যশোর প্রতিনিধি
যশোরে গত বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙল চলতি শীত মৌসুমের শুরুতেই। গত রোববার দিবাগত রাতে সর্বনিম্ন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত বছর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, জেলায় বর্তমানে মাঝারি শৈত্য প্রবাহ চলছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ সময়ে তাপমাত্রা আরও কমে যেতে পারে।
এ দিকে প্রচণ্ড শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বেশি বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা।
বিমানবাহিনীর যশোরের মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার থেকে যশোরেও ওপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এদিন রাতে জেলায় সর্বনিম্ন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার সকালে যশোরের তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করে, যা রোববার গত মৌসুমের চেয়েও ০.২ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায়।
সূত্রটি জানিয়েছে এ অবস্থা আরও কয়েক দিন বিরাজ করতে পারে। এ সময়ে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তা ছাড়া বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকতে পারে, যা ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ সময়ে কুয়াশাচ্ছন্নও থাকতে পারে দিনের বেলা।
এ দিকে মাঝারি শৈত্য প্রবাহে চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। যশোর রেলওয়ে স্টেশনে থাকা বৃদ্ধা রহিমা খাতুন বলেন, ‘অনেক দিন ধরেই আমি এই স্টেশনে থাকি। ভিক্ষা করে খাই। কিন্তু গরম কাপড় না থাকায় শীত আসায় কষ্টে পড়তে হয়েছে।’
রিকশাচালক ওবায়দুর রহমান বলেন, ‘শীতের কারণে সকালে আর রাতে রিকশা চালানো খুবই কঠিন হয়ে পড়েছে।’
চা দোকানি আরমান হোসেন, দিনমজুর ইলিয়াস হোসেন, কৃষাণ নাজমুল ইসলামসহ অনেকেই একই কষ্টের কথা জানিয়েছেন।
তাঁরা জানান, দিন এনে দিনে খাওয়া সংসারে আয় করতে না পারলে খাবার জোগানোই কষ্ট হয়ে যায়। কিন্তু পর্যাপ্ত শীতের কাপড় না থাকায় কষ্ট অনেকটাই বেড়েছে। তা ছাড়া শীত পড়ায় অনেক মানুষই বাইরে বের হচ্ছেন না। এতে আয় কমেছে।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, ‘প্রচণ্ড ঠান্ডায় শীতজনিত নানাবিধ রোগব্যাধি বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকের তুলনায় গত দুই–তিন দিনে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্টের রোগী অনেক বেড়েছে। তাদের অনেককেই ভর্তি থেকে চিকিৎসাসেবা নিতে হচ্ছে।’
যশোরে গত বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙল চলতি শীত মৌসুমের শুরুতেই। গত রোববার দিবাগত রাতে সর্বনিম্ন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত বছর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, জেলায় বর্তমানে মাঝারি শৈত্য প্রবাহ চলছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ সময়ে তাপমাত্রা আরও কমে যেতে পারে।
এ দিকে প্রচণ্ড শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বেশি বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা।
বিমানবাহিনীর যশোরের মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার থেকে যশোরেও ওপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এদিন রাতে জেলায় সর্বনিম্ন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার সকালে যশোরের তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করে, যা রোববার গত মৌসুমের চেয়েও ০.২ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায়।
সূত্রটি জানিয়েছে এ অবস্থা আরও কয়েক দিন বিরাজ করতে পারে। এ সময়ে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তা ছাড়া বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকতে পারে, যা ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ সময়ে কুয়াশাচ্ছন্নও থাকতে পারে দিনের বেলা।
এ দিকে মাঝারি শৈত্য প্রবাহে চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। যশোর রেলওয়ে স্টেশনে থাকা বৃদ্ধা রহিমা খাতুন বলেন, ‘অনেক দিন ধরেই আমি এই স্টেশনে থাকি। ভিক্ষা করে খাই। কিন্তু গরম কাপড় না থাকায় শীত আসায় কষ্টে পড়তে হয়েছে।’
রিকশাচালক ওবায়দুর রহমান বলেন, ‘শীতের কারণে সকালে আর রাতে রিকশা চালানো খুবই কঠিন হয়ে পড়েছে।’
চা দোকানি আরমান হোসেন, দিনমজুর ইলিয়াস হোসেন, কৃষাণ নাজমুল ইসলামসহ অনেকেই একই কষ্টের কথা জানিয়েছেন।
তাঁরা জানান, দিন এনে দিনে খাওয়া সংসারে আয় করতে না পারলে খাবার জোগানোই কষ্ট হয়ে যায়। কিন্তু পর্যাপ্ত শীতের কাপড় না থাকায় কষ্ট অনেকটাই বেড়েছে। তা ছাড়া শীত পড়ায় অনেক মানুষই বাইরে বের হচ্ছেন না। এতে আয় কমেছে।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, ‘প্রচণ্ড ঠান্ডায় শীতজনিত নানাবিধ রোগব্যাধি বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকের তুলনায় গত দুই–তিন দিনে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্টের রোগী অনেক বেড়েছে। তাদের অনেককেই ভর্তি থেকে চিকিৎসাসেবা নিতে হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে