গঙ্গাচড়া প্রতিনিধি
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গঙ্গাচড়া বাইপাস সড়ক। এমনকি শীতের মৌসুমে মাত্র এক দিনের বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি দুই দিনেও সরেনি। এতে করে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসী জানান, উপজেলার সোনালী ব্যাংকের শাখা, মডেল থানা, ভূমি কার্যালয় ও উপজেলা পরিষদে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এই সড়ক। এখানে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদা এবং শুকনো মৌসুমে ধুলার রাজ্য বিরাজ করে।
বাজার ও সড়কের পানিনিষ্কাশনের জন্য ২০২১ সালে মডেল থানা মোড় থেকে হাজী ভবন পর্যন্ত এক কিলোমিটার সড়কের পাশে প্রায় ১ কোটি টাকা খরচ করে নালা নির্মাণ করা হয়। তবে সেটি কোনো কাজে আসছে না।
গত রোববার দেখা গেছে, ময়লা-আবর্জনা ও কাদাপানিতে ডুবে আছে সড়কটি। এর মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে। পথচারীরা পাশ কাটিয়ে সাবধানে হাঁটছেন।
বড়বিল ইউনিয়নের বাসিন্দা লতিফা বেগম বলেন, ‘বাচ্চা কোলে করে কোনো রকম করি ঝুঁকি নিয়া রাস্তাটা পাড় হনুং। পানিতে এত দুর্গন্ধ!’
কথা হয় সড়কের পাশের ব্যবসায়ী মানেক মিয়ার সঙ্গে। তিনি আক্ষেপ করে জানান, এটা আর সড়ক নেই, নদী হয়ে গেছে। আর ভ্যানচালক বরকত উল্লাহর অভিযোগ, এই দুর্ভোগ কমাতে জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সামান্য বৃষ্টি হলে এদিক দিয়ে ভ্যান চালানো যায় না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ‘সড়কটি আমি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গঙ্গাচড়া বাইপাস সড়ক। এমনকি শীতের মৌসুমে মাত্র এক দিনের বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি দুই দিনেও সরেনি। এতে করে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসী জানান, উপজেলার সোনালী ব্যাংকের শাখা, মডেল থানা, ভূমি কার্যালয় ও উপজেলা পরিষদে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এই সড়ক। এখানে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদা এবং শুকনো মৌসুমে ধুলার রাজ্য বিরাজ করে।
বাজার ও সড়কের পানিনিষ্কাশনের জন্য ২০২১ সালে মডেল থানা মোড় থেকে হাজী ভবন পর্যন্ত এক কিলোমিটার সড়কের পাশে প্রায় ১ কোটি টাকা খরচ করে নালা নির্মাণ করা হয়। তবে সেটি কোনো কাজে আসছে না।
গত রোববার দেখা গেছে, ময়লা-আবর্জনা ও কাদাপানিতে ডুবে আছে সড়কটি। এর মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে। পথচারীরা পাশ কাটিয়ে সাবধানে হাঁটছেন।
বড়বিল ইউনিয়নের বাসিন্দা লতিফা বেগম বলেন, ‘বাচ্চা কোলে করে কোনো রকম করি ঝুঁকি নিয়া রাস্তাটা পাড় হনুং। পানিতে এত দুর্গন্ধ!’
কথা হয় সড়কের পাশের ব্যবসায়ী মানেক মিয়ার সঙ্গে। তিনি আক্ষেপ করে জানান, এটা আর সড়ক নেই, নদী হয়ে গেছে। আর ভ্যানচালক বরকত উল্লাহর অভিযোগ, এই দুর্ভোগ কমাতে জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সামান্য বৃষ্টি হলে এদিক দিয়ে ভ্যান চালানো যায় না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ‘সড়কটি আমি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে