আজ বিএনপির সমাবেশ

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০৫: ২২
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৭

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ বুধবার ফেনীর এসএসকে রোডের ওয়াপদা মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির জেলা সদস্যসচিব বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে জেলা যুবলীগ।

গতকাল রাতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, যেহেতু উভয় পক্ষ একই স্থানে সভা করার সিদ্ধান্ত নিয়েছে, তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হবে।

তবে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবেই। নতুন করে কেউ কর্মীসমাবেশ করবে বললে সেটা তাদের ব্যাপার। এখানে আমাদের পিছু হটার সুযোগ নেই।’

এর আগে গত সোমবার বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়। সেদিন এ প্রসঙ্গে ফেনী সদর সার্কেল এএসপি অং প্রু মারমা জানান, যেখানে-সেখানে জটলা বা মিছিল-মিটিং না করাসহ বেশ কটি শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার প্রশাসনের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি জনসভা সফল ও সার্থক করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানানো হয়। যথাসময়ে তাঁদের ওয়াপদা মাঠে হাজির হতে বলা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, সাবেক হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, ফেনী ২ আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আওতায় প্রতি জেলার মতো ফেনীতেও মহাসমাবেশে আয়োজন করা হয়েছে। আশা করছি, সমাবেশে বিপুল লোকসমাগম হবে।’

আলাল উদ্দিন আলাল জানান, মহাসমাবেশ ঘিরে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে দলের পক্ষ থেকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীসহ দলের নেতা-কর্মীরা গত সোমবার দিনভর অনুমতি পাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত সন্ধ্যায় অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার জানান, বিএনপির মহাসমাবেশ সফল করার জন্য যুবদলের সকল সাংগঠনিক শাখা সক্রিয় ভূমিকা পালন করছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত