কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে সুদের কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে আসাদুজ্জামান নয়ন নামের এক ব্যক্তির বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার সকালে কুমারখালী বাসস্ট্যান্ডসংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী। মিছিলটি বাসস্ট্যান্ড গোলচত্বর হয়ে উপজেলা রোড ও উপজেলা চত্বর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ভুক্তভোগী শতাধিক পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘চিহ্নিত সুদি কারবারি আসাদুজ্জামান নয়নের চড়া সুদের খপ্পরে পরে সর্বস্বান্ত ব্যবসায়ী ও বিভিন্ন মানুষ। তাঁর হামলা ও মামলার ভয়ে পরিবার-পরিজন ও ব্যবসা ছেড়ে পথেঘাটে জীবনযাপন করছেন তাঁরা। তাঁর খপ্পর থেকে বাঁচতে এবং তাঁর বিচারের দাবিতে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা।’
এ বিষয়ে ভুক্তভোগী শামীম রেজা বলেন, ‘নয়নের নিকট থেকে দুই শতাংশ সুদে ধাপে ধাপে প্রায় ১৪ লাখ টাকা গ্রহণ করি। বিপরীতে পর্যায়ক্রমে প্রায় ৩৮ লাখ টাকা সুদসহ পরিশোধ করি। কিন্তু নয়ন ৩০ রাখ টাকা দাবি করেন। পরে তাঁর চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ না করায় আদালতে মামলা করেন।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত আসাদুজ্জামান নয়নের মোবাইল ফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেনি। তবে তাঁর বাবা মাহমুদুর রহমান মানু বলেন, ‘অভিযোগকারীদের সঙ্গে ছেলের ব্যবসা ছিল। কিন্তু কী ব্যবসা তা জানি না। কিন্তু এ নিয়ে কোর্টে মামলা চলছে। মামলার ভয়ে তাঁরা মিথ্যে অভিযোগ করছে।’
কুষ্টিয়ার কুমারখালীতে সুদের কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে আসাদুজ্জামান নয়ন নামের এক ব্যক্তির বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার সকালে কুমারখালী বাসস্ট্যান্ডসংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী। মিছিলটি বাসস্ট্যান্ড গোলচত্বর হয়ে উপজেলা রোড ও উপজেলা চত্বর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ভুক্তভোগী শতাধিক পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘চিহ্নিত সুদি কারবারি আসাদুজ্জামান নয়নের চড়া সুদের খপ্পরে পরে সর্বস্বান্ত ব্যবসায়ী ও বিভিন্ন মানুষ। তাঁর হামলা ও মামলার ভয়ে পরিবার-পরিজন ও ব্যবসা ছেড়ে পথেঘাটে জীবনযাপন করছেন তাঁরা। তাঁর খপ্পর থেকে বাঁচতে এবং তাঁর বিচারের দাবিতে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা।’
এ বিষয়ে ভুক্তভোগী শামীম রেজা বলেন, ‘নয়নের নিকট থেকে দুই শতাংশ সুদে ধাপে ধাপে প্রায় ১৪ লাখ টাকা গ্রহণ করি। বিপরীতে পর্যায়ক্রমে প্রায় ৩৮ লাখ টাকা সুদসহ পরিশোধ করি। কিন্তু নয়ন ৩০ রাখ টাকা দাবি করেন। পরে তাঁর চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ না করায় আদালতে মামলা করেন।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত আসাদুজ্জামান নয়নের মোবাইল ফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেনি। তবে তাঁর বাবা মাহমুদুর রহমান মানু বলেন, ‘অভিযোগকারীদের সঙ্গে ছেলের ব্যবসা ছিল। কিন্তু কী ব্যবসা তা জানি না। কিন্তু এ নিয়ে কোর্টে মামলা চলছে। মামলার ভয়ে তাঁরা মিথ্যে অভিযোগ করছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে