ক্রীড়া ডেস্ক
শেষ ধাপে চলে এসেছে বিশ্বকাপ বাছাইপর্ব। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ২৯টি দল, বাকি আছে ৩টি জায়গা। ইতিমধ্যে বাদ পড়াদের তালিকায় যুক্ত হয়েছে বড় বড় নাম। সময়ের অন্যতম সেরা তারকা মোহামেদ সালাহ ও আর্লিং হালান্ডের মতো নামও আছে বাদ পড়াদের তালিকায়।বিশ্বকাপে জায়গা না পাওয়া পজিশনভিত্তিক তেমনই সেরা ১১ তারকাকে নিয়ে একটি তালিকা তৈরি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’। তালিকাটা দেখে নেওয়া যাক।
ওবলাক
গোলরক্ষক, স্লোভেনিয়া
আতলেতিকো মাদ্রিদের গোল পোস্টের অতন্দ্র প্রহরী ইয়ান ওবলাক। ২৯ বছর বয়সী ওবলাকের স্বপ্ন ছিল কাতার বিশ্বকাপে খেলতে যাওয়ার। কিন্তু বাছাইপর্বের গণ্ডি পেরোতে ব্যর্থ হয় তাঁর দল স্লোভেনিয়া।
স্পিনাৎসোলা
লেফটব্যাক, ইতালি
ইউরোর অন্যতম সেরা খেলোয়াড়ের তালিকায় ছিলেন লেফটব্যাক লিওনার্দো স্পিনাৎসোলা। যতক্ষণ মাঠে ছিলেন, দারুণ খেলেছেন। ইতালি ছিটকে যাওয়ায় দেখা যাবে না তাঁকেও।
কিয়েল্লিনি
সেন্টারব্যাক, ইতালি
নিজের সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। ২০১৮ সালে মিস করার পর এবারই হয়তো বিশ্বকাপ খেলার শেষ সুযোগ ছিল তাঁর। শেষ পর্যন্ত সেটিও হলো না।
লিন্ডেলফ
রাইটব্যাক, সুইডেন
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের জাত চিনিয়েছেন সুইডিশ তারকা ভিক্টর লিন্ডেলফ। তবে বিশ্বকাপ খেলা হচ্ছে না তাঁরও। পোল্যান্ডের বিপক্ষে প্লে-অফ ফাইনালে হেরে গিয়ে এখন তাঁকে থাকতে হচ্ছে দর্শক সারিতে।
বিস্সুমা
ডিফেন্সিভ মিড, মালি
২৫ বছর বয়সেই ইউরোপীয় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন মালি তারকা ওয়াইভেস বিস্সুমা। তবে নিজ দেশকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে ব্রাইটনের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
জর্জিনিও
ডিফেন্সিভ মিড, ইতালি
সময়ের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ইতালিয়ান তারকা জর্জিনিও। তবে ইতালির বিশ্বকাপে যেতে না পারার দায় সবচেয়ে বেশি বর্তাবে তাঁর ওপরই। বাছাইপর্বে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করায় বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাঁর দেশকে।
দিয়াজ
মিডফিল্ডার, কলম্বিয়া
মোহামেদ সালাহর লিভারপুল সতীর্থ লুইস দিয়াজকেও এবারের বিশ্বকাপে দেখা যাবে না। লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে তাঁর দেশ কলম্বিয়া।
ওডেগার্ড
মিডফিল্ডার, নরওয়ে
নরওয়ে বিশ্বকাপে যেতে না পারায় অন্তত দুজন বড় তারকাকে মিস করবে বিশ্বকাপ। হালান্ড ও ওডেগার্ডকে না দেখতে পারা ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা হতাশারই।
মাহরেজ
মিডফিল্ডার, আলজেরিয়া
বর্তমান সময়ের অন্যতম সেরা তারকাদের একজন রিয়াদ মাহরেজ। ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ ছন্দে আছেন তিনি। তবে তাঁর এ ছন্দ জাতীয় দল আলজেরিয়াকে বিশ্বকাপে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না।
হালান্ড
স্ট্রাইকার, নরওয়ে
বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে একের পর এক ম্যাচে গোল করে চলেছেন হালান্ড। বার্সেলানা–রিয়ালসহ বিশ্বসেরা ক্লাবগুলোর চোখ তাঁর ওপর। তবে এত সাফল্যেও কী হালান্ড বিশ্বকাপ খেলতে না পারার হতাশা ভুলতে পারবেন!
সালাহ
স্ট্রাইকার, মিসর
সম্ভবত বিশ্বকাপ মিস করতে যাওয়া সবচেয়ে বড় নামটি হলো মোহামেদ সালাহর। বর্তমান সময়ে সেরাদের সংক্ষিপ্ত তালিকায় নিশ্চিতভাবে থাকবে তাঁর নাম। এমনকি আগামীবার ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার দাবিদারও এই লিভারপুল তারকা। সালাহর বিশ্বকাপে যেতে না পারা ফুটবলপ্রেমীদের জন্যও হতাশার হবে।
শেষ ধাপে চলে এসেছে বিশ্বকাপ বাছাইপর্ব। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ২৯টি দল, বাকি আছে ৩টি জায়গা। ইতিমধ্যে বাদ পড়াদের তালিকায় যুক্ত হয়েছে বড় বড় নাম। সময়ের অন্যতম সেরা তারকা মোহামেদ সালাহ ও আর্লিং হালান্ডের মতো নামও আছে বাদ পড়াদের তালিকায়।বিশ্বকাপে জায়গা না পাওয়া পজিশনভিত্তিক তেমনই সেরা ১১ তারকাকে নিয়ে একটি তালিকা তৈরি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’। তালিকাটা দেখে নেওয়া যাক।
ওবলাক
গোলরক্ষক, স্লোভেনিয়া
আতলেতিকো মাদ্রিদের গোল পোস্টের অতন্দ্র প্রহরী ইয়ান ওবলাক। ২৯ বছর বয়সী ওবলাকের স্বপ্ন ছিল কাতার বিশ্বকাপে খেলতে যাওয়ার। কিন্তু বাছাইপর্বের গণ্ডি পেরোতে ব্যর্থ হয় তাঁর দল স্লোভেনিয়া।
স্পিনাৎসোলা
লেফটব্যাক, ইতালি
ইউরোর অন্যতম সেরা খেলোয়াড়ের তালিকায় ছিলেন লেফটব্যাক লিওনার্দো স্পিনাৎসোলা। যতক্ষণ মাঠে ছিলেন, দারুণ খেলেছেন। ইতালি ছিটকে যাওয়ায় দেখা যাবে না তাঁকেও।
কিয়েল্লিনি
সেন্টারব্যাক, ইতালি
নিজের সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। ২০১৮ সালে মিস করার পর এবারই হয়তো বিশ্বকাপ খেলার শেষ সুযোগ ছিল তাঁর। শেষ পর্যন্ত সেটিও হলো না।
লিন্ডেলফ
রাইটব্যাক, সুইডেন
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের জাত চিনিয়েছেন সুইডিশ তারকা ভিক্টর লিন্ডেলফ। তবে বিশ্বকাপ খেলা হচ্ছে না তাঁরও। পোল্যান্ডের বিপক্ষে প্লে-অফ ফাইনালে হেরে গিয়ে এখন তাঁকে থাকতে হচ্ছে দর্শক সারিতে।
বিস্সুমা
ডিফেন্সিভ মিড, মালি
২৫ বছর বয়সেই ইউরোপীয় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন মালি তারকা ওয়াইভেস বিস্সুমা। তবে নিজ দেশকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে ব্রাইটনের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
জর্জিনিও
ডিফেন্সিভ মিড, ইতালি
সময়ের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ইতালিয়ান তারকা জর্জিনিও। তবে ইতালির বিশ্বকাপে যেতে না পারার দায় সবচেয়ে বেশি বর্তাবে তাঁর ওপরই। বাছাইপর্বে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করায় বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাঁর দেশকে।
দিয়াজ
মিডফিল্ডার, কলম্বিয়া
মোহামেদ সালাহর লিভারপুল সতীর্থ লুইস দিয়াজকেও এবারের বিশ্বকাপে দেখা যাবে না। লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে তাঁর দেশ কলম্বিয়া।
ওডেগার্ড
মিডফিল্ডার, নরওয়ে
নরওয়ে বিশ্বকাপে যেতে না পারায় অন্তত দুজন বড় তারকাকে মিস করবে বিশ্বকাপ। হালান্ড ও ওডেগার্ডকে না দেখতে পারা ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা হতাশারই।
মাহরেজ
মিডফিল্ডার, আলজেরিয়া
বর্তমান সময়ের অন্যতম সেরা তারকাদের একজন রিয়াদ মাহরেজ। ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ ছন্দে আছেন তিনি। তবে তাঁর এ ছন্দ জাতীয় দল আলজেরিয়াকে বিশ্বকাপে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না।
হালান্ড
স্ট্রাইকার, নরওয়ে
বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে একের পর এক ম্যাচে গোল করে চলেছেন হালান্ড। বার্সেলানা–রিয়ালসহ বিশ্বসেরা ক্লাবগুলোর চোখ তাঁর ওপর। তবে এত সাফল্যেও কী হালান্ড বিশ্বকাপ খেলতে না পারার হতাশা ভুলতে পারবেন!
সালাহ
স্ট্রাইকার, মিসর
সম্ভবত বিশ্বকাপ মিস করতে যাওয়া সবচেয়ে বড় নামটি হলো মোহামেদ সালাহর। বর্তমান সময়ে সেরাদের সংক্ষিপ্ত তালিকায় নিশ্চিতভাবে থাকবে তাঁর নাম। এমনকি আগামীবার ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার দাবিদারও এই লিভারপুল তারকা। সালাহর বিশ্বকাপে যেতে না পারা ফুটবলপ্রেমীদের জন্যও হতাশার হবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২১ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে