পাবনা প্রতিনিধি
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পাবনায় পৈতৃক বাড়ি উদ্ধারের দীর্ঘদিন পার হলেও বাড়িটিতে স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিপ্রেমীরা।
গতকাল সোমবার সুচিত্রা সেনের ৮ম প্রয়াণ দিবস পালন উপলক্ষে বক্তারা বলেন, বাড়িটিতে এখনো সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো কাজ হয়নি।
দিনটি উপলক্ষে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার আয়োজন করে।
গতকাল সোমবার বেলা ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাংস্কৃতিককর্মীরা। পরে অনুষ্ঠিত হয় স্মরণসভা। স্মরণসভার শুরুতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সদ্য প্রয়াত সভাপতি সাইদুল হক চুন্নুর মৃত্যুতে শোক জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন পরিষদের সদস্য মাজহারুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ড. হাবিবুল্লাহ প্রমুখ।
জেলা প্রশাসন থেকে আজকের দিনে কোনো আয়োজন না করায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এখন আবার আন্দোলনের সময় এসেছে। বাড়িটি উদ্ধারে যেমন আন্দোলন সফল হয়েছিল, ঠিক সেভাবে ঐক্যবদ্ধভাবে বাড়িটিতে সংগ্রহশালা করার আন্দোলনে নামতে হবে। দ্রুত স্মৃতি সংগ্রহশালার কাজ শুরু করে সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান সাংস্কৃতিককর্মীরা।
পাবনা থিয়েটার ৭৭-এর সম্পাদক আবুল কাশেম বলেন, ‘সুচিত্রা সেনের বাড়ি নিয়ে সংগ্রহশালা করার যে প্রত্যাশা ছিল, তার কিছুই পূরণ হয়নি। এখানে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনও আছে। তাদের কোনো উদ্যোগ বা তৎপরতা নেই।’
আওয়ামী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা শাখার সভাপতি প্রলয় চাকী বলেন, ‘সাংস্কৃতিক কর্মীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় তাঁর পৈতৃক ভিটা উদ্ধার করা সম্ভব হয়েছে। সুচিত্রা সংগ্রহশালা করার জন্য এখন পর্যন্ত কোনো রকম কাজ হয়নি। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়েরই বা কী পরিকল্পনা আছে, সেটাও আমরা এখন পর্যন্ত জানি না।’
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘পর্যটনমন্ত্রী পাবনায় এসেছিলেন। তাঁকে আমরা সুচিত্রা সেনের বাড়িটি সম্পর্কে জানিয়েছি কিছু করার জন্য। তিনি বাড়িটি দেখে আমাদের প্রস্তাবনা দিতে বলেছিলেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা দিয়েছি।’
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেন। ২০১৪ সালের এই দিনে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পাবনায় পৈতৃক বাড়ি উদ্ধারের দীর্ঘদিন পার হলেও বাড়িটিতে স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিপ্রেমীরা।
গতকাল সোমবার সুচিত্রা সেনের ৮ম প্রয়াণ দিবস পালন উপলক্ষে বক্তারা বলেন, বাড়িটিতে এখনো সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো কাজ হয়নি।
দিনটি উপলক্ষে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার আয়োজন করে।
গতকাল সোমবার বেলা ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাংস্কৃতিককর্মীরা। পরে অনুষ্ঠিত হয় স্মরণসভা। স্মরণসভার শুরুতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সদ্য প্রয়াত সভাপতি সাইদুল হক চুন্নুর মৃত্যুতে শোক জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন পরিষদের সদস্য মাজহারুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ড. হাবিবুল্লাহ প্রমুখ।
জেলা প্রশাসন থেকে আজকের দিনে কোনো আয়োজন না করায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এখন আবার আন্দোলনের সময় এসেছে। বাড়িটি উদ্ধারে যেমন আন্দোলন সফল হয়েছিল, ঠিক সেভাবে ঐক্যবদ্ধভাবে বাড়িটিতে সংগ্রহশালা করার আন্দোলনে নামতে হবে। দ্রুত স্মৃতি সংগ্রহশালার কাজ শুরু করে সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান সাংস্কৃতিককর্মীরা।
পাবনা থিয়েটার ৭৭-এর সম্পাদক আবুল কাশেম বলেন, ‘সুচিত্রা সেনের বাড়ি নিয়ে সংগ্রহশালা করার যে প্রত্যাশা ছিল, তার কিছুই পূরণ হয়নি। এখানে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনও আছে। তাদের কোনো উদ্যোগ বা তৎপরতা নেই।’
আওয়ামী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা শাখার সভাপতি প্রলয় চাকী বলেন, ‘সাংস্কৃতিক কর্মীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় তাঁর পৈতৃক ভিটা উদ্ধার করা সম্ভব হয়েছে। সুচিত্রা সংগ্রহশালা করার জন্য এখন পর্যন্ত কোনো রকম কাজ হয়নি। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়েরই বা কী পরিকল্পনা আছে, সেটাও আমরা এখন পর্যন্ত জানি না।’
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘পর্যটনমন্ত্রী পাবনায় এসেছিলেন। তাঁকে আমরা সুচিত্রা সেনের বাড়িটি সম্পর্কে জানিয়েছি কিছু করার জন্য। তিনি বাড়িটি দেখে আমাদের প্রস্তাবনা দিতে বলেছিলেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা দিয়েছি।’
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেন। ২০১৪ সালের এই দিনে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে