কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় উপজেলা সরগরম। তবে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে শঙ্কিত অধিকাংশ ভোটার। বিশেষ করে বয়স্ক ভোটারেরা এতে বেশি শঙ্কিত বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, প্রার্থীরা ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। চায়ের স্টল থেকে শুরু করে হাটে, মাঠে সবখানে এখন শুধু নির্বাচন নিয়েই আলোচনা-সমালোচনা। এদিকে পছন্দের প্রার্থী নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন সমর্থকেরাও।
তবে প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি শঙ্কা দুর করতে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে ভোটারদের বোঝানোসহ স্মার্টফোনে ইউটিউব থেকে ইভিএমে ভোটদান পদ্ধতি ডাউনলোড করে শেখানোর চেষ্টা করছেন। এরপরেও নিরক্ষর, মধ্যবয়স্ক ও বৃদ্ধ নারী ও পুরুষ ভোটারেরা মেশিনে ভোট দেওয়া নিয়ে শঙ্কিত। যদিও উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতি গ্রামে গিয়ে নির্বাচনের দুদিন আগে শঙ্কিত ভোটারদের ইভিএমে ভোটদান পদ্ধতি শেখানো হবে।
এর পরেও হাট বাজারের চায়ের স্টলগুলোতে ভোটারদের শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে। তবে শত শঙ্কা থাকলেও ভোটারদের মাঝে আনন্দ বিরাজ করছে। কারণ তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ভোটাররা সরকারকে ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান।
উপজেলার সৈয়দাবাদ গ্রামের শতবর্ষী ছিদ্দিক হাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আগে আমরা ব্যালটে সিল মেরে ভোট দিয়েছি। এখন শুনছি মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ছেলেরা মোবাইলে দেখিয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হবে। এরপরেও ভেতরে ভয় কাজ করছে শুদ্ধভাবে মেশিনে টিপ দিতে পারবো কিনা।’
এ ছাড়া গ্রামের প্রবীণ আবদুল হাই, আবদুল অহিদসহ বেশ কয়েকজন মুরব্বি এই শঙ্কা প্রকাশ করেন।
বাদৈর গ্রামের প্রবীণ নেছা একই শঙ্কা প্রকাশ করে বলেন, জন্মেও শুনি নাই মেশিনে ভোট দেওয়া যায়। ব্যালটে সিলের বদলে এখন মেশিনের মাধ্যমে ভোট দিতে হবে। শুনে ভালোই লাগছে কিন্তু কীভাবে ভোট দিতে হবে তাতো জানি না। ইভিএম নিয়ে শঙ্কা থাকলেও নাতিরে নিয়ে ভোট দিতে যাবেন বলে আনন্দ প্রকাশ করেন তিনি।
উপজেলা নির্বাচন কমিশনার জাসিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া নিয়ে শঙ্কার কারণ নাই। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের পক্ষ থেকে নির্বাচনের দুদিন আগে ৭টি ইউপিতে মক ভোটিংয়ের মাধ্যমে ইভিএম মেশিনে ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় উপজেলা সরগরম। তবে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে শঙ্কিত অধিকাংশ ভোটার। বিশেষ করে বয়স্ক ভোটারেরা এতে বেশি শঙ্কিত বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, প্রার্থীরা ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। চায়ের স্টল থেকে শুরু করে হাটে, মাঠে সবখানে এখন শুধু নির্বাচন নিয়েই আলোচনা-সমালোচনা। এদিকে পছন্দের প্রার্থী নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন সমর্থকেরাও।
তবে প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি শঙ্কা দুর করতে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে ভোটারদের বোঝানোসহ স্মার্টফোনে ইউটিউব থেকে ইভিএমে ভোটদান পদ্ধতি ডাউনলোড করে শেখানোর চেষ্টা করছেন। এরপরেও নিরক্ষর, মধ্যবয়স্ক ও বৃদ্ধ নারী ও পুরুষ ভোটারেরা মেশিনে ভোট দেওয়া নিয়ে শঙ্কিত। যদিও উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতি গ্রামে গিয়ে নির্বাচনের দুদিন আগে শঙ্কিত ভোটারদের ইভিএমে ভোটদান পদ্ধতি শেখানো হবে।
এর পরেও হাট বাজারের চায়ের স্টলগুলোতে ভোটারদের শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে। তবে শত শঙ্কা থাকলেও ভোটারদের মাঝে আনন্দ বিরাজ করছে। কারণ তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ভোটাররা সরকারকে ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান।
উপজেলার সৈয়দাবাদ গ্রামের শতবর্ষী ছিদ্দিক হাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আগে আমরা ব্যালটে সিল মেরে ভোট দিয়েছি। এখন শুনছি মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ছেলেরা মোবাইলে দেখিয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হবে। এরপরেও ভেতরে ভয় কাজ করছে শুদ্ধভাবে মেশিনে টিপ দিতে পারবো কিনা।’
এ ছাড়া গ্রামের প্রবীণ আবদুল হাই, আবদুল অহিদসহ বেশ কয়েকজন মুরব্বি এই শঙ্কা প্রকাশ করেন।
বাদৈর গ্রামের প্রবীণ নেছা একই শঙ্কা প্রকাশ করে বলেন, জন্মেও শুনি নাই মেশিনে ভোট দেওয়া যায়। ব্যালটে সিলের বদলে এখন মেশিনের মাধ্যমে ভোট দিতে হবে। শুনে ভালোই লাগছে কিন্তু কীভাবে ভোট দিতে হবে তাতো জানি না। ইভিএম নিয়ে শঙ্কা থাকলেও নাতিরে নিয়ে ভোট দিতে যাবেন বলে আনন্দ প্রকাশ করেন তিনি।
উপজেলা নির্বাচন কমিশনার জাসিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া নিয়ে শঙ্কার কারণ নাই। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের পক্ষ থেকে নির্বাচনের দুদিন আগে ৭টি ইউপিতে মক ভোটিংয়ের মাধ্যমে ইভিএম মেশিনে ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে