সম্পাদকীয়
রুশ চিকিৎসক ও শারীরতাত্ত্বিক হিসেবে বিখ্যাত ছিলেন ইভান পেত্রোভিচ পাভলভ। শরীরের বস্তুবাদী গবেষণার জন্য তিনি প্রসিদ্ধ। চিকিৎসাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের আধুনিক রূপান্তরে তাঁর ব্যাপক অবদান রয়েছে।
তাঁর সবচেয়ে বড় অবদান ‘সাপেক্ষ প্রতিবর্ত’ ব্যাখ্যাকারী গবেষণা। তিনি প্রত্যেহ একটি নির্দিষ্ট সময়ে প্রথমে একটি ঘণ্টা বাজাতেন এবং এরপর একটি কুকুরকে খাবার দিতেন। ওই সময় কুকুরটির লালা নিঃসরণ হতো, যা একপ্রকার সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
এরপর তিনি খাবার দেওয়ার সময়ে কেবল ঘণ্টাধ্বনি করতে থাকলেন, কিন্তু খাবার দিলেন না। তিনি দেখলেন, খাবার না দেওয়া সত্ত্বেও শুধু ঘণ্টাধ্বনি শুনেই কুকুরটির লালা নিঃসরণ ঘটে। এখান থেকেই তিনি সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার ধারণায় উপনীত হন।
এভাবে মানুষ, পশুর মস্তিষ্কের সঙ্গে বাইরের উত্তেজকের সম্পর্কের নিয়ম আবিষ্কার ও ব্যাখ্যা করেন তিনি। তাঁর সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার তত্ত্বের ভিত্তিতে আধুনিক মনোবিজ্ঞানে বস্তুবাদী ও আচরণবাদী গবেষণা এবং ব্যাখ্যা বিশেষভাবে বৃদ্ধি পায়।
তিনি রাশিয়ার রিয়াজানে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন পাদরি। প্রথমে ধর্মীয় বিদ্যায় শিক্ষা শুরু করলেও, ২০ বছর বয়সের আগেই বিজ্ঞান নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন তিনি। ১৮৭০ সালে রিয়াজান থিওলজিক্যাল সেমিনারির পাঠ শেষ করেন। এরপর তিনি ১৮৭৫ সালে শারীরবিদ্যা বিষয়ে কৃতকার্য হন এবং চিকিৎসাবিদ্যায় মনোনিবেশ করেন। চিকিৎসক হওয়ার পর তিনি অনেক কাঠ-খড় পুড়িয়ে ১৮৯০ সালে সেন্ট পিটার্সবার্গ কলেজে অধ্যাপনার কাজ পান।
১৯০৪ সালে চিকিৎসাবিজ্ঞানে মনস্তাত্ত্বিক গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পান। ১৯১৫ সালে তিনি ‘কপলি মেডেল’ জেতেন। ১৯২৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘পাভলভ ইনস্টিটিউট অব ফিজিওলজি অব রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস’। নোবেলজয়ী এই শারীরতাত্ত্বিক ১৯৩৬ সালের ২৭ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে মৃত্যুবরণ করেন।
রুশ চিকিৎসক ও শারীরতাত্ত্বিক হিসেবে বিখ্যাত ছিলেন ইভান পেত্রোভিচ পাভলভ। শরীরের বস্তুবাদী গবেষণার জন্য তিনি প্রসিদ্ধ। চিকিৎসাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের আধুনিক রূপান্তরে তাঁর ব্যাপক অবদান রয়েছে।
তাঁর সবচেয়ে বড় অবদান ‘সাপেক্ষ প্রতিবর্ত’ ব্যাখ্যাকারী গবেষণা। তিনি প্রত্যেহ একটি নির্দিষ্ট সময়ে প্রথমে একটি ঘণ্টা বাজাতেন এবং এরপর একটি কুকুরকে খাবার দিতেন। ওই সময় কুকুরটির লালা নিঃসরণ হতো, যা একপ্রকার সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
এরপর তিনি খাবার দেওয়ার সময়ে কেবল ঘণ্টাধ্বনি করতে থাকলেন, কিন্তু খাবার দিলেন না। তিনি দেখলেন, খাবার না দেওয়া সত্ত্বেও শুধু ঘণ্টাধ্বনি শুনেই কুকুরটির লালা নিঃসরণ ঘটে। এখান থেকেই তিনি সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার ধারণায় উপনীত হন।
এভাবে মানুষ, পশুর মস্তিষ্কের সঙ্গে বাইরের উত্তেজকের সম্পর্কের নিয়ম আবিষ্কার ও ব্যাখ্যা করেন তিনি। তাঁর সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার তত্ত্বের ভিত্তিতে আধুনিক মনোবিজ্ঞানে বস্তুবাদী ও আচরণবাদী গবেষণা এবং ব্যাখ্যা বিশেষভাবে বৃদ্ধি পায়।
তিনি রাশিয়ার রিয়াজানে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন পাদরি। প্রথমে ধর্মীয় বিদ্যায় শিক্ষা শুরু করলেও, ২০ বছর বয়সের আগেই বিজ্ঞান নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন তিনি। ১৮৭০ সালে রিয়াজান থিওলজিক্যাল সেমিনারির পাঠ শেষ করেন। এরপর তিনি ১৮৭৫ সালে শারীরবিদ্যা বিষয়ে কৃতকার্য হন এবং চিকিৎসাবিদ্যায় মনোনিবেশ করেন। চিকিৎসক হওয়ার পর তিনি অনেক কাঠ-খড় পুড়িয়ে ১৮৯০ সালে সেন্ট পিটার্সবার্গ কলেজে অধ্যাপনার কাজ পান।
১৯০৪ সালে চিকিৎসাবিজ্ঞানে মনস্তাত্ত্বিক গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পান। ১৯১৫ সালে তিনি ‘কপলি মেডেল’ জেতেন। ১৯২৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘পাভলভ ইনস্টিটিউট অব ফিজিওলজি অব রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস’। নোবেলজয়ী এই শারীরতাত্ত্বিক ১৯৩৬ সালের ২৭ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে মৃত্যুবরণ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে