ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর গ্রামের বাসিন্দা তৃতীয় লিঙ্গের লিয়াকত ওরফে কারিশমা আত্মহত্যা করেননি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে জানিয়েছে জেলা পিবিআই। প্রায় ১৪ মাস পর এই হত্যার উদ্দেশ্য ও কুল-কিনারা ঠাহর করে পিবিআই।
পিবিআই সাংবাদিকদের জানান, গত ৯ সেপ্টেম্বর সকালে উদয়পুরের বাড়ি থেকে লিয়াকত ওরফে কারিশমার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রথমে এটিকে আত্মহত্যা বলে অনুমান করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পায় চিকিৎসকেরা। একইদিন ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন নিহতের ভাই মো. আইয়ুব আলী।
এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ হত্যার উদ্দেশ্য বের করতে পারছিল না। পরে মামলাটির হাত বদল হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে। তথ্য প্রযুক্তি ও আলামত কাজে লাগিয়ে মামলার খুঁটিনাটি বের করতে শুরু করে পিবিআই।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লিয়াকত ওরফে কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান মাস্টারের সন্তান। ৬ ভাই ২ বোনের মধ্যে লিয়াকত ওরফে কারিশমা সবার ছোট। ১৬ বছর আগেসে হিজড়ার দলে নাম লেখান তিনি। ১৩ বছর আগে জনৈক কামাল মণ্ডলের নিকট থেকে জমি কিনে পৌর এলাকার উদয়পুর গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন কারিশমা।
বছর দু-এক আগে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে একটি জমি কিনে একতলা বাড়ি নির্মাণ করেন। এবং উদয়পুর গ্রামের বাড়িটি বিক্রি করতে গোবিন্দপুরের কামরুল ইসলামের স্ত্রী কাজলের থেকে ৫০ হাজার টাকাও নেন কারিশমা। হিজড়াদের সঙ্গে দ্বন্দ্বের জেরে কারিশমা মানসিকভাবে চাপে ছিলেন বলে তাঁর বোন শাহানারা জানান।
এরই মধ্যে ঝুলন্ত অবস্থায় ৯ সেপ্টেম্বর সকালে উদয়পুরের বাড়ি থেকে লিয়াকত ওরফে কারিশমার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। থানায় মামলা রেকর্ড হওয়ার পরে প্রথমে মামলাটি তদন্ত করেন পরিদর্শক শেখ আবুল খায়ের। পুলিশ কোনো কুল কিনারা করতে না পেরে মামলাটি পিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। পিবিআইয়ের পরিদর্শক একেএম মনিরুজ্জামান গত ২৭ অক্টোবর সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করেন।
পরে তথ্য যাচাই করে ৩ জনকে ছেড়ে দেন এবং বাকি তিনজনকে আদালতে পাঠান। তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিন আসামিরা হলেন উদয়পুরের বিশ্বাস পাড়ার মো. রাজন মিয়া (৩৫), একই গ্রামের আনোয়ার হোসেন শাহ (৪০) এবং মিন্টু মিয়া। ৩ দিনের রিমান্ড শেষে তাঁদের পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
কারিশমার ভাই আইয়ুব হোসেন অভিযোগ করেন, ‘রাজনৈতিক কিছু নেতা আসামিদের বাঁচানোর চেষ্টা করছেন। তাঁরাই আসামিদের পালিয়ে থাকতে সাহায্য করছেন।’
এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘এটি একটি ঘোলাটে ও সূত্রহীন হত্যা ছিল। কিন্তু পিবিআইয়ের তদন্তে মামলার অগ্রগতি করেছে। এই ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজন পলাতক আসামি রয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের ব্যাপারে আমরা বলতে পারছি না। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যার পুরো রহস্য জানা যাবে।’
ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর গ্রামের বাসিন্দা তৃতীয় লিঙ্গের লিয়াকত ওরফে কারিশমা আত্মহত্যা করেননি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে জানিয়েছে জেলা পিবিআই। প্রায় ১৪ মাস পর এই হত্যার উদ্দেশ্য ও কুল-কিনারা ঠাহর করে পিবিআই।
পিবিআই সাংবাদিকদের জানান, গত ৯ সেপ্টেম্বর সকালে উদয়পুরের বাড়ি থেকে লিয়াকত ওরফে কারিশমার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রথমে এটিকে আত্মহত্যা বলে অনুমান করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পায় চিকিৎসকেরা। একইদিন ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন নিহতের ভাই মো. আইয়ুব আলী।
এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ হত্যার উদ্দেশ্য বের করতে পারছিল না। পরে মামলাটির হাত বদল হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে। তথ্য প্রযুক্তি ও আলামত কাজে লাগিয়ে মামলার খুঁটিনাটি বের করতে শুরু করে পিবিআই।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লিয়াকত ওরফে কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান মাস্টারের সন্তান। ৬ ভাই ২ বোনের মধ্যে লিয়াকত ওরফে কারিশমা সবার ছোট। ১৬ বছর আগেসে হিজড়ার দলে নাম লেখান তিনি। ১৩ বছর আগে জনৈক কামাল মণ্ডলের নিকট থেকে জমি কিনে পৌর এলাকার উদয়পুর গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন কারিশমা।
বছর দু-এক আগে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে একটি জমি কিনে একতলা বাড়ি নির্মাণ করেন। এবং উদয়পুর গ্রামের বাড়িটি বিক্রি করতে গোবিন্দপুরের কামরুল ইসলামের স্ত্রী কাজলের থেকে ৫০ হাজার টাকাও নেন কারিশমা। হিজড়াদের সঙ্গে দ্বন্দ্বের জেরে কারিশমা মানসিকভাবে চাপে ছিলেন বলে তাঁর বোন শাহানারা জানান।
এরই মধ্যে ঝুলন্ত অবস্থায় ৯ সেপ্টেম্বর সকালে উদয়পুরের বাড়ি থেকে লিয়াকত ওরফে কারিশমার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। থানায় মামলা রেকর্ড হওয়ার পরে প্রথমে মামলাটি তদন্ত করেন পরিদর্শক শেখ আবুল খায়ের। পুলিশ কোনো কুল কিনারা করতে না পেরে মামলাটি পিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। পিবিআইয়ের পরিদর্শক একেএম মনিরুজ্জামান গত ২৭ অক্টোবর সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করেন।
পরে তথ্য যাচাই করে ৩ জনকে ছেড়ে দেন এবং বাকি তিনজনকে আদালতে পাঠান। তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিন আসামিরা হলেন উদয়পুরের বিশ্বাস পাড়ার মো. রাজন মিয়া (৩৫), একই গ্রামের আনোয়ার হোসেন শাহ (৪০) এবং মিন্টু মিয়া। ৩ দিনের রিমান্ড শেষে তাঁদের পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
কারিশমার ভাই আইয়ুব হোসেন অভিযোগ করেন, ‘রাজনৈতিক কিছু নেতা আসামিদের বাঁচানোর চেষ্টা করছেন। তাঁরাই আসামিদের পালিয়ে থাকতে সাহায্য করছেন।’
এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘এটি একটি ঘোলাটে ও সূত্রহীন হত্যা ছিল। কিন্তু পিবিআইয়ের তদন্তে মামলার অগ্রগতি করেছে। এই ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজন পলাতক আসামি রয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের ব্যাপারে আমরা বলতে পারছি না। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যার পুরো রহস্য জানা যাবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে