স্মার্ট টিভি দেখতে সাধারণ এলইডি টিভির মতোই। তবে মনে রাখতে হবে, এলইডি টিভিমাত্রই স্মার্ট টিভি নয়। এলইডি টিভিতে ইন্টারনেট ব্যবহার করা গেলে, তবেই সেটা স্মার্ট টিভি। এলসিডি (লিক্যুইড ক্রিস্টাল ডিসপ্লে) টিভির উন্নত সংস্করণই এলইডি (লাইট এমিটিং ডায়োড) টিভি। সাধারণভাবে বলা যায়, এলইডি টিভির রেজল্যুশন ভালো। এতে ফ্লুরোসেন্ট আলোর বদলে বিশেষ ধরনের ব্যাকলাইট থাকে। এলইডি টিভি বিদ্যুৎসাশ্রয়ী। ডিসপ্লে ইউনিটের আকার ছোট হয় বলে এলইডির আকার বেশি পাতলা হয়।
স্মার্ট টিভিতে ইন্টারনেট যুক্ত করে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা যায়। এ ধরনের টিভির পর্দার আকার বড় হওয়ার কারণে বিভিন্ন ভিডিও স্ট্রিমিং অ্যাপের বা প্ল্যাটফর্মের ছবি, ওয়েবসিরিজ ইত্যাদি দেখা যায় বড় আকারে আরও ভালোভাবে।
মেইল পাঠানো, ফেসবুক ব্রাউজ করা ও গেমও খেলা যায় এসব টিভিতে। কিছু কিছু টিভিতে স্মার্ট লাইট, স্মার্ট লক ফিচার ও স্মার্ট স্পিকারও যুক্ত থাকে। ফলে ছবি ও শব্দ পাওয়া যায় সাধারণ টিভির চেয়ে ভালো।
এলইডি টিভি শুধু ডিসপ্লে ডিভাইস হিসেবে কাজ করে। ব্লু রে প্লেয়ার, টিভি বক্স ও কেব্ল টিভি বক্স দিয়ে ভিডিও দেখা যায়। অধিকাংশ স্মার্ট টিভির হোম স্ক্রিনে অ্যাপ সার্চ করা যায়। এগুলো ফ্রি ডাউনলোডও করা যায়। স্ট্রিমিং সার্ভিস প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার ক্ষেত্রে অ্যাকাউন্ট সেট করার প্রয়োজন পড়ে।
স্যামসাংয়ের স্মার্ট টিভির অপারেটিং সিস্টেম টাইজেন। জাপানিজ ব্র্যান্ড সনি ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যাপল টিভির অপারেটিং সিস্টেমের নাম টিভিওএস।
ফ্ল্যাট টিভি সেট কীভাবে করবেন
কত উঁচুতে সেট করবেন তা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এর সঙ্গে টিভি থেকে বসার স্থানের দূরত্ব, টিভি দেখার অ্যাঙ্গেল ও টিভির আকারও মাথায় রাখতে হবে।
মাটি থেকে কত ফুট ওপরে টিভি বসাবেন তা মাপজোখ করে দেখতে হবে। সোফা থেকে দূরত্ব কত হবে তা টিভির আকারের ওপর নির্ভর করে। টিভির সঙ্গে বসার জায়গার সঠিক দূরত্ব বের করতে হলে টিভির আকারকে শূন্য দশমিক ৫৫ দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে দূরত্বের হিসাব। দাঁড়িয়ে নয়; বরং বসে টিভি দেখার সময় চোখ স্ক্রিন বরাবর রাখতে হবে।
স্মার্ট টিভি কেনার আগে
সব জিনিসেরই ভালো-মন্দ দিক থাকে। স্মার্ট টিভিও এর বাইরে নয়।
স্মার্ট টিভির সুবিধা
যত্নআত্তি
স্মার্ট টিভি দেখতে সাধারণ এলইডি টিভির মতোই। তবে মনে রাখতে হবে, এলইডি টিভিমাত্রই স্মার্ট টিভি নয়। এলইডি টিভিতে ইন্টারনেট ব্যবহার করা গেলে, তবেই সেটা স্মার্ট টিভি। এলসিডি (লিক্যুইড ক্রিস্টাল ডিসপ্লে) টিভির উন্নত সংস্করণই এলইডি (লাইট এমিটিং ডায়োড) টিভি। সাধারণভাবে বলা যায়, এলইডি টিভির রেজল্যুশন ভালো। এতে ফ্লুরোসেন্ট আলোর বদলে বিশেষ ধরনের ব্যাকলাইট থাকে। এলইডি টিভি বিদ্যুৎসাশ্রয়ী। ডিসপ্লে ইউনিটের আকার ছোট হয় বলে এলইডির আকার বেশি পাতলা হয়।
স্মার্ট টিভিতে ইন্টারনেট যুক্ত করে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা যায়। এ ধরনের টিভির পর্দার আকার বড় হওয়ার কারণে বিভিন্ন ভিডিও স্ট্রিমিং অ্যাপের বা প্ল্যাটফর্মের ছবি, ওয়েবসিরিজ ইত্যাদি দেখা যায় বড় আকারে আরও ভালোভাবে।
মেইল পাঠানো, ফেসবুক ব্রাউজ করা ও গেমও খেলা যায় এসব টিভিতে। কিছু কিছু টিভিতে স্মার্ট লাইট, স্মার্ট লক ফিচার ও স্মার্ট স্পিকারও যুক্ত থাকে। ফলে ছবি ও শব্দ পাওয়া যায় সাধারণ টিভির চেয়ে ভালো।
এলইডি টিভি শুধু ডিসপ্লে ডিভাইস হিসেবে কাজ করে। ব্লু রে প্লেয়ার, টিভি বক্স ও কেব্ল টিভি বক্স দিয়ে ভিডিও দেখা যায়। অধিকাংশ স্মার্ট টিভির হোম স্ক্রিনে অ্যাপ সার্চ করা যায়। এগুলো ফ্রি ডাউনলোডও করা যায়। স্ট্রিমিং সার্ভিস প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার ক্ষেত্রে অ্যাকাউন্ট সেট করার প্রয়োজন পড়ে।
স্যামসাংয়ের স্মার্ট টিভির অপারেটিং সিস্টেম টাইজেন। জাপানিজ ব্র্যান্ড সনি ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যাপল টিভির অপারেটিং সিস্টেমের নাম টিভিওএস।
ফ্ল্যাট টিভি সেট কীভাবে করবেন
কত উঁচুতে সেট করবেন তা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এর সঙ্গে টিভি থেকে বসার স্থানের দূরত্ব, টিভি দেখার অ্যাঙ্গেল ও টিভির আকারও মাথায় রাখতে হবে।
মাটি থেকে কত ফুট ওপরে টিভি বসাবেন তা মাপজোখ করে দেখতে হবে। সোফা থেকে দূরত্ব কত হবে তা টিভির আকারের ওপর নির্ভর করে। টিভির সঙ্গে বসার জায়গার সঠিক দূরত্ব বের করতে হলে টিভির আকারকে শূন্য দশমিক ৫৫ দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে দূরত্বের হিসাব। দাঁড়িয়ে নয়; বরং বসে টিভি দেখার সময় চোখ স্ক্রিন বরাবর রাখতে হবে।
স্মার্ট টিভি কেনার আগে
সব জিনিসেরই ভালো-মন্দ দিক থাকে। স্মার্ট টিভিও এর বাইরে নয়।
স্মার্ট টিভির সুবিধা
যত্নআত্তি
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে