আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
ষাটোর্ধ্ব হরিলাল রবিদাস করেন জুতা সেলাইয়ের কাজ। থাকেন খাসজমিতে। নিজের তিন বেলা খাবার জোটাতে ব্যর্থ হরিলাল মাথা গোঁজার ঠাঁইটুকুও মেরামত করতে পারছেন না। পাননি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো সুবিধা। জোটেনি আশ্রয়ণের ঘর।
হরিলাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বাসিন্দা। ওই ইউনিয়নের হাতিয়া মেলার গ্রামে ওয়াপদা বাঁধের ধারে বসবাস করেন তিনি। জীর্ণ ঘরে কিশোরী মেয়েকে নিয়ে ঝড়-বৃষ্টি-শীতে দিনাতিপাত করেন। ঘরের চালের এক দিকে ঢাকনা থাকলেও আরেক দিক খোলা। বেড়ার কথা বলাই বাহুল্য। হরিলালের তিন মেয়ে এক ছেলে। তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছে। এক মেয়ের বিয়ে হয়েছে। অভাব সহ্য করতে না পেরে আর এক মেয়ে ঢাকায় গেছে। ছেলেরও কোনো খোঁজ নেই।
হরিলাল বলেন, ‘সারা দিন অনাহারে থাকি, সন্ধ্যা বেলা খাই। দিনে ৬০ থেকে ৭০ টাকা আয় হয়। কোনো দিন ২০ টাকাও হয় না, ওই দিন পুরাই অনাহারে থাকা লাগে।’
‘আমার নিজের কোনো জায়গা নাই। বাঁধত থাকি। খাবার জোটে না, ঘর ঠিক করি কী দিয়া? সরকারি ঘরের জন্য মেলা কছি, দিবার চায় দেয় না।’ সরকারি ঘরের আবেদন প্রসঙ্গে এই কথা বলেন হরিলাল।
বিদ্যালয়ের বারান্দায় পা দিতে না পারা হরিলালের কিশোরী মেয়ে সুমি তাঁর বাবার অভাবের সংসারে কষ্টের ভাগীদার। সারা দিন হরিলাল আয় করেন ৬০ থেকে ৭০ টাকা। তা দিয়ে যে বাজার হয় তাই রাতে রান্না করে সুমি। আগুন লাগা বাজারে ওই এক বেলাই চুলায় হাঁড়ি ওঠে তাঁদের।
সুমি জানায়, তার বাবা গ্রাম ঘুরে ঘুরে অন্যের জুতা মেরামত করে যে আয় করেন তাতে তাঁদের পেট ভরে খাবার জোটে না। রাতে সামান্য রান্না করে রাত ও সকালে খেতে হয়। অধিকাংশ দিন দুপুরে অভুক্ত অবস্থায় কাটে তাঁদের।
উলিপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাফিজুর রহমান সালমান বলেন, ‘হরিলালের বিষয়টি জানার পর আমি তাঁর বাড়ি দেখে এসেছি। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর। হরিলালের অবস্থা দেখলেই বোঝা যায় ওই ইউনিয়নে অনেক ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প বঞ্চিত। আমরা হরিলাল যাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও সরকারি সুবিধা পান তা কামনা করি।’
ষাটোর্ধ্ব হরিলাল রবিদাস করেন জুতা সেলাইয়ের কাজ। থাকেন খাসজমিতে। নিজের তিন বেলা খাবার জোটাতে ব্যর্থ হরিলাল মাথা গোঁজার ঠাঁইটুকুও মেরামত করতে পারছেন না। পাননি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো সুবিধা। জোটেনি আশ্রয়ণের ঘর।
হরিলাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বাসিন্দা। ওই ইউনিয়নের হাতিয়া মেলার গ্রামে ওয়াপদা বাঁধের ধারে বসবাস করেন তিনি। জীর্ণ ঘরে কিশোরী মেয়েকে নিয়ে ঝড়-বৃষ্টি-শীতে দিনাতিপাত করেন। ঘরের চালের এক দিকে ঢাকনা থাকলেও আরেক দিক খোলা। বেড়ার কথা বলাই বাহুল্য। হরিলালের তিন মেয়ে এক ছেলে। তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছে। এক মেয়ের বিয়ে হয়েছে। অভাব সহ্য করতে না পেরে আর এক মেয়ে ঢাকায় গেছে। ছেলেরও কোনো খোঁজ নেই।
হরিলাল বলেন, ‘সারা দিন অনাহারে থাকি, সন্ধ্যা বেলা খাই। দিনে ৬০ থেকে ৭০ টাকা আয় হয়। কোনো দিন ২০ টাকাও হয় না, ওই দিন পুরাই অনাহারে থাকা লাগে।’
‘আমার নিজের কোনো জায়গা নাই। বাঁধত থাকি। খাবার জোটে না, ঘর ঠিক করি কী দিয়া? সরকারি ঘরের জন্য মেলা কছি, দিবার চায় দেয় না।’ সরকারি ঘরের আবেদন প্রসঙ্গে এই কথা বলেন হরিলাল।
বিদ্যালয়ের বারান্দায় পা দিতে না পারা হরিলালের কিশোরী মেয়ে সুমি তাঁর বাবার অভাবের সংসারে কষ্টের ভাগীদার। সারা দিন হরিলাল আয় করেন ৬০ থেকে ৭০ টাকা। তা দিয়ে যে বাজার হয় তাই রাতে রান্না করে সুমি। আগুন লাগা বাজারে ওই এক বেলাই চুলায় হাঁড়ি ওঠে তাঁদের।
সুমি জানায়, তার বাবা গ্রাম ঘুরে ঘুরে অন্যের জুতা মেরামত করে যে আয় করেন তাতে তাঁদের পেট ভরে খাবার জোটে না। রাতে সামান্য রান্না করে রাত ও সকালে খেতে হয়। অধিকাংশ দিন দুপুরে অভুক্ত অবস্থায় কাটে তাঁদের।
উলিপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাফিজুর রহমান সালমান বলেন, ‘হরিলালের বিষয়টি জানার পর আমি তাঁর বাড়ি দেখে এসেছি। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর। হরিলালের অবস্থা দেখলেই বোঝা যায় ওই ইউনিয়নে অনেক ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প বঞ্চিত। আমরা হরিলাল যাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও সরকারি সুবিধা পান তা কামনা করি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে