সম্পাদকীয়
সুযোগের সদ্ব্যবহার করতে হয় বলেই আমরা জানি। তবে অসাধুরা ওত পেতে থাকে সুযোগের অপব্যবহার করার জন্য। এর উদাহরণ প্রতিনিয়ত নজরে আসছে। যেমন, কোনো স্থানের নাম পরিবর্তন, কাউকে বিশেষ কোনো ‘ট্যাগ’ লাগিয়ে ‘মব জাস্টিস’-এর নামে মারধর করা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার কৃতিত্ব নিয়ে নেওয়া! এর মানে দাঁড়ায়, যাঁরা এত দিন ক্ষমতা প্রদর্শন বা ক্ষমতার অপব্যবহার করতে পারেননি, তাঁরা স্বরূপে ফিরে এসেছেন। বিগত বছরগুলোতে যা হয়েছে তা থেমে নেই, শুধু এসব কর্মকাণ্ডের হোতারা বদলেছে।
আজকের পত্রিকায় প্রকাশিত কয়েকটি খবরে চোখ রাখা যায়। প্রথমটি: ‘বরিশাল জেলা মৎস্য পাইকারি অবতরণকেন্দ্র’-এর নাম পরিবর্তন করে সুযোগসন্ধানী বিএনপি নেতারা নতুন নামকরণ করেছেন ‘শহীদ জিয়া মৎস্য পাইকারি অবতরণকেন্দ্র’। যদিও নামকরণের উদ্যোক্তাদের দাবি, চারদলীয় জোট সরকারের সময় মোকামটি জিয়ার নামেই ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নাম পরিবর্তন করেছিল। হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনেক কিছুরই নাম পরিবর্তন করেছিল, এমনকি শেখ মুজিবুর রহমানের নাম সবচেয়ে বেশি ও যত্রতত্র ব্যবহার করায় তাদের বদনামও হয়েছে। এখন যাঁরা নিজ ইচ্ছায় কোনো কিছুর নাম পরিবর্তন করে ফেলছেন, তাঁরা কি তাঁদের দলের ভাবমূর্তি নষ্ট করছেন না, ঠিক যেমন বিগত সরকার করেছিল?
দ্বিতীয় ঘটনা: বগুড়ায় আশরাফুল আলম ওরফে ইউটিউবার হিরো আলমকে চিফ জুডিশিয়াল আদালত চত্বরে মারধর করে কানে ধরে ওঠবস করানো হয়েছে এই অভিযোগে যে তিনি নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘গালমন্দ’ করেছেন। যদিও আলম এই অভিযোগ অস্বীকার করেছেন। ধরে নিলাম, তিনি সত্যিই কাউকে গালমন্দ করেছেন; তার মানে কি এই যে তাঁকে লাঞ্ছিত করতে হবে? এ ব্যাপারে আইনের সাহায্যও তো চাওয়া যায়। বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পাপন বলছেন, এর আগে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করায় আলমের ওপর জনগণ ক্ষুব্ধ ছিল। কিন্তু এ কথা বলে তো তিনি দলকে বদনামের স্বাদ নিতে দিলেন। অথচ তিনি বলতে পারতেন, এ রকম অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেয় না।
তৃতীয় খবর: কুষ্টিয়া জেলা যুবদলের নেতা আব্দুল মাজেদ খুব গর্ব করে বলেছেন, বিগত সরকার পতনের দিন তাঁর নেতৃত্বে কুষ্টিয়া মডেল থানা ভাঙা হয়েছে। একটি গণ-আন্দোলনের জেরে কোনো স্থাপনা ভাঙচুরের ঘটনা অস্বাভাবিক কিছু না। কিন্তু সেটা কাম্যও তো নয়। আর এমন একটি অপ্রীতিকর ঘটনার নেতৃত্ব দেওয়ার মতো কৃতিত্ব নেওয়া কি দলের জন্য শোভনীয়? হয়তো এ কথা বুঝতে পেরেই তিনি পরে সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন এবং ঘটনায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
এসব ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মী পরিচয়ে চাঁদাবাজির ঘটনা ঘটছে। বিএনপি যেমন সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো যানবাহনে শোভাযাত্রা নিষিদ্ধ করেছে, তেমনি বাকি ব্যাপারগুলোতেও তাদের চুপ থাকা ঠিক হবে না। নইলে আওয়ামী লীগের মতো তারাও বদনাম বয়ে বেড়াবে সব সময়। তারাই ভাবুক কীভাবে মানুষের আস্থা অর্জন করা যায়।
সুযোগের সদ্ব্যবহার করতে হয় বলেই আমরা জানি। তবে অসাধুরা ওত পেতে থাকে সুযোগের অপব্যবহার করার জন্য। এর উদাহরণ প্রতিনিয়ত নজরে আসছে। যেমন, কোনো স্থানের নাম পরিবর্তন, কাউকে বিশেষ কোনো ‘ট্যাগ’ লাগিয়ে ‘মব জাস্টিস’-এর নামে মারধর করা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার কৃতিত্ব নিয়ে নেওয়া! এর মানে দাঁড়ায়, যাঁরা এত দিন ক্ষমতা প্রদর্শন বা ক্ষমতার অপব্যবহার করতে পারেননি, তাঁরা স্বরূপে ফিরে এসেছেন। বিগত বছরগুলোতে যা হয়েছে তা থেমে নেই, শুধু এসব কর্মকাণ্ডের হোতারা বদলেছে।
আজকের পত্রিকায় প্রকাশিত কয়েকটি খবরে চোখ রাখা যায়। প্রথমটি: ‘বরিশাল জেলা মৎস্য পাইকারি অবতরণকেন্দ্র’-এর নাম পরিবর্তন করে সুযোগসন্ধানী বিএনপি নেতারা নতুন নামকরণ করেছেন ‘শহীদ জিয়া মৎস্য পাইকারি অবতরণকেন্দ্র’। যদিও নামকরণের উদ্যোক্তাদের দাবি, চারদলীয় জোট সরকারের সময় মোকামটি জিয়ার নামেই ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নাম পরিবর্তন করেছিল। হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনেক কিছুরই নাম পরিবর্তন করেছিল, এমনকি শেখ মুজিবুর রহমানের নাম সবচেয়ে বেশি ও যত্রতত্র ব্যবহার করায় তাদের বদনামও হয়েছে। এখন যাঁরা নিজ ইচ্ছায় কোনো কিছুর নাম পরিবর্তন করে ফেলছেন, তাঁরা কি তাঁদের দলের ভাবমূর্তি নষ্ট করছেন না, ঠিক যেমন বিগত সরকার করেছিল?
দ্বিতীয় ঘটনা: বগুড়ায় আশরাফুল আলম ওরফে ইউটিউবার হিরো আলমকে চিফ জুডিশিয়াল আদালত চত্বরে মারধর করে কানে ধরে ওঠবস করানো হয়েছে এই অভিযোগে যে তিনি নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘গালমন্দ’ করেছেন। যদিও আলম এই অভিযোগ অস্বীকার করেছেন। ধরে নিলাম, তিনি সত্যিই কাউকে গালমন্দ করেছেন; তার মানে কি এই যে তাঁকে লাঞ্ছিত করতে হবে? এ ব্যাপারে আইনের সাহায্যও তো চাওয়া যায়। বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পাপন বলছেন, এর আগে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করায় আলমের ওপর জনগণ ক্ষুব্ধ ছিল। কিন্তু এ কথা বলে তো তিনি দলকে বদনামের স্বাদ নিতে দিলেন। অথচ তিনি বলতে পারতেন, এ রকম অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেয় না।
তৃতীয় খবর: কুষ্টিয়া জেলা যুবদলের নেতা আব্দুল মাজেদ খুব গর্ব করে বলেছেন, বিগত সরকার পতনের দিন তাঁর নেতৃত্বে কুষ্টিয়া মডেল থানা ভাঙা হয়েছে। একটি গণ-আন্দোলনের জেরে কোনো স্থাপনা ভাঙচুরের ঘটনা অস্বাভাবিক কিছু না। কিন্তু সেটা কাম্যও তো নয়। আর এমন একটি অপ্রীতিকর ঘটনার নেতৃত্ব দেওয়ার মতো কৃতিত্ব নেওয়া কি দলের জন্য শোভনীয়? হয়তো এ কথা বুঝতে পেরেই তিনি পরে সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন এবং ঘটনায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
এসব ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মী পরিচয়ে চাঁদাবাজির ঘটনা ঘটছে। বিএনপি যেমন সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো যানবাহনে শোভাযাত্রা নিষিদ্ধ করেছে, তেমনি বাকি ব্যাপারগুলোতেও তাদের চুপ থাকা ঠিক হবে না। নইলে আওয়ামী লীগের মতো তারাও বদনাম বয়ে বেড়াবে সব সময়। তারাই ভাবুক কীভাবে মানুষের আস্থা অর্জন করা যায়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে