ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে হাইড্রোলিক ট্রলির চলাচলে সড়ক বেহাল হয়ে গেছে। এতে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বেহাল সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব ট্রলিতে সাধারণত মাটি পরিবহন করায় সৃষ্টি হচ্ছে ধুলার। ধুলা ও ট্রলির শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘিওর সদর, পয়লা, বানিয়াজুরী ও সিংজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাষাবাদের জন্য ব্যবহৃত ট্রাক্টরকে ট্রলি হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন এসব এলাকার বিভিন্ন সড়কে কয়েক শ বার ট্রলি চলাচল করে। এসব ট্রলি সড়কে অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করে। ফলে উপজেলার কুস্তা ও পঞ্চ রাস্তা হয়ে মাইলাগী, বাইলজুরি, সিংজুরী পর্যন্ত সড়ক বেহাল হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থানে ফসলি জমি ও নদীর পাড় থেকে মাটি কেটে খালি জায়গা ভরাট এবং বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে। তাই প্রতিদিন মাটিবোঝাই বহু ট্রলি সড়ক দিয়ে যাতায়াত করে। ট্রলিগুলোর বেপরোয়া চলাচলে ধুলাবালু উড়ে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষের ঘরবাড়ির ভেতরে ঢুকে। তবে ট্রলি চলাচল বন্ধ ও সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখনো কোনো সাড়া মেলেনি বলে দাবি এলাকাবাসীর।
সরেজমিন দেখা যায়, উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামের মৃত নুরুল হকের বাড়ির পেছনের রাস্তাটি খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
অন্যদিকে, মাঘের বৃষ্টিতে সড়কের ধুলা পরিণত হয়েছে কাদায়। কর্দমাক্ত সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের এমন দুরবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
উপজেলার সিংজুরী এলাকার বাসিন্দা ফারুক উদ্দিন বলেন, সারা রাস্তায় ভালোভাবেই যাওয়া যায়, কিন্তু ভাঙা অংশে এলে আমাদের ভয় করে। কখন যেন গাড়ি উল্টে যায়। কিছুদিন আগেই এখানে ভালো ছিল। ট্রলি দিয়ে অনবরত বালু বোঝাই করে আসা-যাওয়ার কারণে বড় ধরনের খানাখন্দ হয়েছে। বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়।’
আবদুল ওয়াহাব নামের এক পথচারী বলেন, ‘ধুলাবালুর কারণে মুখে রুমাল দিয়ে চলতে হয়। ট্রলির মালিকেরা প্রভাবশালী। তাঁদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।’
ট্রলিচালক মো. রমজান আলী বলেন, ‘এই গাড়ি নিয়ে পণ্য পরিবহন করার সময় পুলিশ আটক করে। লুকিয়ে চালাই।’
মো. শামসুল মিয়া নামের অপর এক ট্রলিচালক বলেন, ‘আমরা ভাড়ায় মাটি বহন করি। যাঁরা মাটির ঠিকাদার ও যাঁদের কাজে মাটি বহন করি, তাঁরা সব ঝামেলা ম্যানেজ করেন। ঝামেলা যাতে না হয়, আমরা ভাড়া নেওয়ার আগেই তাঁদের বলে নিই।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক (প্রকৌশল শাখা) মো. নূরুজ্জামান বলেন, ‘এসব ট্রলির কোনো নিবন্ধন নেই। অবৈধ এসব যানে পণ্য পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শুধু কৃষিপণ্য ও কৃষিকাজে ব্যবহার করার অনুমোদন রয়েছে।’
ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন বলেন, ‘ট্রলিতে মাটি পরিবহনের বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের ঘিওরে হাইড্রোলিক ট্রলির চলাচলে সড়ক বেহাল হয়ে গেছে। এতে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বেহাল সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব ট্রলিতে সাধারণত মাটি পরিবহন করায় সৃষ্টি হচ্ছে ধুলার। ধুলা ও ট্রলির শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘিওর সদর, পয়লা, বানিয়াজুরী ও সিংজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাষাবাদের জন্য ব্যবহৃত ট্রাক্টরকে ট্রলি হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন এসব এলাকার বিভিন্ন সড়কে কয়েক শ বার ট্রলি চলাচল করে। এসব ট্রলি সড়কে অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করে। ফলে উপজেলার কুস্তা ও পঞ্চ রাস্তা হয়ে মাইলাগী, বাইলজুরি, সিংজুরী পর্যন্ত সড়ক বেহাল হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থানে ফসলি জমি ও নদীর পাড় থেকে মাটি কেটে খালি জায়গা ভরাট এবং বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে। তাই প্রতিদিন মাটিবোঝাই বহু ট্রলি সড়ক দিয়ে যাতায়াত করে। ট্রলিগুলোর বেপরোয়া চলাচলে ধুলাবালু উড়ে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষের ঘরবাড়ির ভেতরে ঢুকে। তবে ট্রলি চলাচল বন্ধ ও সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখনো কোনো সাড়া মেলেনি বলে দাবি এলাকাবাসীর।
সরেজমিন দেখা যায়, উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামের মৃত নুরুল হকের বাড়ির পেছনের রাস্তাটি খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
অন্যদিকে, মাঘের বৃষ্টিতে সড়কের ধুলা পরিণত হয়েছে কাদায়। কর্দমাক্ত সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের এমন দুরবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
উপজেলার সিংজুরী এলাকার বাসিন্দা ফারুক উদ্দিন বলেন, সারা রাস্তায় ভালোভাবেই যাওয়া যায়, কিন্তু ভাঙা অংশে এলে আমাদের ভয় করে। কখন যেন গাড়ি উল্টে যায়। কিছুদিন আগেই এখানে ভালো ছিল। ট্রলি দিয়ে অনবরত বালু বোঝাই করে আসা-যাওয়ার কারণে বড় ধরনের খানাখন্দ হয়েছে। বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়।’
আবদুল ওয়াহাব নামের এক পথচারী বলেন, ‘ধুলাবালুর কারণে মুখে রুমাল দিয়ে চলতে হয়। ট্রলির মালিকেরা প্রভাবশালী। তাঁদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।’
ট্রলিচালক মো. রমজান আলী বলেন, ‘এই গাড়ি নিয়ে পণ্য পরিবহন করার সময় পুলিশ আটক করে। লুকিয়ে চালাই।’
মো. শামসুল মিয়া নামের অপর এক ট্রলিচালক বলেন, ‘আমরা ভাড়ায় মাটি বহন করি। যাঁরা মাটির ঠিকাদার ও যাঁদের কাজে মাটি বহন করি, তাঁরা সব ঝামেলা ম্যানেজ করেন। ঝামেলা যাতে না হয়, আমরা ভাড়া নেওয়ার আগেই তাঁদের বলে নিই।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক (প্রকৌশল শাখা) মো. নূরুজ্জামান বলেন, ‘এসব ট্রলির কোনো নিবন্ধন নেই। অবৈধ এসব যানে পণ্য পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শুধু কৃষিপণ্য ও কৃষিকাজে ব্যবহার করার অনুমোদন রয়েছে।’
ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন বলেন, ‘ট্রলিতে মাটি পরিবহনের বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে