সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উভয় পক্ষ এ কর্মসূচি ঘোষণা করে। এক পক্ষ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুসারী ও অন্য পক্ষ নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
তবে গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুসারীরা বর্ধিত সভা স্থগিত ঘোষণা করে স্থান ত্যাগ করলেও সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরা স্থান পরিবর্তন করে উপজেলার পাশে চরজব্বার থানা মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুকের ব্যক্তিগত কার্যালয়ে বর্ধিত সভা করেছেন।
বর্ধিত সভার সভাপতি ওমর ফারুক বলেন, ‘যারা ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে পরাজিত হয়েছেন, তাঁদের উপজেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, স্বাধীনতার, মুক্তিযুদ্ধের নৌকাকে অপমানিত করেছেন।
উপজেলায় নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থীরা হলেন চরজুবিলী ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী ও চরজব্বার ইউপিতে আওয়ামী লীগের সহসভাপতি মো. তরিকুল ইসলাম।
এদিকে কর্মসূচি ঘিরে উপজেলায় নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উপজেলা পরিষদ বন্ধ থাকবে তাই মিলনায়তনে কোনো ধরনের সভা-সমাবেশ করার সুযোগ নেই। কোনো পক্ষই উপজেলা পরিষদে ঢুকতে পারবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা।
এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ খায়রুল আনম চৌধুরী সেলিমের অনুসারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম বেলা ৩টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করেন। পরে একই স্থানে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ওমর ফারুক পাল্টাপাল্টি বর্ধিত সভা আহ্বান করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বলেন, ‘পাল্টাপাল্টি কোনো কর্মসূচি ডাকা হয়নি। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকেছি। অন্যরা অগণতান্ত্রিকভাবে একটা মিটিং ডেকেছেন। ওরা দলের বহিরাগত। ওদের আমরা চিনি না। আমরা আমাদের সভার অনুমতিও নিয়েছি।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান দীপক বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে যৌথ সভার ঘোষণা করেছিল সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বার ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুকের নেতৃত্বাধীন পক্ষ। এই কর্মসূচিতে উপজেলার সব ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী বলেন, ‘আমরা বর্ধিত সভা ডেকেছি। কে পাল্টা সভা ডেকেছে এ বিষয়ে আমি কিছু জানি না।’
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম বলেন, এটা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগের চিঠির আলোকে আজকে বর্ধিত সভা করার তারিখ নির্ধারণ করা হয়।
জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, উপজেলা পরিষদ বন্ধ রয়েছে, বন্ধ থাকবে। তাই মিলনায়তনে সমাবেশ করার সুযোগ নেই। কোনো পক্ষই উপজেলা পরিষদে ঢুকতে পারবে না।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে জানান, উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে কেউ অবহিত করেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ তৎপর। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
নোয়াখালীর সুবর্ণচরে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উভয় পক্ষ এ কর্মসূচি ঘোষণা করে। এক পক্ষ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুসারী ও অন্য পক্ষ নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
তবে গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুসারীরা বর্ধিত সভা স্থগিত ঘোষণা করে স্থান ত্যাগ করলেও সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরা স্থান পরিবর্তন করে উপজেলার পাশে চরজব্বার থানা মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুকের ব্যক্তিগত কার্যালয়ে বর্ধিত সভা করেছেন।
বর্ধিত সভার সভাপতি ওমর ফারুক বলেন, ‘যারা ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে পরাজিত হয়েছেন, তাঁদের উপজেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, স্বাধীনতার, মুক্তিযুদ্ধের নৌকাকে অপমানিত করেছেন।
উপজেলায় নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থীরা হলেন চরজুবিলী ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী ও চরজব্বার ইউপিতে আওয়ামী লীগের সহসভাপতি মো. তরিকুল ইসলাম।
এদিকে কর্মসূচি ঘিরে উপজেলায় নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উপজেলা পরিষদ বন্ধ থাকবে তাই মিলনায়তনে কোনো ধরনের সভা-সমাবেশ করার সুযোগ নেই। কোনো পক্ষই উপজেলা পরিষদে ঢুকতে পারবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা।
এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ খায়রুল আনম চৌধুরী সেলিমের অনুসারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম বেলা ৩টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করেন। পরে একই স্থানে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ওমর ফারুক পাল্টাপাল্টি বর্ধিত সভা আহ্বান করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বলেন, ‘পাল্টাপাল্টি কোনো কর্মসূচি ডাকা হয়নি। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকেছি। অন্যরা অগণতান্ত্রিকভাবে একটা মিটিং ডেকেছেন। ওরা দলের বহিরাগত। ওদের আমরা চিনি না। আমরা আমাদের সভার অনুমতিও নিয়েছি।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান দীপক বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে যৌথ সভার ঘোষণা করেছিল সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বার ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুকের নেতৃত্বাধীন পক্ষ। এই কর্মসূচিতে উপজেলার সব ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী বলেন, ‘আমরা বর্ধিত সভা ডেকেছি। কে পাল্টা সভা ডেকেছে এ বিষয়ে আমি কিছু জানি না।’
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম বলেন, এটা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগের চিঠির আলোকে আজকে বর্ধিত সভা করার তারিখ নির্ধারণ করা হয়।
জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, উপজেলা পরিষদ বন্ধ রয়েছে, বন্ধ থাকবে। তাই মিলনায়তনে সমাবেশ করার সুযোগ নেই। কোনো পক্ষই উপজেলা পরিষদে ঢুকতে পারবে না।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে জানান, উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে কেউ অবহিত করেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ তৎপর। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে