কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
শিল্প এলাকা হিসেবে পরিচিত রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ মে প্রতীক বরাদ্দের পর থেকেই দুজন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন সাধারণ সদস্য এবং ১৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী সকাল থেকে রাত অবধি বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দুই ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৮৮ এবং নারী ভোটার ৪ হাজার ৬৭২ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিট পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন। ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করা এই ছাত্রনেতা কাপ্তাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পরে সাংগঠনিক সম্পাদক হন। এলাকার বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লিন ইমেজের রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় তাঁর বেশ সুনাম রয়েছে। বিগত সময়ে রাজনৈতিক কোনো দাঙ্গা-হাঙ্গামায় তিনি নিজেকে জড়াননি। ইতিমধ্যে তাঁর দলের বিভিন্ন স্তরের নেতারা সর্বশক্তি দিয়ে নৌকার পক্ষে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
কেপিএমের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে শুক্রবার কথা হয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন মিলনের সঙ্গে। এ সময় তিনি এই প্রতিবেদককে জানান, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যেখানে নির্বাচনী প্রচারণায় যাচ্ছি সেখানে দলমত-নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি।
এদিকে, তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা। ইতিমধ্যে তিনি একবার এই ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। এলাকার কয়েকজন ভোটার জানান, চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করাকালীন তিনি কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। ইউনিয়ন পরিষদে যখন কোনো কাজে গেছি তিনি সে কাজগুলো হাসিমুখে করে দিয়েছেন। এলাকায় ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তাঁরও সুনাম রয়েছে।
শুক্রবার ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে মিশন এলাকায় তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।
শিল্প এলাকা হিসেবে পরিচিত রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ মে প্রতীক বরাদ্দের পর থেকেই দুজন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন সাধারণ সদস্য এবং ১৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী সকাল থেকে রাত অবধি বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দুই ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৮৮ এবং নারী ভোটার ৪ হাজার ৬৭২ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিট পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন। ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করা এই ছাত্রনেতা কাপ্তাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পরে সাংগঠনিক সম্পাদক হন। এলাকার বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লিন ইমেজের রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় তাঁর বেশ সুনাম রয়েছে। বিগত সময়ে রাজনৈতিক কোনো দাঙ্গা-হাঙ্গামায় তিনি নিজেকে জড়াননি। ইতিমধ্যে তাঁর দলের বিভিন্ন স্তরের নেতারা সর্বশক্তি দিয়ে নৌকার পক্ষে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
কেপিএমের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে শুক্রবার কথা হয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন মিলনের সঙ্গে। এ সময় তিনি এই প্রতিবেদককে জানান, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যেখানে নির্বাচনী প্রচারণায় যাচ্ছি সেখানে দলমত-নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি।
এদিকে, তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা। ইতিমধ্যে তিনি একবার এই ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। এলাকার কয়েকজন ভোটার জানান, চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করাকালীন তিনি কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। ইউনিয়ন পরিষদে যখন কোনো কাজে গেছি তিনি সে কাজগুলো হাসিমুখে করে দিয়েছেন। এলাকায় ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তাঁরও সুনাম রয়েছে।
শুক্রবার ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে মিশন এলাকায় তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে