গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর যন্ত্রণার নাম যানজট। মহানগরীর বিভিন্ন অভ্যন্তরীণ রুটে অবাধে চলছে রিকশা, অটোরিকশা, তাকওয়া পরিবহনের প্রায় ৩০০ গাড়ি। ভাঙাচোরা ও সরু এসব সড়কে বিপুল যানবাহনের চাপে অতিষ্ঠ মহানগরবাসী। মহানগর পুলিশ যানজট নিরসনে কাজ করলেও এর সুফল মিলছে না নগরবাসীর ভাগ্যে। ফলে এ শহরে যানজট নিত্যদিনের সঙ্গী।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এসে আলাদা হয়েছে। পরে একটি সড়ক মহানগরীর প্রাণকেন্দ্র জয়দেবপুরের রাজবাড়ীর দিকে গিয়েছে। মূলত এ সড়ককে ঘিরে জেলা তথা মহানগরবাসীর সবকিছু আবর্তিত হয়। আর জয়দেবপুরের রাজবাড়ী সড়কের যানজট এখন প্রতিদিন সকালে পুব আকাশে সূর্যোদয়ের মতো অলঙ্ঘনীয় সত্য।
দুই বছর আগে নগরীতে যানজটের জন্য রিকশা ও অটোরিকশাকে দায়ী করা হতো। এ জন্য ২০১৯ সালে উচ্চ আদালতের নির্দেশের অজুহাত দেখিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) দুটি মহাসড়কের পাশাপাশি জয়দেবপুর থেকে রাজবাড়ী সড়কেও রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। ফলে নগরবাসী কম দূরত্বে চলাচলের জন্য দারুণ অসুবিধায় পড়েন।
তখন ২০১৯ সালের ১ আগস্ট জিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশ্রয়ে রাতারাতি জনদুর্ভোগ লাঘবের অজুহাত দেখিয়ে এবং উন্নত সেবা ও কম ভাড়ায় চলাচলের প্রতিশ্রুতি দিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে ‘তাকওয়া পরিবহন’ নামে একটি চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়। এর উদ্বোধন করেছিলেন জিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।
যদিও নগরীতে কখনোই চক্রাকার কোনো সড়ক ছিল না বা এখনো নেই। তারপরেও নগরীর বিভিন্ন সরু সড়কে দোর্দণ্ড প্রতাপ নিয়ে চলছে তাকওয়া পরিবহন। একই সঙ্গে চলছে রিকশা ও অটোরিকশা। ফলে নগরীতে যানজট বেড়েছে কয়েকগুণ। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনা ও তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত ভাড়া।
মহানগরীর দক্ষিণ ছায়াবিথি এলাকার বাসিন্দা কায়কোবাদ বলেন, ‘তাকওয়া বাস চালু করার পর কিছুদিন তাঁদের সেবা ভালো ছিল, তখন ভাড়াও কম ছিল। এখন সেবা খারাপ হয়েছে, ভাড়াও বেড়েছে।’
দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রিকশা ও অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা গেলেও অভ্যন্তরীণ বিভিন্ন রুটে তাকওয়ার বাস অবাধে চলছে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার বলেন, ‘জয়দেবপুর-টঙ্গী সড়কে উন্নয়নকাজ চলছে। অনেক সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে আছে। কিছু রুটে তাকওয়া চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। যেসব রুটে গাড়ি কম কিন্তু যাত্রী বেশি সেসব রুটে তাকওয়া চলছে। কোথায় বেশি ভাড়া আদায় করা হচ্ছে না।’
এ সময় তিনি আরও বলেন, ‘মহানগরীতে যানজটের জন্য দায়ী অবৈধ ব্যাটারিচালিত রিকশা। এগুলোর জন্য দুর্ঘটনা বাড়ছে। সড়কে কারা কম বা কারা বেশি আইন অমান্য করছে, কে কত টুকু বৈধ এসব বিষয় যাচাই করে দেখা উচিত।’ তিনি ব্যাটারিচালিত রিকশা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
জিএমপির উপ পুলিশ কমিশনার আব্দুল্লা আল মামুন বলেন, ‘আমরা সড়কে শৃঙ্খলা আনতে সব সময় কাজ করছি। সড়ক-মহাসড়কে অবৈধ অটোরিকশা বন্ধে অভিযান চলমান আছে। যে কোনো যানবাহন আইন অমান্য করলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে থাকি। সবাই আইন মেনে চললে মহানগরীতে যানজট সহনীয় রাখা সম্ভব। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’
গাজীপুর বিআরটিএর সহকারী পরিচালক আবু নাইম বলেন, ‘তাকওয়া পরিবহন এক রুটে অনুমতি নিয়ে অন্য রুটে চলছে এমন অভিযোগ পেয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। কিছু জরিমানা আদায় করা হয়েছে। কেউ বেশি ভাড়া নিলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরীর যন্ত্রণার নাম যানজট। মহানগরীর বিভিন্ন অভ্যন্তরীণ রুটে অবাধে চলছে রিকশা, অটোরিকশা, তাকওয়া পরিবহনের প্রায় ৩০০ গাড়ি। ভাঙাচোরা ও সরু এসব সড়কে বিপুল যানবাহনের চাপে অতিষ্ঠ মহানগরবাসী। মহানগর পুলিশ যানজট নিরসনে কাজ করলেও এর সুফল মিলছে না নগরবাসীর ভাগ্যে। ফলে এ শহরে যানজট নিত্যদিনের সঙ্গী।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এসে আলাদা হয়েছে। পরে একটি সড়ক মহানগরীর প্রাণকেন্দ্র জয়দেবপুরের রাজবাড়ীর দিকে গিয়েছে। মূলত এ সড়ককে ঘিরে জেলা তথা মহানগরবাসীর সবকিছু আবর্তিত হয়। আর জয়দেবপুরের রাজবাড়ী সড়কের যানজট এখন প্রতিদিন সকালে পুব আকাশে সূর্যোদয়ের মতো অলঙ্ঘনীয় সত্য।
দুই বছর আগে নগরীতে যানজটের জন্য রিকশা ও অটোরিকশাকে দায়ী করা হতো। এ জন্য ২০১৯ সালে উচ্চ আদালতের নির্দেশের অজুহাত দেখিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) দুটি মহাসড়কের পাশাপাশি জয়দেবপুর থেকে রাজবাড়ী সড়কেও রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। ফলে নগরবাসী কম দূরত্বে চলাচলের জন্য দারুণ অসুবিধায় পড়েন।
তখন ২০১৯ সালের ১ আগস্ট জিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশ্রয়ে রাতারাতি জনদুর্ভোগ লাঘবের অজুহাত দেখিয়ে এবং উন্নত সেবা ও কম ভাড়ায় চলাচলের প্রতিশ্রুতি দিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে ‘তাকওয়া পরিবহন’ নামে একটি চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়। এর উদ্বোধন করেছিলেন জিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।
যদিও নগরীতে কখনোই চক্রাকার কোনো সড়ক ছিল না বা এখনো নেই। তারপরেও নগরীর বিভিন্ন সরু সড়কে দোর্দণ্ড প্রতাপ নিয়ে চলছে তাকওয়া পরিবহন। একই সঙ্গে চলছে রিকশা ও অটোরিকশা। ফলে নগরীতে যানজট বেড়েছে কয়েকগুণ। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনা ও তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত ভাড়া।
মহানগরীর দক্ষিণ ছায়াবিথি এলাকার বাসিন্দা কায়কোবাদ বলেন, ‘তাকওয়া বাস চালু করার পর কিছুদিন তাঁদের সেবা ভালো ছিল, তখন ভাড়াও কম ছিল। এখন সেবা খারাপ হয়েছে, ভাড়াও বেড়েছে।’
দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রিকশা ও অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা গেলেও অভ্যন্তরীণ বিভিন্ন রুটে তাকওয়ার বাস অবাধে চলছে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার বলেন, ‘জয়দেবপুর-টঙ্গী সড়কে উন্নয়নকাজ চলছে। অনেক সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে আছে। কিছু রুটে তাকওয়া চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। যেসব রুটে গাড়ি কম কিন্তু যাত্রী বেশি সেসব রুটে তাকওয়া চলছে। কোথায় বেশি ভাড়া আদায় করা হচ্ছে না।’
এ সময় তিনি আরও বলেন, ‘মহানগরীতে যানজটের জন্য দায়ী অবৈধ ব্যাটারিচালিত রিকশা। এগুলোর জন্য দুর্ঘটনা বাড়ছে। সড়কে কারা কম বা কারা বেশি আইন অমান্য করছে, কে কত টুকু বৈধ এসব বিষয় যাচাই করে দেখা উচিত।’ তিনি ব্যাটারিচালিত রিকশা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
জিএমপির উপ পুলিশ কমিশনার আব্দুল্লা আল মামুন বলেন, ‘আমরা সড়কে শৃঙ্খলা আনতে সব সময় কাজ করছি। সড়ক-মহাসড়কে অবৈধ অটোরিকশা বন্ধে অভিযান চলমান আছে। যে কোনো যানবাহন আইন অমান্য করলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে থাকি। সবাই আইন মেনে চললে মহানগরীতে যানজট সহনীয় রাখা সম্ভব। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’
গাজীপুর বিআরটিএর সহকারী পরিচালক আবু নাইম বলেন, ‘তাকওয়া পরিবহন এক রুটে অনুমতি নিয়ে অন্য রুটে চলছে এমন অভিযোগ পেয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। কিছু জরিমানা আদায় করা হয়েছে। কেউ বেশি ভাড়া নিলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে