কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
ছয় বছর পর রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে উপজেলা ছাত্রলীগের পরবর্তী নেতৃত্বে কারা আসছেন, সেটা নিয়েও চলছে নানা আলোচনা।
আজ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার সম্মেলনে থাকার কথা রয়েছে।
জানা গেছে, ২০১৫ সালে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সম্মেলনে এম নুর উদ্দিন সুমনকে সভাপতি এবং আলিব রেজা লিমনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। নানা জটিলতার কারণে সেই সময় পূর্ণাঙ্গ কমিটি না হলেও সুমন-লিমনের এই কমিটি বিগত সময়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন।
সুমন বলেন, ‘আমরা আশা করছি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা উপজেলা ছাত্রলীগের পাশে ছিল, সেই সব ত্যাগী নেতা-কর্মী কাউন্সিলের মাধ্যমে আগামী উপজেলা কমিটিতে জায়গা করে নেবে।’ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এ আর লিমন বলেন, ‘আমাদের এই কমিটি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সবসময় মাঠে সক্রিয় ছিলেন। আশা করছি আগামী কমিটিতে যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁরাও সেই ধারাবাহিকতা রক্ষা করবেন।’
সভাপতি হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ,চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন মুৎসুদ্দী, কর্ণফুলী সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক পবন পাল, কলেজ ছাত্রলীগ নেতা মো. ইউনুছ।
সাধারণ সম্পাদক হিসেবে শোনা যাচ্ছে, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও সহসম্পাদক মো. আকাশ, ছাত্রলীগ নেতা রহিম, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ, সাইথোয়াই অং চৌধুরী, মো. আমান ও মনোবীর তনচংগ্যা।
ছয় বছর পর রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে উপজেলা ছাত্রলীগের পরবর্তী নেতৃত্বে কারা আসছেন, সেটা নিয়েও চলছে নানা আলোচনা।
আজ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার সম্মেলনে থাকার কথা রয়েছে।
জানা গেছে, ২০১৫ সালে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সম্মেলনে এম নুর উদ্দিন সুমনকে সভাপতি এবং আলিব রেজা লিমনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। নানা জটিলতার কারণে সেই সময় পূর্ণাঙ্গ কমিটি না হলেও সুমন-লিমনের এই কমিটি বিগত সময়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন।
সুমন বলেন, ‘আমরা আশা করছি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা উপজেলা ছাত্রলীগের পাশে ছিল, সেই সব ত্যাগী নেতা-কর্মী কাউন্সিলের মাধ্যমে আগামী উপজেলা কমিটিতে জায়গা করে নেবে।’ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এ আর লিমন বলেন, ‘আমাদের এই কমিটি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সবসময় মাঠে সক্রিয় ছিলেন। আশা করছি আগামী কমিটিতে যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁরাও সেই ধারাবাহিকতা রক্ষা করবেন।’
সভাপতি হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ,চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন মুৎসুদ্দী, কর্ণফুলী সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক পবন পাল, কলেজ ছাত্রলীগ নেতা মো. ইউনুছ।
সাধারণ সম্পাদক হিসেবে শোনা যাচ্ছে, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও সহসম্পাদক মো. আকাশ, ছাত্রলীগ নেতা রহিম, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ, সাইথোয়াই অং চৌধুরী, মো. আমান ও মনোবীর তনচংগ্যা।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৯ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১২ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে