ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর ফুলগাজী সরকারি কলেজে শিক্ষকসংকটের কারণে কলেজের শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। কলেজটিতে ২৪টি পদের ১৩টিই শূন্য।
জানা গেছে, ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে বর্তমানে ২৪টি পদের মধ্যে শুধু ১১ জন প্রভাষক রয়েছেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে নেই প্রভাষক।
অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের পদও রয়েছে শূন্য। ঠিকমতো ক্লাস না হওয়ায় কলেজে অনেক শিক্ষার্থী থাকা সত্ত্বেও নিয়মিত তাঁরা কলেজে আসেন না।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এ কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট রয়েছে। শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাসে আসেন না। বর্তমানে এই কলেজে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছেন। এ বছর ২১১ জন এইচএসসি পরীক্ষার্থী এবং প্রথম বর্ষের ভর্তি রয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী। কিন্তু নিয়মিত হাতে গোনা কয়েকজন ছাড়া আর কোনো শিক্ষার্থী কলেজে আসেন না।
আইসিটি, হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, রসায়ন, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো শিক্ষক নেই।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ বলেন, রসায়নের কোনো শিক্ষক নেই, এদিকে ব্যবসা শিক্ষা বিভাগের বেশ কয়েকটি পদের শিক্ষক নেই, তাই ব্যবসা শিক্ষা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কলেজে পড়তে আসেন না। একদম ক্লাসের পড়া ছাড়া শুধু প্রাইভেট দিয়ে তো সবকিছু পরিপূর্ণ করা যায় না।
ফুলগাজী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ ভূঞা বলেন, এই কলেজের শিক্ষাব্যবস্থা বর্তমানে অবনতির দিকে রয়েছে। অনেক পদ থাকার পরেও এই কলেজের মাত্র ১৯ জন প্রভাষকের মধ্যে ১১ জন রয়েছেন। অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের পদও শূন্য। এখানে শিক্ষক এলে বেশি দিন থাকেন না, বদলি হয়ে চলে যান। যে শিক্ষকেরা এখানে বদলি হয়ে আসেন, তাঁরা কিছুদিন থাকার পর এমনিতেই চলে যান। সরকার শিক্ষকদের থাকার জন্য একটি ডরমিটরি ব্যবস্থা এবং শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করলে কলেজের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসবে বলে আশা করেন তিনি।
ফেনীর ফুলগাজী সরকারি কলেজে শিক্ষকসংকটের কারণে কলেজের শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। কলেজটিতে ২৪টি পদের ১৩টিই শূন্য।
জানা গেছে, ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে বর্তমানে ২৪টি পদের মধ্যে শুধু ১১ জন প্রভাষক রয়েছেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে নেই প্রভাষক।
অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের পদও রয়েছে শূন্য। ঠিকমতো ক্লাস না হওয়ায় কলেজে অনেক শিক্ষার্থী থাকা সত্ত্বেও নিয়মিত তাঁরা কলেজে আসেন না।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এ কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট রয়েছে। শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাসে আসেন না। বর্তমানে এই কলেজে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছেন। এ বছর ২১১ জন এইচএসসি পরীক্ষার্থী এবং প্রথম বর্ষের ভর্তি রয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী। কিন্তু নিয়মিত হাতে গোনা কয়েকজন ছাড়া আর কোনো শিক্ষার্থী কলেজে আসেন না।
আইসিটি, হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, রসায়ন, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো শিক্ষক নেই।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ বলেন, রসায়নের কোনো শিক্ষক নেই, এদিকে ব্যবসা শিক্ষা বিভাগের বেশ কয়েকটি পদের শিক্ষক নেই, তাই ব্যবসা শিক্ষা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কলেজে পড়তে আসেন না। একদম ক্লাসের পড়া ছাড়া শুধু প্রাইভেট দিয়ে তো সবকিছু পরিপূর্ণ করা যায় না।
ফুলগাজী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ ভূঞা বলেন, এই কলেজের শিক্ষাব্যবস্থা বর্তমানে অবনতির দিকে রয়েছে। অনেক পদ থাকার পরেও এই কলেজের মাত্র ১৯ জন প্রভাষকের মধ্যে ১১ জন রয়েছেন। অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের পদও শূন্য। এখানে শিক্ষক এলে বেশি দিন থাকেন না, বদলি হয়ে চলে যান। যে শিক্ষকেরা এখানে বদলি হয়ে আসেন, তাঁরা কিছুদিন থাকার পর এমনিতেই চলে যান। সরকার শিক্ষকদের থাকার জন্য একটি ডরমিটরি ব্যবস্থা এবং শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করলে কলেজের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসবে বলে আশা করেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে