কুমিল্লা, বুড়িচং ও দেবিদ্বার প্রতিনিধি
শঙ্কা আর উৎকণ্ঠায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বার উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট। নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিটি ইউনিয়নে ঘটেছে হামলা ভাঙচুর ও মারধরের ঘটনা। এ কারণে নির্বাচনের দিনও সংঘর্ষের আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটারেরা। সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এর আগে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ চেয়ারম্যানপ্রার্থী।
এদিকে ২৪ ইউপির ২০৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইনশৃঙ্খলার বাহিনীর ছয় হাজারের বেশি সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন। তা ছাড়া মাঠে রয়েছে জেলা প্রশাসনের ৪৪ ম্যাজিস্ট্রেট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লার দুটি উপজেলার মধ্যে বুড়িচংয়ের নয়টি ও দেবিদ্বার উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ২৪টি ইউপির ২৪৯ কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৫০৭ টি। মোট ভোটার ৫ লাখ ৩৬ হাজার ২৬৯ জন।
বুড়িচংয়ের উপজেলার নয় ইউপির মধ্যে রয়েছে বুড়িচং সদর, মোকাম, ভারেল্লা দক্ষিণ, ভারেল্লা উত্তর, ষোলনল, পীর যাত্রাপুর, ময়নামতি, রাজাপুর ও বাকশিমূল ইউনিয়ন। এর মধ্যে ময়নামতি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। এ নয়টি ইউপির ১০৫টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৩২ হাজার ৭৫৫ জন। এখানে চেয়ারম্যান পদপ্রার্থী ৬১ জন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৮২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাচনে জেলা পুলিশের সহস্রাধিক সদস্য ও ১ হাজার আনসার সদস্যের পাশাপাশি র্যাব-বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।’
দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন, গুনাইঘর দক্ষিণ, ধামতি, বড় শালঘর, ইউসুফপুর, রসুলপুর, সুবিল, ফতেহাবাদ, গুনাইঘর উত্তর, বড়কামতা, সুলতানপুর, ভানী, এলাহবাদ, মোহনপুর ও জাফরগঞ্জ ইউনিয়নে নির্বাচন হচ্ছে আজ। এর মধ্যে গুনাইঘর দক্ষিণ ও বড়কামতা ইউপিতে ভোট হবে ইভিএম-এ। এ ১৫টি ইউপিতে ১৪৪টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩ হাজার ৫০৬ ভোট।
উপজেলার ১৫ ইউপিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ চেয়ারম্যান পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইউপিতে ঘটনা হামলা, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা। এসব হামলা ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে প্রার্থীরা। দেবিদ্বারে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও থানা-পুলিশের বিরুদ্ধে প্রচারকাজে বাধা, হুমকি হামলা-মামলা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করা হয়েছে। দেবিদ্বারের ১০টি ইউপির ১৫ স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী এ অভিযোগ করেন। এ নিয়ে কয়েক দফায় সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীরা। পাশাপাশি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধনও করেন তাঁরা। সর্বশেষে গত শনিবার নির্বাচনে স্থানীয় সাংসদ রাজী ফখরুল ইসলাম মুন্সীর প্রভাবমুক্ত করে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন করছেন ১০ ইউপির আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীরা। নির্বাচনের দুদিন আগে শনিবার বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির একটি ভোটকেন্দ্রে দুটি ইভিএম ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নামতলা বড় বাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এ ঘটনায় সেখানে থাকা নির্বাচন কর্মকর্তাদেরও মারধর করা হয়।
পুলিশের জেলা গোয়েন্দা তথ্য কর্মকর্তা মো. মনির আহাম্মদ জানান, দুই উপজেলায় ২০৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দেবিদ্বার উপজেলায় ১০৬ ও বুড়িচং উপজেলায় ১০০টি কেন্দ্র রয়েছে। নির্বাচনে জেলা পুলিশের ১ হাজার ৮০০ সদস্য, র্যাব–বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা জানান, একটি সুন্দর ও সুষ্ঠু ভোটের আয়োজন করতে ৪৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে কাজ করছেন। নির্বাচনের দিন ও এর আগে পরে মাঠে থাকছেন তাঁরা।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে জেলা পুলিশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করি সুন্দর পরিবেশে নির্বাচন হবে, এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার লোকজন কাছ করছে। অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত সুন্দর একটি নির্বাচন হবে।
শঙ্কা আর উৎকণ্ঠায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বার উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট। নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিটি ইউনিয়নে ঘটেছে হামলা ভাঙচুর ও মারধরের ঘটনা। এ কারণে নির্বাচনের দিনও সংঘর্ষের আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটারেরা। সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এর আগে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ চেয়ারম্যানপ্রার্থী।
এদিকে ২৪ ইউপির ২০৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইনশৃঙ্খলার বাহিনীর ছয় হাজারের বেশি সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন। তা ছাড়া মাঠে রয়েছে জেলা প্রশাসনের ৪৪ ম্যাজিস্ট্রেট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লার দুটি উপজেলার মধ্যে বুড়িচংয়ের নয়টি ও দেবিদ্বার উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ২৪টি ইউপির ২৪৯ কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৫০৭ টি। মোট ভোটার ৫ লাখ ৩৬ হাজার ২৬৯ জন।
বুড়িচংয়ের উপজেলার নয় ইউপির মধ্যে রয়েছে বুড়িচং সদর, মোকাম, ভারেল্লা দক্ষিণ, ভারেল্লা উত্তর, ষোলনল, পীর যাত্রাপুর, ময়নামতি, রাজাপুর ও বাকশিমূল ইউনিয়ন। এর মধ্যে ময়নামতি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। এ নয়টি ইউপির ১০৫টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৩২ হাজার ৭৫৫ জন। এখানে চেয়ারম্যান পদপ্রার্থী ৬১ জন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৮২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাচনে জেলা পুলিশের সহস্রাধিক সদস্য ও ১ হাজার আনসার সদস্যের পাশাপাশি র্যাব-বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।’
দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন, গুনাইঘর দক্ষিণ, ধামতি, বড় শালঘর, ইউসুফপুর, রসুলপুর, সুবিল, ফতেহাবাদ, গুনাইঘর উত্তর, বড়কামতা, সুলতানপুর, ভানী, এলাহবাদ, মোহনপুর ও জাফরগঞ্জ ইউনিয়নে নির্বাচন হচ্ছে আজ। এর মধ্যে গুনাইঘর দক্ষিণ ও বড়কামতা ইউপিতে ভোট হবে ইভিএম-এ। এ ১৫টি ইউপিতে ১৪৪টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩ হাজার ৫০৬ ভোট।
উপজেলার ১৫ ইউপিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ চেয়ারম্যান পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইউপিতে ঘটনা হামলা, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা। এসব হামলা ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে প্রার্থীরা। দেবিদ্বারে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও থানা-পুলিশের বিরুদ্ধে প্রচারকাজে বাধা, হুমকি হামলা-মামলা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করা হয়েছে। দেবিদ্বারের ১০টি ইউপির ১৫ স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী এ অভিযোগ করেন। এ নিয়ে কয়েক দফায় সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীরা। পাশাপাশি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধনও করেন তাঁরা। সর্বশেষে গত শনিবার নির্বাচনে স্থানীয় সাংসদ রাজী ফখরুল ইসলাম মুন্সীর প্রভাবমুক্ত করে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন করছেন ১০ ইউপির আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীরা। নির্বাচনের দুদিন আগে শনিবার বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির একটি ভোটকেন্দ্রে দুটি ইভিএম ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নামতলা বড় বাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এ ঘটনায় সেখানে থাকা নির্বাচন কর্মকর্তাদেরও মারধর করা হয়।
পুলিশের জেলা গোয়েন্দা তথ্য কর্মকর্তা মো. মনির আহাম্মদ জানান, দুই উপজেলায় ২০৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দেবিদ্বার উপজেলায় ১০৬ ও বুড়িচং উপজেলায় ১০০টি কেন্দ্র রয়েছে। নির্বাচনে জেলা পুলিশের ১ হাজার ৮০০ সদস্য, র্যাব–বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা জানান, একটি সুন্দর ও সুষ্ঠু ভোটের আয়োজন করতে ৪৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে কাজ করছেন। নির্বাচনের দিন ও এর আগে পরে মাঠে থাকছেন তাঁরা।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে জেলা পুলিশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করি সুন্দর পরিবেশে নির্বাচন হবে, এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার লোকজন কাছ করছে। অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত সুন্দর একটি নির্বাচন হবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৫ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৮ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে