যশোর প্রতিনিধি
শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণ অঞ্চলের ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক যশোর।
দুই উইকেট হাতে রেখেই যশোর দল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। এই ভেন্যুতে রানার্সআপ হয়েছে প্রতিবেশী জেলা সাতক্ষীরা।
গতকাল বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে এই খেলা হয়। এ দিন সাতক্ষীরা প্রথমে ব্যাট করে ৩৭ ওভার পাঁচ বলে সব কটি উইকেট হারিয়ে ১১৫ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে বলে ৪১ ওভার তিন বলে আট উইকেট হারিয়ে ১১৯ রান করে জয় নিশ্চিত করে স্বাগতিক যশোর।
ব্যাট হাতে সাতক্ষীরার সৈয়দ নেওয়াজ শরীফ ৬৬ বলে তিনটি বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৩, এস কে সাইদুল হক ১৮ ও তানজিম আহমেদ সজীব অপরাজিত ১৫ রান করে। এ ছাড়া অতিরিক্ত থেকে আসে ২৪ রান।
যশোরের সোহান হোসেন পাঁচ ওভার পাঁচ বলে দুটি মেডেনসহ সাত রানে পাঁচ উইকেট, আজমান হোসেন জাবিদ ১৫ রানে তিনটি এবং বারিকুল ইসলাম ও আবির হোসেন একটি উইকেট দখল করে।
ব্যাট হাতে যশোরের পক্ষে দলীয় অধিনায়ক অভিক ঘোষ বিল্টু ৫৮ বলে দুই চারে অপরাজিত ২৯ রান করে। এই রানের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিল্টু। এ ছাড়া বারিকুল ইসলাম ২৬, আবির হোসেন ১৯ ও মিকাইল ১২ রান করে।
বল হাতে সাতক্ষীরার এসকে সাদিকুল হক ২৭ রানে চারটি, এনামুল, রাহাতুল ইসলাম ও তানজিম আহমেদ সজীব একটি উইকেট দখল করে।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন স্বাগতিক দল ও রানার্সআপ সাতক্ষীরা দলের হাতে পুরস্কার তুলে দেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেল প্রশাসক রফিকুল হাসান, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ রফিক সকু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ফরহাদুর রেজা মুন্না প্রমুখ।
শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণ অঞ্চলের ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক যশোর।
দুই উইকেট হাতে রেখেই যশোর দল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। এই ভেন্যুতে রানার্সআপ হয়েছে প্রতিবেশী জেলা সাতক্ষীরা।
গতকাল বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে এই খেলা হয়। এ দিন সাতক্ষীরা প্রথমে ব্যাট করে ৩৭ ওভার পাঁচ বলে সব কটি উইকেট হারিয়ে ১১৫ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে বলে ৪১ ওভার তিন বলে আট উইকেট হারিয়ে ১১৯ রান করে জয় নিশ্চিত করে স্বাগতিক যশোর।
ব্যাট হাতে সাতক্ষীরার সৈয়দ নেওয়াজ শরীফ ৬৬ বলে তিনটি বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৩, এস কে সাইদুল হক ১৮ ও তানজিম আহমেদ সজীব অপরাজিত ১৫ রান করে। এ ছাড়া অতিরিক্ত থেকে আসে ২৪ রান।
যশোরের সোহান হোসেন পাঁচ ওভার পাঁচ বলে দুটি মেডেনসহ সাত রানে পাঁচ উইকেট, আজমান হোসেন জাবিদ ১৫ রানে তিনটি এবং বারিকুল ইসলাম ও আবির হোসেন একটি উইকেট দখল করে।
ব্যাট হাতে যশোরের পক্ষে দলীয় অধিনায়ক অভিক ঘোষ বিল্টু ৫৮ বলে দুই চারে অপরাজিত ২৯ রান করে। এই রানের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিল্টু। এ ছাড়া বারিকুল ইসলাম ২৬, আবির হোসেন ১৯ ও মিকাইল ১২ রান করে।
বল হাতে সাতক্ষীরার এসকে সাদিকুল হক ২৭ রানে চারটি, এনামুল, রাহাতুল ইসলাম ও তানজিম আহমেদ সজীব একটি উইকেট দখল করে।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন স্বাগতিক দল ও রানার্সআপ সাতক্ষীরা দলের হাতে পুরস্কার তুলে দেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেল প্রশাসক রফিকুল হাসান, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ রফিক সকু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ফরহাদুর রেজা মুন্না প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে