সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে শিশুয়া-বাঘমারা সেতুর সংযোগ সড়ক দেবে যাওয়ায় ২০ গ্রামের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক রক্ষায় স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করছে সংশ্লিষ্ট প্রশাসন। এ কারণে প্রতি বছর সেতুর সংযোগ সড়ক দেবে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ঝিনাই নদীর ওপর নির্মিত হয়েছে শিশুয়া-বাঘমারা সেতু। গত শুক্রবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। দুপুর পর্যন্ত বৃষ্টিতে এ সেতুর সংযোগ সড়ক দেবে যায়। এতে করে উপজেলা সদরের সঙ্গে সাতপোয়া ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সাতপোয়া ইউনিয়নের শিশুয়া, বাঘমারা, ছাতারিয়া, আদ্রা, রৌহা, জামিরা, নান্দিনা, চুনিয়াপটল, দাসেরবাড়ি, পার্শ্ববর্তী মাদারগঞ্জ ও কাজীপুরের শালদহ, বামুনজানি, কয়ড়া, শ্যামগঞ্জ, আদারভিটা, শালগ্রামসহ অন্তত ২০ গ্রামের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েন।
এদিকে গতকাল শনিবার সকালে সংযোগ সড়ক মেরামতের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। সকাল থেকে মাটি ফেলে ওই সেতুর সংযোগ সড়ক মেরামতের কাজ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) উপমা ফারিসা শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৩ সালে ধানাটা-জামিরা রাস্তায় ঝিনাই নদীর ওপর ১৮০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি শিশুয়া-বাঘমারা সেতু নামে পরিচিত।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, স্বপন, হৃদয়, হারুন, শিপনসহ অনেকেরই অভিযোগ—কর্তৃপক্ষ সেতুর সংযোগ সড়ক রক্ষায় স্থায়ী কোনো ব্যবস্থা না নেয়নি। তাঁরা জানান, সেতুর ওপর দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। অন্যান্য সেতুর চেয়ে এ সেতুর ধারণ ক্ষমতা অনেক কম। প্রতি বছর ভারী বৃষ্টিপাত ও বন্যায় শিশুয়া-বাঘমারা সেতুর সংযোগ সড়ক দেবে যায়। ফলে এ পথে চলাচলকারীদের প্রতি বছর দুর্ভোগ পোহাতে হয়।
এ ব্যাপারে সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘সেতুর সংযোগ সড়ক দেবে গিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এ পথে চলাচলকারীদের ভোগান্তি বেড়েছে। এ কারণে তড়িঘড়ি করে সংযোগ সড়ক মেরামতের কাজ করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা সাংবাদিকদের বলেন, ‘সেতুর সংযোগ সড়ক মেরামতের কাজ চলছে। খুব দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।’
জামালপুরের সরিষাবাড়ীতে শিশুয়া-বাঘমারা সেতুর সংযোগ সড়ক দেবে যাওয়ায় ২০ গ্রামের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক রক্ষায় স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করছে সংশ্লিষ্ট প্রশাসন। এ কারণে প্রতি বছর সেতুর সংযোগ সড়ক দেবে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ঝিনাই নদীর ওপর নির্মিত হয়েছে শিশুয়া-বাঘমারা সেতু। গত শুক্রবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। দুপুর পর্যন্ত বৃষ্টিতে এ সেতুর সংযোগ সড়ক দেবে যায়। এতে করে উপজেলা সদরের সঙ্গে সাতপোয়া ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সাতপোয়া ইউনিয়নের শিশুয়া, বাঘমারা, ছাতারিয়া, আদ্রা, রৌহা, জামিরা, নান্দিনা, চুনিয়াপটল, দাসেরবাড়ি, পার্শ্ববর্তী মাদারগঞ্জ ও কাজীপুরের শালদহ, বামুনজানি, কয়ড়া, শ্যামগঞ্জ, আদারভিটা, শালগ্রামসহ অন্তত ২০ গ্রামের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েন।
এদিকে গতকাল শনিবার সকালে সংযোগ সড়ক মেরামতের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। সকাল থেকে মাটি ফেলে ওই সেতুর সংযোগ সড়ক মেরামতের কাজ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) উপমা ফারিসা শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৩ সালে ধানাটা-জামিরা রাস্তায় ঝিনাই নদীর ওপর ১৮০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি শিশুয়া-বাঘমারা সেতু নামে পরিচিত।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, স্বপন, হৃদয়, হারুন, শিপনসহ অনেকেরই অভিযোগ—কর্তৃপক্ষ সেতুর সংযোগ সড়ক রক্ষায় স্থায়ী কোনো ব্যবস্থা না নেয়নি। তাঁরা জানান, সেতুর ওপর দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। অন্যান্য সেতুর চেয়ে এ সেতুর ধারণ ক্ষমতা অনেক কম। প্রতি বছর ভারী বৃষ্টিপাত ও বন্যায় শিশুয়া-বাঘমারা সেতুর সংযোগ সড়ক দেবে যায়। ফলে এ পথে চলাচলকারীদের প্রতি বছর দুর্ভোগ পোহাতে হয়।
এ ব্যাপারে সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘সেতুর সংযোগ সড়ক দেবে গিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এ পথে চলাচলকারীদের ভোগান্তি বেড়েছে। এ কারণে তড়িঘড়ি করে সংযোগ সড়ক মেরামতের কাজ করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা সাংবাদিকদের বলেন, ‘সেতুর সংযোগ সড়ক মেরামতের কাজ চলছে। খুব দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে