রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কক্ষ তিন সপ্তাহ ধরে বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকের অভাবে অস্ত্রোপচার সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অন্তঃসত্ত্বা নারীরা। স্বল্প মূল্যের সেবা বঞ্চিত হয়ে বাড়তি অর্থ খরচে তাঁদের এখন বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে।
প্রসবজনিত জরুরি সেবা (ইওসি) টিমের সদস্য চিকিৎসা কর্মকর্তা (গাইনি) শামীমা নাসরিন বদলি হয়ে গত ১৬ জানুয়ারি অন্যত্র চলে যান। এরপর থেকে চিকিৎসকের অভাবে অপারেশন থিয়েটারটি বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন অসংখ্য গর্ভবতী নারী এখানে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে স্বাভাবিক প্রসব করানো সম্ভব হলেও জরুরি অস্ত্রোপচার (সিজার) করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অনেক গরিব রোগী আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ৩৪৪ জন গর্ভবতী নারী এখানে সন্তান জন্ম দেন। এর মধ্যে ১৭৯ জন স্বাভাবিক ও ১৬৫ জন অস্ত্রোপচারে সন্তান প্রসব করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেবিকা ইয়াসমিন আক্তার বলেন, ‘গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসব ও পরামর্শ সেবা চালু রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসকের অভাবে কোনো অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। গরিব রোগীদের কান্না আমাদেরও কষ্ট দিচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অবেদনবিদ) মোবারক হোসেন বলেন, ‘ইওসি টিমে একজন গাইনি চিকিৎসকের অভাবে আমাদের এখানে আপাতত কোনো অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। রোগীরা চোখের সামনে কান্না শুরু করলেও তাঁদের জন্য কিছু করতে না পারায় আমরাও কষ্টে রয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রসবজনিত জরুরি সেবা (ইওসি) বিভাগে একজন গাইনি চিকিৎসকের অভাবে অপারেশন (সিজার) করা সম্ভব হচ্ছে না। এ কারণে অপারেশন থিয়েটারটি বন্ধ রাখা হয়েছে। নতুন চিকিৎসকের পদায়নের জন্য আমরা সিভিল সার্জন অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আহমেদ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কয়েক দিন আগে এ জেলায় যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আমি অবহিত হয়েছি। দ্রুত একজন চিকিৎসকে পদায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে।’
আজকের পত্রিকায় গত ২৬ জানুয়ারি ‘প্রসূতি সেবাপ্রার্থীরা এবার সরকারি হাসপাতালমুখী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, ভালো সেবা পেয়ে সরকারি এই হাসপাতালে সেবা নিতে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। কিন্তু কিছুদিনের মধ্যেই হাসপাতালে এই সংকট দেখা দিল।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কক্ষ তিন সপ্তাহ ধরে বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকের অভাবে অস্ত্রোপচার সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অন্তঃসত্ত্বা নারীরা। স্বল্প মূল্যের সেবা বঞ্চিত হয়ে বাড়তি অর্থ খরচে তাঁদের এখন বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে।
প্রসবজনিত জরুরি সেবা (ইওসি) টিমের সদস্য চিকিৎসা কর্মকর্তা (গাইনি) শামীমা নাসরিন বদলি হয়ে গত ১৬ জানুয়ারি অন্যত্র চলে যান। এরপর থেকে চিকিৎসকের অভাবে অপারেশন থিয়েটারটি বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন অসংখ্য গর্ভবতী নারী এখানে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে স্বাভাবিক প্রসব করানো সম্ভব হলেও জরুরি অস্ত্রোপচার (সিজার) করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অনেক গরিব রোগী আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ৩৪৪ জন গর্ভবতী নারী এখানে সন্তান জন্ম দেন। এর মধ্যে ১৭৯ জন স্বাভাবিক ও ১৬৫ জন অস্ত্রোপচারে সন্তান প্রসব করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেবিকা ইয়াসমিন আক্তার বলেন, ‘গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসব ও পরামর্শ সেবা চালু রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসকের অভাবে কোনো অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। গরিব রোগীদের কান্না আমাদেরও কষ্ট দিচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অবেদনবিদ) মোবারক হোসেন বলেন, ‘ইওসি টিমে একজন গাইনি চিকিৎসকের অভাবে আমাদের এখানে আপাতত কোনো অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। রোগীরা চোখের সামনে কান্না শুরু করলেও তাঁদের জন্য কিছু করতে না পারায় আমরাও কষ্টে রয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রসবজনিত জরুরি সেবা (ইওসি) বিভাগে একজন গাইনি চিকিৎসকের অভাবে অপারেশন (সিজার) করা সম্ভব হচ্ছে না। এ কারণে অপারেশন থিয়েটারটি বন্ধ রাখা হয়েছে। নতুন চিকিৎসকের পদায়নের জন্য আমরা সিভিল সার্জন অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আহমেদ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কয়েক দিন আগে এ জেলায় যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আমি অবহিত হয়েছি। দ্রুত একজন চিকিৎসকে পদায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে।’
আজকের পত্রিকায় গত ২৬ জানুয়ারি ‘প্রসূতি সেবাপ্রার্থীরা এবার সরকারি হাসপাতালমুখী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, ভালো সেবা পেয়ে সরকারি এই হাসপাতালে সেবা নিতে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। কিন্তু কিছুদিনের মধ্যেই হাসপাতালে এই সংকট দেখা দিল।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৮ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে