নারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৯
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৬

মাদারীপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে এক সন্তানের জননীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালকিনি থানায় মামলা দিতে গেলে গত শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ মামলা নেয়নি বলেও ভুক্তভোগী নারীর অভিযোগ।

শুক্রবার রাতে কালকিনি উপজেলায় এই নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মামুন সরদার (৩৫) সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই নারী কালকিনি উপজেলা শহরে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে রওনা দেন। পথ থেকে তাঁর সাবেক স্বামী ও তাঁর শিশু সন্তানের বাবা মামুন সরদার তাঁকে জোর করে উপজেলা শহরের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে রাতভর আটকে রেখে তাঁকে নির্যাতন চালানো হয়। পরে শনিবার সকালে কালকিনি থানায় অভিযোগ নিয়ে যান তিনি। কিন্তু অভিযোগটি থানা-পুলিশ গ্রহণ করেনি বলে ভুক্তভোগী নারীর দাবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মামুন সরদারের সঙ্গে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে হয়। পরে ২০২০ সালের জানুয়ারি মাসে দাম্পত্য কলহের জেরে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যাশিশুর রয়েছে।

নির্যাতনের শিকার নারী বলেন, ‘আমি দাঁতের ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এলে মামুন ও তাঁর সহযোগীরা আমাকে ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরে উপজেলার অজ্ঞাত একটি স্থানে নিয়ে রাতে নির্যাতন করে। আমি এই ঘটনার বিচার চাই। থানায় অভিযোগ নিয়ে গেলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ আমার অভিযোগ গ্রহণ করেনি।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘ওই মহিলা যে বাড়িতে রাতে ছিলেন, সেই বাড়িতে আমরা খোঁজ-খবর নিয়েছি। তাঁর সাবেক স্বামীর সঙ্গে দিনের বেলা ঘোরাঘুরি করে ওই বাড়িতে রাতে গিয়ে থাকেন। পরের দিন হাসপাতালে ভর্তি না হয়ে ওই মহিলা তার স্বামীর বিরুদ্ধে মামলা দিতে আসেন।’

ওসি বলেন, ‘আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি। যদি সত্যিই নির্যাতনের ঘটনা হয়ে থাকে, তাহলে আমরা মামলা নেব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত