দিনাজপুর প্রতিনিধি
আবারও সর্বনিম্ন তাপমাত্রা ও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সীমান্তবর্তী জেলা দিনাজপুর। গতকাল বুধবার সকাল থেকে হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত জনজীবন। রাস্তায় মানুষের চলাচল সীমিত। জরুরি প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষেরা বেরিয়েছেন। এসব মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়; যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় জেলায় বাতাসে আর্দ্রতা ৯০ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সাত-আট কিলোমিটার। বিরল উপজেলার কৃষক মতিউর রহমান বলেন, ‘ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। তাই মাঠে কাজে যেতে পারছি না। কাজের লোকজনও পাওয়া যাচ্ছে না। বোরো রোপণে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে।’
সদরের মাঝাডাঙ্গা এলাকার দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, ‘দুদিন ঠান্ডা কম ছিল, কাজ করতে কষ্ট কম হইছিল, আইজ যে ঠান্ডা কাজ করা যাবে না।’
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ (বুধবার) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্র দিনাজপুরে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলমান শৈত্যপ্রবাহটি দেশের বেশির ভাগ স্থান থেকে দূরীভূত হয়েছে। তবে দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ ও রাজশাহী জেলায় শৈত্যপ্রবাহটি এখনো বিরাজ করছে। শৈত্যপ্রবাহটির তীব্রতা কিছুটা কমে বর্তমানে এটি এখন মৃদু আকারে বয়ে যাচ্ছে।
আবারও সর্বনিম্ন তাপমাত্রা ও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সীমান্তবর্তী জেলা দিনাজপুর। গতকাল বুধবার সকাল থেকে হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত জনজীবন। রাস্তায় মানুষের চলাচল সীমিত। জরুরি প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষেরা বেরিয়েছেন। এসব মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়; যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় জেলায় বাতাসে আর্দ্রতা ৯০ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সাত-আট কিলোমিটার। বিরল উপজেলার কৃষক মতিউর রহমান বলেন, ‘ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। তাই মাঠে কাজে যেতে পারছি না। কাজের লোকজনও পাওয়া যাচ্ছে না। বোরো রোপণে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে।’
সদরের মাঝাডাঙ্গা এলাকার দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, ‘দুদিন ঠান্ডা কম ছিল, কাজ করতে কষ্ট কম হইছিল, আইজ যে ঠান্ডা কাজ করা যাবে না।’
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ (বুধবার) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্র দিনাজপুরে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলমান শৈত্যপ্রবাহটি দেশের বেশির ভাগ স্থান থেকে দূরীভূত হয়েছে। তবে দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ ও রাজশাহী জেলায় শৈত্যপ্রবাহটি এখনো বিরাজ করছে। শৈত্যপ্রবাহটির তীব্রতা কিছুটা কমে বর্তমানে এটি এখন মৃদু আকারে বয়ে যাচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে