আজকের পত্রিকা ডেস্ক
কয়রার কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডলের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, কলেজের অর্থ আত্মসাৎ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ ৩১টি অভিযোগ তুলেছেন নকিব উদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা।
এমনকি অধ্যক্ষের বিরুদ্ধে আনা এসব অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কার্যালয়সহ ২৪টি সরকারি দপ্তর বরাবর লিখিত আকারে পাঠিয়েছেন বলে জানা গেছে গতকাল শুক্রবার।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, প্রভাষক পদে নিয়োগের আগে ২০১৯ সালের ৩১ জানুয়ারি আবু সাঈদ ও নাজমুল ইসলামের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নেন অদ্রীশ আদিত্য। ২০১৮ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক মুন্সি কুতুবউদ্দিন ও সনিয়া পারভীনের কাছ থেকে কলেজ উন্নয়নের নামে চেকের মাধ্যমে দুই লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন অধ্যক্ষ। তা ছাড়া অর্থনীতির শিক্ষক মেহেদী সুলতানাকে বেতন করে দেওয়ার প্রতিশ্রুতিতে ২৫ হাজার টাকা নিলেও কোনো প্রকার সহযোগিতা না করা, নিয়োগপত্রের মাধ্যমে বিভিন্ন শিক্ষকের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নিয়ে আত্মসাৎ, ২০১৯ সালের মার্চ মাসের ১২ তারিখে ৩৫ জনকে হাজিরা দেখিয়ে খাল ভরাটের নামে ১১ হাজার টাকা আত্মসাৎ, ২০১৯ সালে প্রবেশপত্র নেওয়ার সময় পরীক্ষার্থীদের কাছ থেকে ৩০০ করে টাকা নেওয়া, ছাত্র-শিক্ষক ও জনতার দাবি উপেক্ষা করে কলেজের একমাত্র শহীদ মিনারটি ভেঙে ইট বিক্রি করে দশ হাজার টাকা আত্মসাৎ, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৯ দিন ভারতে থেকেও কলেজের হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে নেওয়া, অধ্যক্ষের আত্মীয় প্রভাষক মনোজিতকে কলেজের সাইক্লোন শেল্টারের দ্বিতীয় তলা মাসিক ১ হাজার ২০০ টাকার গোপন চুক্তিতে ভাড়া দেওয়া, কলেজে মুসলিম শিক্ষক নিয়োগ না দেওয়াসহ আরও অনেক অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, অনিয়মের বিরুদ্ধে কলেজের শিক্ষক ও কর্মচারীরা প্রতিবাদ করলে তাঁদের ভয় দেখিয়ে অধ্যক্ষ বলেন, ‘সভাপতি ঠিক থাকলে সব ঠিক। কে কি বলবে? কলেজের বর্তমান সভাপতি হলেন কয়রা উপজেলা কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস।
অধ্যক্ষ অদ্রীশ আদিত্য বলেন, ‘আমার বিরুদ্ধে যে ৩১টি অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে কথা বলার জন্য কলেজটির পরিচালনা কমিটির সভাপতি ও (ইউএনও) অনিমেষ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল ধরেননি।
কয়রার কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডলের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, কলেজের অর্থ আত্মসাৎ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ ৩১টি অভিযোগ তুলেছেন নকিব উদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা।
এমনকি অধ্যক্ষের বিরুদ্ধে আনা এসব অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কার্যালয়সহ ২৪টি সরকারি দপ্তর বরাবর লিখিত আকারে পাঠিয়েছেন বলে জানা গেছে গতকাল শুক্রবার।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, প্রভাষক পদে নিয়োগের আগে ২০১৯ সালের ৩১ জানুয়ারি আবু সাঈদ ও নাজমুল ইসলামের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নেন অদ্রীশ আদিত্য। ২০১৮ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক মুন্সি কুতুবউদ্দিন ও সনিয়া পারভীনের কাছ থেকে কলেজ উন্নয়নের নামে চেকের মাধ্যমে দুই লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন অধ্যক্ষ। তা ছাড়া অর্থনীতির শিক্ষক মেহেদী সুলতানাকে বেতন করে দেওয়ার প্রতিশ্রুতিতে ২৫ হাজার টাকা নিলেও কোনো প্রকার সহযোগিতা না করা, নিয়োগপত্রের মাধ্যমে বিভিন্ন শিক্ষকের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নিয়ে আত্মসাৎ, ২০১৯ সালের মার্চ মাসের ১২ তারিখে ৩৫ জনকে হাজিরা দেখিয়ে খাল ভরাটের নামে ১১ হাজার টাকা আত্মসাৎ, ২০১৯ সালে প্রবেশপত্র নেওয়ার সময় পরীক্ষার্থীদের কাছ থেকে ৩০০ করে টাকা নেওয়া, ছাত্র-শিক্ষক ও জনতার দাবি উপেক্ষা করে কলেজের একমাত্র শহীদ মিনারটি ভেঙে ইট বিক্রি করে দশ হাজার টাকা আত্মসাৎ, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৯ দিন ভারতে থেকেও কলেজের হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে নেওয়া, অধ্যক্ষের আত্মীয় প্রভাষক মনোজিতকে কলেজের সাইক্লোন শেল্টারের দ্বিতীয় তলা মাসিক ১ হাজার ২০০ টাকার গোপন চুক্তিতে ভাড়া দেওয়া, কলেজে মুসলিম শিক্ষক নিয়োগ না দেওয়াসহ আরও অনেক অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, অনিয়মের বিরুদ্ধে কলেজের শিক্ষক ও কর্মচারীরা প্রতিবাদ করলে তাঁদের ভয় দেখিয়ে অধ্যক্ষ বলেন, ‘সভাপতি ঠিক থাকলে সব ঠিক। কে কি বলবে? কলেজের বর্তমান সভাপতি হলেন কয়রা উপজেলা কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস।
অধ্যক্ষ অদ্রীশ আদিত্য বলেন, ‘আমার বিরুদ্ধে যে ৩১টি অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে কথা বলার জন্য কলেজটির পরিচালনা কমিটির সভাপতি ও (ইউএনও) অনিমেষ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল ধরেননি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে