খান রফিক, বরিশাল
নদী আর খালে ঘেরা বরিশাল নগরের বিভিন্ন সড়ক কয়েক বছর ধরে বর্ষা এলেই পানিতে তলিয়ে যাচ্ছে। কেবল কীর্তনখোলা তীরের এলাকা নয়, নগরের প্রধান প্রধান সড়কেও নদীর পানি ঢুকছে।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, নানা কারণে নদীর গভীরতা কমে নগরে প্রবেশ করছে কীর্তনখোলার পানি। গত কয়েক বছর কীর্তনখোলা নদীর পানি বারবার বিপৎসীমা অতিক্রম করছে। গতকাল বুধবারও পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে আবার ডুবেছে নগরের বিভিন্ন সড়ক।
এদিকে অবস্থা মোকাবিলায় নগরের ৭ খাল খননে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প নিলেও তা ভেস্তে যাচ্ছে। এতে নগরবাসীর দুর্ভোগ ক্রমে বাড়ছে। নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, বরিশাল নগরের ২২টি খালের মোট দৈর্ঘ্য ছিল ২৪ কিলোমিটার। খাল ভরাট করে সড়ক করা হয়েছে। এখন ৫-৬টি খালের অস্তিত্ব আছে। তবে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় ওই খালগুলোতেও পানি প্রবাহিত হয় না। প্রায় আধা কিলোমিটার প্রশস্ত কীর্তনখোলা নদীও ছোট হয়ে গেছে। যেটুকু আছে তা নিয়মিত খনন করা হয় না। এসব কারণই এখন অতিরিক্ত জোয়ার ও বৃষ্টিতে বরিশাল নগর প্লাবিত হচ্ছে।
কাজী শিবলু বলেন, নগরের ৭টি খাল খননে পাউবো ৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কিন্তু রাজনৈতিক রেষারেষির কারণে সিটি করপোরেশনে ওই প্রকল্পটি বাস্তবায়ন করতে দিচ্ছে না। সাম্প্রতিক সময়ে কীর্তনখোলার জোয়ারের পানি বারবার ড্রেন দিয়ে প্রবেশ করে প্লাবিত হয় নগরের প্রধান সড়ক। নগরের নিম্নাঞ্চল হিসেবে পরিচিত কীর্তনখোলার তীরঘেঁষা জয়নগর, আমানতগঞ্জ, ভাটিখানা, পলাশপুর, চরআইচা, ধান গবেষণা রোডের জনপদ কোমরপানিতে তলিয়ে যায়।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নগরের ওই এলাকাগুলো গত মঙ্গলবার থেকে প্লাবিত হয়ে আছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে কীর্তনখোলার নাব্যতা হ্রাস, নগরের খাল ভরাট করে সরু ড্রেন নির্মাণ এবং বিদ্যমান খালগুলোতে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বারবার প্লাবিত হচ্ছে বরিশাল নগর।
কীর্তনখোলায় পানি পরিমাপের দায়িত্বপ্রাপ্ত বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী তাজুল ইসলাম এসব বিষয়ে একমত পোষণ করে বলেন, গেল কয়েক বছরে কীর্তনখোলা নদীর পানি অস্বাভাবিক হারে বিপৎসীমা অতিক্রম করছে। এ জন্য তাঁদের ধারণা কীর্তনখোলার নাব্যতা হ্রাস পেয়েছে। অস্বাভাবিক জোয়ারে নদী উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে।
পাউবোর গেজ রিডার আবদুর রহমান গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় জানান, তখন পর্যন্ত কীর্তনখোলার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। গতকাল বুধবার কীর্তনখোলার পানি বিপৎসীমা (২.৫৫ সেমি) অতিক্রম করে দাঁড়িয়েছে ২ দশমিক ৬৭ সেন্টিমিটারে।
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উদয়ন স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলে, কয়েক বছর ধরে কীর্তনখোলার পানিতে বাড়ির আশপাশ তলিয়ে যায়। একই অবস্থা পাশের রূপাতলী হাউজিং, পূর্ব রূপাতলী, চরআইচা খেয়াঘাট।
নগরের নবগ্রাম সড়কসংলগ্ন মনসুর কোয়ার্টার্স কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুল ইসলাম আক্কাস জানান, তাঁর এলাকায় ৩০ ফুট খাল ছিল, যা দিয়ে নৌকা চলত। সেই খাল ভরাট করে নালার মতো ড্রেন করায় কীর্তনখোলার জোয়ারের পানি কিংবা বৃষ্টিতে নিত্যদিন সড়ক তলিয়ে যায়।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক এর আগে বলেছেন, নগরের খাল উদ্ধার, খনন ও সৌন্দর্যকরণের জন্য ২ হাজার ৬০০ কোটি টাকার একটি প্রকল্প ৪ বছর আগে মন্ত্রণালয়ে পেশ করেছেন। এর সঙ্গে পাউবো ৭ কোটি টাকার যে প্রকল্প নিয়েছে তা সাংঘর্ষিক।
তবে নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, বিসিসির ওই প্রকল্প আলোর মুখ দেখবে কি না, তাতে শঙ্কিত নগরবাসী। এভাবে রাজনৈতিক রশি টানাটানিতে নগরবাসী দুর্ভোগে পড়ছেন। পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেছেন, নগরের ৭ খাল খননে টেন্ডার আহ্বান করলেও বিসিসির আপত্তির কারণে তা স্থগিত রয়েছে।
নদী আর খালে ঘেরা বরিশাল নগরের বিভিন্ন সড়ক কয়েক বছর ধরে বর্ষা এলেই পানিতে তলিয়ে যাচ্ছে। কেবল কীর্তনখোলা তীরের এলাকা নয়, নগরের প্রধান প্রধান সড়কেও নদীর পানি ঢুকছে।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, নানা কারণে নদীর গভীরতা কমে নগরে প্রবেশ করছে কীর্তনখোলার পানি। গত কয়েক বছর কীর্তনখোলা নদীর পানি বারবার বিপৎসীমা অতিক্রম করছে। গতকাল বুধবারও পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে আবার ডুবেছে নগরের বিভিন্ন সড়ক।
এদিকে অবস্থা মোকাবিলায় নগরের ৭ খাল খননে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প নিলেও তা ভেস্তে যাচ্ছে। এতে নগরবাসীর দুর্ভোগ ক্রমে বাড়ছে। নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, বরিশাল নগরের ২২টি খালের মোট দৈর্ঘ্য ছিল ২৪ কিলোমিটার। খাল ভরাট করে সড়ক করা হয়েছে। এখন ৫-৬টি খালের অস্তিত্ব আছে। তবে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় ওই খালগুলোতেও পানি প্রবাহিত হয় না। প্রায় আধা কিলোমিটার প্রশস্ত কীর্তনখোলা নদীও ছোট হয়ে গেছে। যেটুকু আছে তা নিয়মিত খনন করা হয় না। এসব কারণই এখন অতিরিক্ত জোয়ার ও বৃষ্টিতে বরিশাল নগর প্লাবিত হচ্ছে।
কাজী শিবলু বলেন, নগরের ৭টি খাল খননে পাউবো ৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কিন্তু রাজনৈতিক রেষারেষির কারণে সিটি করপোরেশনে ওই প্রকল্পটি বাস্তবায়ন করতে দিচ্ছে না। সাম্প্রতিক সময়ে কীর্তনখোলার জোয়ারের পানি বারবার ড্রেন দিয়ে প্রবেশ করে প্লাবিত হয় নগরের প্রধান সড়ক। নগরের নিম্নাঞ্চল হিসেবে পরিচিত কীর্তনখোলার তীরঘেঁষা জয়নগর, আমানতগঞ্জ, ভাটিখানা, পলাশপুর, চরআইচা, ধান গবেষণা রোডের জনপদ কোমরপানিতে তলিয়ে যায়।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নগরের ওই এলাকাগুলো গত মঙ্গলবার থেকে প্লাবিত হয়ে আছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে কীর্তনখোলার নাব্যতা হ্রাস, নগরের খাল ভরাট করে সরু ড্রেন নির্মাণ এবং বিদ্যমান খালগুলোতে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বারবার প্লাবিত হচ্ছে বরিশাল নগর।
কীর্তনখোলায় পানি পরিমাপের দায়িত্বপ্রাপ্ত বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী তাজুল ইসলাম এসব বিষয়ে একমত পোষণ করে বলেন, গেল কয়েক বছরে কীর্তনখোলা নদীর পানি অস্বাভাবিক হারে বিপৎসীমা অতিক্রম করছে। এ জন্য তাঁদের ধারণা কীর্তনখোলার নাব্যতা হ্রাস পেয়েছে। অস্বাভাবিক জোয়ারে নদী উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে।
পাউবোর গেজ রিডার আবদুর রহমান গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় জানান, তখন পর্যন্ত কীর্তনখোলার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। গতকাল বুধবার কীর্তনখোলার পানি বিপৎসীমা (২.৫৫ সেমি) অতিক্রম করে দাঁড়িয়েছে ২ দশমিক ৬৭ সেন্টিমিটারে।
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উদয়ন স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলে, কয়েক বছর ধরে কীর্তনখোলার পানিতে বাড়ির আশপাশ তলিয়ে যায়। একই অবস্থা পাশের রূপাতলী হাউজিং, পূর্ব রূপাতলী, চরআইচা খেয়াঘাট।
নগরের নবগ্রাম সড়কসংলগ্ন মনসুর কোয়ার্টার্স কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুল ইসলাম আক্কাস জানান, তাঁর এলাকায় ৩০ ফুট খাল ছিল, যা দিয়ে নৌকা চলত। সেই খাল ভরাট করে নালার মতো ড্রেন করায় কীর্তনখোলার জোয়ারের পানি কিংবা বৃষ্টিতে নিত্যদিন সড়ক তলিয়ে যায়।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক এর আগে বলেছেন, নগরের খাল উদ্ধার, খনন ও সৌন্দর্যকরণের জন্য ২ হাজার ৬০০ কোটি টাকার একটি প্রকল্প ৪ বছর আগে মন্ত্রণালয়ে পেশ করেছেন। এর সঙ্গে পাউবো ৭ কোটি টাকার যে প্রকল্প নিয়েছে তা সাংঘর্ষিক।
তবে নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, বিসিসির ওই প্রকল্প আলোর মুখ দেখবে কি না, তাতে শঙ্কিত নগরবাসী। এভাবে রাজনৈতিক রশি টানাটানিতে নগরবাসী দুর্ভোগে পড়ছেন। পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেছেন, নগরের ৭ খাল খননে টেন্ডার আহ্বান করলেও বিসিসির আপত্তির কারণে তা স্থগিত রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে