সম্পাদকীয়
মারাকেশ শহরটা কোথায়, চট করে সবাই বলতে পারবে না। মরক্কোর একটি প্রাচীন শহর মারাকেশ। সেখানকার চলচ্চিত্র উৎসব থেকে ‘মাটির ময়না’র জন্য তারেক মাসুদ পেলেন আমন্ত্রণ। শহরটি ইসলামি স্থাপত্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। একসময় তা ছিল বিজ্ঞানের তীর্থভূমি। মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে কোনো ধারণাই ছিল না তারেক মাসুদের। কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক হলেন। এতটা দিলখোলা চলচ্চিত্র উৎসব হচ্ছে মরক্কোর মারাকেশ শহরে!
একটা কৌতূহল ছিল। ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি যেহেতু ইসলাম ও মাদ্রাসাকে ঘিরে আবর্তিত হয়েছে, সেহেতু এখানকার মানুষ এবং বোদ্ধারা ছবিটিকে কীভাবে মূল্যায়ন করেন, সেটা জানার আগ্রহ ছিল তারেক মাসুদের। ইসলামবিরোধী ছবি হিসেবে সে সময় এই ছবি বাংলাদেশে ছিল নিষিদ্ধ। মরক্কোর মুসলমান সমাজ কীভাবে নেবে
‘মাটির ময়না’?
মারাকেশকে মনে হলো কানেরই অন্য এক সংস্করণ। কোটি কোটি ডলারের জৌলুশপূর্ণ আয়োজন। সেই আয়োজনে স্পিলবার্গ, কস্তা গাভরাসের মতো পরিচালকেরা এসেছেন, ক্যাথরিন দানিয়ুবের মতো অভিনেত্রী, আমির খানের মতো অভিনেতারা এসেছেন। বিখ্যাত অভিনেত্রী জাঁ মরো জুরিবোর্ডের চেয়ারম্যান! আরবীয় ও আফ্রিকান রংবাহারি পোশাকে সজ্জিত রমণীরা অতিথিদের বরণ করে নিচ্ছেন।
এ যেন মধ্যযুগে ঢুকে পড়েছেন তাঁরা সবাই! কিংবা হলিউডে মধ্যযুগ নিয়ে নির্মীয়মাণ কোনো সিনেমার সেটে!
সেখানে রাজকীয় নৈশভোজের দিন ঘটল এক দারুণ ঘটনা! বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ যখন এলেন অতিথিদের কাছে, তখন রাজকীয় ব্যান্ড বেজে উঠল। এরপর অবধারিতভাবে রাজকীয় সংগীত বেজে ওঠার কথা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এরপর বেজে উঠল বিটলসের গান! রাজার মধ্যে ছিল কিছুটা হিপ্পি স্বভাব এবং তিনি ছিলেন আন্তর্জাতিকতাবাদী।
উৎসবের শেষ দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যখন বিকেলে হোটেলে ফিরেছেন তারেক আর ক্যাথরিন মাসুদ, তখন পেলেন ফোন। আনুষ্ঠানিক পোশাকে উপস্থিত হতে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই চলচ্চিত্র উৎসবে ‘মাটির ময়না’ পেয়েছিল শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার।
সূত্র: তারেক মাসুদ, চলচ্চিত্রযাত্রা, পৃষ্ঠা ৩০-৩২
মারাকেশ শহরটা কোথায়, চট করে সবাই বলতে পারবে না। মরক্কোর একটি প্রাচীন শহর মারাকেশ। সেখানকার চলচ্চিত্র উৎসব থেকে ‘মাটির ময়না’র জন্য তারেক মাসুদ পেলেন আমন্ত্রণ। শহরটি ইসলামি স্থাপত্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। একসময় তা ছিল বিজ্ঞানের তীর্থভূমি। মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে কোনো ধারণাই ছিল না তারেক মাসুদের। কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক হলেন। এতটা দিলখোলা চলচ্চিত্র উৎসব হচ্ছে মরক্কোর মারাকেশ শহরে!
একটা কৌতূহল ছিল। ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি যেহেতু ইসলাম ও মাদ্রাসাকে ঘিরে আবর্তিত হয়েছে, সেহেতু এখানকার মানুষ এবং বোদ্ধারা ছবিটিকে কীভাবে মূল্যায়ন করেন, সেটা জানার আগ্রহ ছিল তারেক মাসুদের। ইসলামবিরোধী ছবি হিসেবে সে সময় এই ছবি বাংলাদেশে ছিল নিষিদ্ধ। মরক্কোর মুসলমান সমাজ কীভাবে নেবে
‘মাটির ময়না’?
মারাকেশকে মনে হলো কানেরই অন্য এক সংস্করণ। কোটি কোটি ডলারের জৌলুশপূর্ণ আয়োজন। সেই আয়োজনে স্পিলবার্গ, কস্তা গাভরাসের মতো পরিচালকেরা এসেছেন, ক্যাথরিন দানিয়ুবের মতো অভিনেত্রী, আমির খানের মতো অভিনেতারা এসেছেন। বিখ্যাত অভিনেত্রী জাঁ মরো জুরিবোর্ডের চেয়ারম্যান! আরবীয় ও আফ্রিকান রংবাহারি পোশাকে সজ্জিত রমণীরা অতিথিদের বরণ করে নিচ্ছেন।
এ যেন মধ্যযুগে ঢুকে পড়েছেন তাঁরা সবাই! কিংবা হলিউডে মধ্যযুগ নিয়ে নির্মীয়মাণ কোনো সিনেমার সেটে!
সেখানে রাজকীয় নৈশভোজের দিন ঘটল এক দারুণ ঘটনা! বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ যখন এলেন অতিথিদের কাছে, তখন রাজকীয় ব্যান্ড বেজে উঠল। এরপর অবধারিতভাবে রাজকীয় সংগীত বেজে ওঠার কথা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এরপর বেজে উঠল বিটলসের গান! রাজার মধ্যে ছিল কিছুটা হিপ্পি স্বভাব এবং তিনি ছিলেন আন্তর্জাতিকতাবাদী।
উৎসবের শেষ দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যখন বিকেলে হোটেলে ফিরেছেন তারেক আর ক্যাথরিন মাসুদ, তখন পেলেন ফোন। আনুষ্ঠানিক পোশাকে উপস্থিত হতে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই চলচ্চিত্র উৎসবে ‘মাটির ময়না’ পেয়েছিল শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার।
সূত্র: তারেক মাসুদ, চলচ্চিত্রযাত্রা, পৃষ্ঠা ৩০-৩২
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে