সেনবাগে চুরি হওয়া ২০ কম্পিউটার উদ্ধার হয়নি ৯ মাসেও

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ০৬: ৪৮
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫: ২৮

নোয়াখালীর সেনবাগ পৌর এলাকার কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার ল্যাব থেকে চুরি হওয়া ২০টি কম্পিউটার ৯ মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করাও সম্ভব হয়নি।

গত বছরের ২৯ এপ্রিল গভীর রাতে ওই প্রতিষ্ঠানের গ্রিলের তালা ভেঙে ১৫ লাখ টাকা মূল্যের ২০টি কম্পিউটার চুরি হয়।

উপজেলা পর্যায়ে শতবর্ষী এ প্রতিষ্ঠানটিতে ২০১৮ সালের ১০ অক্টোবর ২১টি কম্পিউটার, বড় মনিটর, সিপিইউ, জেনারেটর, ফার্নিচার দিয়ে ল্যাব স্থাপন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) ব্রাঞ্চ-২-এর আওতায় (প্যাকেজ নম্বর জিডি-৪০) আইসিটি লার্নিং সেন্টারটিতে এসব কম্পিউটার দেওয়া হয়। সরকারিভাবে উপজেলা পর্যায়ে দুটি ল্যাব স্থাপন করে শিক্ষা মন্ত্রণালয়। একটি সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং অপরটি কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসায়। ল্যাব প্রতিষ্ঠার পর থেকে একজন প্রশিক্ষিত শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা কম্পিউটার শিখত।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. হানিফ আজকের পত্রিকাকে জানান, নাইট গার্ড আবুল হোসেনকে চক্রটি ফাঁকি দিয়ে আইসিটি লার্নিং সেন্টারের ২০টি কম্পিউটার নিয়ে যায়। এতে প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতি হয়েছে। এই কাজ কারা করল, পুলিশ প্রশাসন তা এখনো নিশ্চিত হতে পারেনি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি বলেন, এক ভবনে সুপারের রাখা মোটরসাইকেলটি পাহারা দিতের নাইটগার্ড। অন্য ভবনে কম্পিউটার ল্যাবটি স্থাপন করা হলেও সিকিউরিটি লাইট না থাকায় ল্যাবটি অন্ধকারে ছিল। পুলিশের চৌকস একটি টিম এ ব্যাপারে কাজ করছে। কম্পিউটার উদ্ধারের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধী চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত