্রিল, এক ঘণ্টা পরে জলখাবার, দুই ঘণ্টা পড়াশোনা, মার্চ করে কোনো দর্শনীয় স্থানে যাওয়া, সাড়ে ১২টায় গোসল, দেড়টায় দুপুরের খাওয়া, এক ঘণ্টা বিশ্রাম, খেলাধুলা, নাশতা, সন্ধ্যায় ক্যাম্পফায়ার।
এই ক্যাম্পফায়ারে প্রত্যেক ছেলেমেয়েকেই অংশ নিতে হতো। মাঝখানে আগুন জ্বেলে কেউ কবিতা পড়ত, কেউ গল্প, কেউ চুটকি ইত্যাদি বলতে থাকত। সবচেয়ে জমে উঠত তখনই, যখন কেউ ভুলে যেত কিংবা ভুল বলত। সুনীল নজরুলের কবিতা ভুলে যাওয়ার ভান করে কিছুক্ষণ চুপ থাকলেই প্রচুর হাস্যরোল উঠত।
ভ্রমণের সময় নিয়ম করে বাড়িতে দুটো চিঠি লিখতে হতো প্রত্যেককে। একবার অসীম দত্ত সেই চিঠি লেখা মাফ করলেন সুনীলকে। কারণ ওই আঙুলহারা রোগ।কী কারণে কে জানে, সুনীলের আঙুল ফুলে হলুদ হয়ে উঠেছিল। ওটাকেই আঙুলহারা রোগ বলে। একজন হাতুড়ে ডাক্তারকে দিয়ে অপারেশন করানো হয়েছিল, তাতে সুনীলের আঙুলটা বেঁচেছিল বটে, কিন্তু বিকৃত হয়ে গিয়েছিল। সেটা আর ঠিক হয়নি।
পরে অনেক জ্যোতিষী সুনীলের এই আঙুল দেখে থতমত খেয়েছেন। একজন অবশ্য বলেছেন, বইয়ের ছবিতে এমন আঙুল আছে। তাতে বলা হয়েছে, এই আঙুলের অধিকারীরা খুনি হয়। কিন্তু সুনীল কাউকে খুন করেননি!
সূত্র: সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ধেক জীবন, পৃষ্ঠা ৯৮-১০০
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে