আজকের পত্রিকা ডেস্ক
মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় এইচএসসি পরীক্ষার পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা এগিয়ে। জেলায় পাসের হার ৯৩ দশমিক ২২। এর মধ্যে জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৮৩৫ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩৫০ এবং মেয়ে ৪৮৫।
রোববার দুপুরে বোর্ডের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল। বোর্ড সূত্রে জানা যায়, গত বছর পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সবাইকে অটো পাস ঘোষণা করা হয়। তবে এবার সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা হয়েছে।
অভিভাবক রীনা দত্ত বলেন, ‘আমার বড় ছেলে প্রকাশিত এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার এ ফলে আমরা আনন্দিত।’
শিক্ষার্থী অদিতি দেব নিতু বলেন, ‘আমি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছি। আমার সহপাঠীরা অনেকে জিপিএ-৫ পেয়েছে। এই ফলাফলে আমি উচ্ছ্বসিত। করোনার মধ্যেও পড়ালেখা করেছি। প্রাইভেট পড়তে না পারলেও অনলাইনে ক্লাস করেছি। আমার পরিশ্রম, অভিভাবক এবং শিক্ষকদের কারণে এই ফল করতে পেরেছি।’
এদিকে ২০২১ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি কলেজ থেকে ২৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এ কলেজ থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল হাজার ১৫৯ জন। তার মধ্যে পাস করেছেন ১ হাজার ৩০ জন। এই কলেজে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ মিলিয়ে মোট পাসের হার ৯৭ দশমিক ২৬ ভাগ।
হবিগঞ্জ: হবিগঞ্জেও পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জ থেকে ১২ হাজার ২১৩ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৫২৯। পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে ছেলে ৫ হাজার ৪৪৭ এবং মেয়ে ৬ হাজার ৭১৬। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৪৪০ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১৮৯ এবং মেয়ে ২৫১।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে জেলার নয়টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলাতে সর্বোচ্চ ২৫৪ শিক্ষার্থী এবং সবচেয়ে কম আজমিরীগঞ্জে। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন একজন।
এ ছাড়া আলিম পরীক্ষায় জেলা থেকে মোট ৯২৪ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৭২। আলিম পরীক্ষায় জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮টি। আলীম পরীক্ষায় বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও মাধবপুর উপজেলায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হবিগঞ্জ থেকে মোট ২৯৭ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৮৫। কারিগরি শাখা থেকে জেলার কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পাননি।
সুনামগঞ্জ: এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি কলেজ জেলার সব কটি কলেজের মধ্যে ফলাফলে এগিয়ে। এই কলেজে ১০ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৫, মানবিক ২৩ ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাগ থেকে ৩৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
অন্যদিকে জেলার ৩২টি কলেজ থেকে ১২ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী অংশ নেন। উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৩৩৫ জন।
জগন্নাথপুরে এবার এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১১ জন ও আলিম পরীক্ষায় পেয়েছেন চারজন। এইচএসসিতে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ এবং আলিমে ৯২ দশমিক ২৩ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এসএসসিতে উপজেলার মোট নয়টি কলেজের ১২৯৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ২৪৬। অকৃতকার্য হয়েছে ৪৯ ও জিপিএ-৫ পেয়েছে ১১ শিক্ষার্থী।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় সাতটি মাদ্রাসার ৪১২ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৩৮০ শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৩২ ও জিপিএ-৫ পেয়েছেন চারজন। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান।
বিশ্বম্ভরপুর উপজেলায় পরীক্ষার্থী ছিলেন ৬৮২, পাস করেছেন ৬০৯ শিক্ষার্থী। টেকনিক্যাল বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪৯, পাস করেছেন ১৪০জন।
ধর্মপাশা, মধ্যনগর উপজেলা ছয়টি কলেজের মোট ৯২২ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। কৃতকার্য হয়েছেন ৮৭৩ শিক্ষার্থী।
শাল্লা সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ৬৩। ৪২১ পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ৩৯৯ শিক্ষার্থী। জামালগঞ্জে এ বছর পরীক্ষার্থী ছিলেন ৬৬৪ শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৬৪৭ শিক্ষার্থী।
মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় এইচএসসি পরীক্ষার পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা এগিয়ে। জেলায় পাসের হার ৯৩ দশমিক ২২। এর মধ্যে জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৮৩৫ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩৫০ এবং মেয়ে ৪৮৫।
রোববার দুপুরে বোর্ডের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল। বোর্ড সূত্রে জানা যায়, গত বছর পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সবাইকে অটো পাস ঘোষণা করা হয়। তবে এবার সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা হয়েছে।
অভিভাবক রীনা দত্ত বলেন, ‘আমার বড় ছেলে প্রকাশিত এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার এ ফলে আমরা আনন্দিত।’
শিক্ষার্থী অদিতি দেব নিতু বলেন, ‘আমি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছি। আমার সহপাঠীরা অনেকে জিপিএ-৫ পেয়েছে। এই ফলাফলে আমি উচ্ছ্বসিত। করোনার মধ্যেও পড়ালেখা করেছি। প্রাইভেট পড়তে না পারলেও অনলাইনে ক্লাস করেছি। আমার পরিশ্রম, অভিভাবক এবং শিক্ষকদের কারণে এই ফল করতে পেরেছি।’
এদিকে ২০২১ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি কলেজ থেকে ২৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এ কলেজ থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল হাজার ১৫৯ জন। তার মধ্যে পাস করেছেন ১ হাজার ৩০ জন। এই কলেজে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ মিলিয়ে মোট পাসের হার ৯৭ দশমিক ২৬ ভাগ।
হবিগঞ্জ: হবিগঞ্জেও পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জ থেকে ১২ হাজার ২১৩ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৫২৯। পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে ছেলে ৫ হাজার ৪৪৭ এবং মেয়ে ৬ হাজার ৭১৬। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৪৪০ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১৮৯ এবং মেয়ে ২৫১।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে জেলার নয়টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলাতে সর্বোচ্চ ২৫৪ শিক্ষার্থী এবং সবচেয়ে কম আজমিরীগঞ্জে। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন একজন।
এ ছাড়া আলিম পরীক্ষায় জেলা থেকে মোট ৯২৪ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৭২। আলিম পরীক্ষায় জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮টি। আলীম পরীক্ষায় বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও মাধবপুর উপজেলায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হবিগঞ্জ থেকে মোট ২৯৭ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৮৫। কারিগরি শাখা থেকে জেলার কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পাননি।
সুনামগঞ্জ: এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি কলেজ জেলার সব কটি কলেজের মধ্যে ফলাফলে এগিয়ে। এই কলেজে ১০ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৫, মানবিক ২৩ ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাগ থেকে ৩৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
অন্যদিকে জেলার ৩২টি কলেজ থেকে ১২ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী অংশ নেন। উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৩৩৫ জন।
জগন্নাথপুরে এবার এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১১ জন ও আলিম পরীক্ষায় পেয়েছেন চারজন। এইচএসসিতে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ এবং আলিমে ৯২ দশমিক ২৩ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এসএসসিতে উপজেলার মোট নয়টি কলেজের ১২৯৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ২৪৬। অকৃতকার্য হয়েছে ৪৯ ও জিপিএ-৫ পেয়েছে ১১ শিক্ষার্থী।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় সাতটি মাদ্রাসার ৪১২ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৩৮০ শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৩২ ও জিপিএ-৫ পেয়েছেন চারজন। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান।
বিশ্বম্ভরপুর উপজেলায় পরীক্ষার্থী ছিলেন ৬৮২, পাস করেছেন ৬০৯ শিক্ষার্থী। টেকনিক্যাল বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪৯, পাস করেছেন ১৪০জন।
ধর্মপাশা, মধ্যনগর উপজেলা ছয়টি কলেজের মোট ৯২২ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। কৃতকার্য হয়েছেন ৮৭৩ শিক্ষার্থী।
শাল্লা সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ৬৩। ৪২১ পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ৩৯৯ শিক্ষার্থী। জামালগঞ্জে এ বছর পরীক্ষার্থী ছিলেন ৬৬৪ শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৬৪৭ শিক্ষার্থী।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে