সম্পাদকীয়
কথাগুলো চিকিৎসা পেশা নিয়ে। সমাজের অধিকাংশ মানুষ সেবা হিসেবেই চিকিৎসা পেশার মূল্যায়ন করে। রোগ হলে চিকিৎসকই ভরসা। কিন্তু কখনো কখনো দেখা যায়, চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এর অন্যতম কারণ হলো চিকিৎসকদের কারও কারও মাত্রাতিরিক্ত ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি।
রোগীর প্রেসক্রিপশন লেখার সময় চিকিৎসকদের ব্যবসায়িক চিন্তা না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি গত ২৯ মার্চ রাজধানীর হোটেল রেনেসাঁয় আয়োজিত পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) ‘খসড়া স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন। যথার্থ কথা। কিন্তু তা নিয়ে একটু আলোচনা না করলেই নয়।
আমরা বৈশ্বিক মহামারি করোনার সময় দেখেছি চিকিৎসা পাওয়া এবং তার সামগ্রী নিয়ে নানা প্রকারের অপকর্মের সব ঘটনা। এ সময় মানুষের প্রাণের চেয়ে মুনাফার লোভ কিছু কিছু ব্যক্তিকে অমানবিক হতে প্রলুব্ধ করেছিল। সে সময়টির কথা নিশ্চয়ই কেউ ভুলে যাননি।
চিকিৎসা পেশাটা অনেক বেশি সম্মানের। কিন্তু কিছুসংখ্যক চিকিৎসকের অপকর্মের কারণে গোটা চিকিৎসা পেশা কালিমালিপ্ত হয়েছে। কারণ, এটা তো শুধু পেশা নয়, চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষায় নিয়োজিত বলে এটি মানবসেবারও অংশ। সেখানে গড়বড় হলে তাতে ক্ষতি হয় সবার। দোষ শুধু চিকিৎসকদের নয়, চিকিৎসাসেবার নামে কিছু রাঘববোয়াল যেমন—নামীদামি ওষুধ কোম্পানি ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের অতি মুনাফার বলি হয়েছে স্বাস্থ্যসেবার এই গুরুত্বপূর্ণ সেক্টর। এই দুষ্টগ্রহের কমিশনের লোভের থাবায় পড়ে কিছু চিকিৎসক বাণিজ্যটাকেই বড় করে দেখছেন। ওষুধ কোম্পানি তাদের মোবাইলের রিচার্জ, ঘরের শৌখিন আসবাব দেওয়া থেকে বিদেশে প্রমোদ ভ্রমণসহ অনেক ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।
আরেকটি কথা না বললেই নয়, সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রেও বড় ধরনের বৈষম্যের ব্যাপার আছে। মূলত সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, চিকিৎসাসামগ্রীর অপ্রতুলতা, লোকবলের অভাব এবং যথার্থ চিকিৎসা না পাওয়ার কারণে রোগীরা বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হয়। অপরদিকে বেসরকারি হাসপাতালে সবকিছু ঠিকমতো পাওয়া যায় শুধু বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে। সেখানে শুধু টাকাওয়ালাদের প্রবেশ অবারিত থাকলেও দরিদ্র মানুষ সেখানে যেতে পারে না। আবার এসব হাসপাতালে টাকার বিনিময়ে চিকিৎসা পাওয়া গেলেও নানা ধরনের অপকর্মের ঘটনা ঘটার অভিযোগও রয়েছে।
আমাদের দেশে চিকিৎসাব্যবস্থার অনেক উন্নতি হলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখনো দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভালো চিকিৎসা না পাওয়ার অভিযোগ রয়েছে। সে কারণে অনেকে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে বাধ্য হয়। তাই রাষ্ট্রের সমগ্র চিকিৎসাব্যবস্থায় যে অব্যবস্থাপনা ও অনৈতিকতার কথা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তার দায় অন্য অনেকের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ও এড়াতে পারে না।
তাই স্বাস্থ্য খাত পুরোপুরি বিপর্যয়ে যাওয়ার আগে এ খাতটিকে রক্ষা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কেই উদ্যোগ নিতে হবে। কারণ, সুচিকিৎসা পাওয়া রাষ্ট্রের সব নাগরিকের মৌলিক অধিকার।
কথাগুলো চিকিৎসা পেশা নিয়ে। সমাজের অধিকাংশ মানুষ সেবা হিসেবেই চিকিৎসা পেশার মূল্যায়ন করে। রোগ হলে চিকিৎসকই ভরসা। কিন্তু কখনো কখনো দেখা যায়, চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এর অন্যতম কারণ হলো চিকিৎসকদের কারও কারও মাত্রাতিরিক্ত ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি।
রোগীর প্রেসক্রিপশন লেখার সময় চিকিৎসকদের ব্যবসায়িক চিন্তা না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি গত ২৯ মার্চ রাজধানীর হোটেল রেনেসাঁয় আয়োজিত পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) ‘খসড়া স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন। যথার্থ কথা। কিন্তু তা নিয়ে একটু আলোচনা না করলেই নয়।
আমরা বৈশ্বিক মহামারি করোনার সময় দেখেছি চিকিৎসা পাওয়া এবং তার সামগ্রী নিয়ে নানা প্রকারের অপকর্মের সব ঘটনা। এ সময় মানুষের প্রাণের চেয়ে মুনাফার লোভ কিছু কিছু ব্যক্তিকে অমানবিক হতে প্রলুব্ধ করেছিল। সে সময়টির কথা নিশ্চয়ই কেউ ভুলে যাননি।
চিকিৎসা পেশাটা অনেক বেশি সম্মানের। কিন্তু কিছুসংখ্যক চিকিৎসকের অপকর্মের কারণে গোটা চিকিৎসা পেশা কালিমালিপ্ত হয়েছে। কারণ, এটা তো শুধু পেশা নয়, চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষায় নিয়োজিত বলে এটি মানবসেবারও অংশ। সেখানে গড়বড় হলে তাতে ক্ষতি হয় সবার। দোষ শুধু চিকিৎসকদের নয়, চিকিৎসাসেবার নামে কিছু রাঘববোয়াল যেমন—নামীদামি ওষুধ কোম্পানি ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের অতি মুনাফার বলি হয়েছে স্বাস্থ্যসেবার এই গুরুত্বপূর্ণ সেক্টর। এই দুষ্টগ্রহের কমিশনের লোভের থাবায় পড়ে কিছু চিকিৎসক বাণিজ্যটাকেই বড় করে দেখছেন। ওষুধ কোম্পানি তাদের মোবাইলের রিচার্জ, ঘরের শৌখিন আসবাব দেওয়া থেকে বিদেশে প্রমোদ ভ্রমণসহ অনেক ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।
আরেকটি কথা না বললেই নয়, সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রেও বড় ধরনের বৈষম্যের ব্যাপার আছে। মূলত সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, চিকিৎসাসামগ্রীর অপ্রতুলতা, লোকবলের অভাব এবং যথার্থ চিকিৎসা না পাওয়ার কারণে রোগীরা বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হয়। অপরদিকে বেসরকারি হাসপাতালে সবকিছু ঠিকমতো পাওয়া যায় শুধু বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে। সেখানে শুধু টাকাওয়ালাদের প্রবেশ অবারিত থাকলেও দরিদ্র মানুষ সেখানে যেতে পারে না। আবার এসব হাসপাতালে টাকার বিনিময়ে চিকিৎসা পাওয়া গেলেও নানা ধরনের অপকর্মের ঘটনা ঘটার অভিযোগও রয়েছে।
আমাদের দেশে চিকিৎসাব্যবস্থার অনেক উন্নতি হলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখনো দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভালো চিকিৎসা না পাওয়ার অভিযোগ রয়েছে। সে কারণে অনেকে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে বাধ্য হয়। তাই রাষ্ট্রের সমগ্র চিকিৎসাব্যবস্থায় যে অব্যবস্থাপনা ও অনৈতিকতার কথা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তার দায় অন্য অনেকের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ও এড়াতে পারে না।
তাই স্বাস্থ্য খাত পুরোপুরি বিপর্যয়ে যাওয়ার আগে এ খাতটিকে রক্ষা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কেই উদ্যোগ নিতে হবে। কারণ, সুচিকিৎসা পাওয়া রাষ্ট্রের সব নাগরিকের মৌলিক অধিকার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে