টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কয়েক দিনের বর্ষণে তলিয়ে যায় আলুখেত। রোপণ করা অনেক বীজ আলু নষ্ট হয়ে গেছে। রোপণের জন্য প্রস্তুত জমিতে আবার কাজ করতে হচ্ছে। নতুন করে চাহিদা বাড়ায় বীজ আলুর দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেখা দিয়েছে সারসংকট।
জানা যায়, জেলার টঙ্গিবাড়ী উপজেলায় ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে বীজ আলু রোপণের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে প্রয়োজন হয় ১৭ হাজার ১১৭ টন বীজ আলুর। অধিকাংশ জমিতেই আলু রোপণ হলেও বৃষ্টির পানিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৪০০ হেক্টর জমির বীজ আলু। ৪ ডিসেম্বর বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বেড়ে গেছে বীজ আলু আর সারের দাম। ৫০ কেজি ওজনের হল্যান্ড থেকে আমদানি করা উন্নতমানের বীজ বৃষ্টির আগে ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হলেও বৃষ্টির পর তা এখন ১২ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি বিএডিসি আলু ২৪ টাকা ৫০ পয়সায় বিক্রি হলেও তা এখন বাজারে পাওয়া যাচ্ছে না। বিক্রি করার মতো বিএডিসির আলু আর নেই।
নতুন করে সারের প্রয়োজন হওয়ায় বিক্রেতারাও ইতিমধ্যে দাম বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, চাহিদা বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সঙ্গে অসাধু বীজ ও সার বিক্রেতারা নেই বলে কারসাজি করে দাম বাড়িয়েছে। তবে দাম বেশি হলেও পাওয়া যাচ্ছে। টঙ্গিবাড়ীর সার বিক্রেতা আবুল হোসেন শেখ বলেন, প্রয়োজনের তুলনায় সারের প্রাপ্যতা অনেক কম। আবার নতুন করে যোগ হয়েছে বৃষ্টির কারণে অতিরিক্ত সার ও বীজ আলুর। আমরা জেলা প্রশাসক বরাবর চাহিদার বিষয়েও জানিয়েছি। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সবুজ চৌধুরী বলেন, হঠাৎ বৃষ্টিতে আলু জমির ক্ষতি হয়েছে। প্রয়োজন হয়ে পড়েছে সার ও বীজ আলুর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কয়েক দিনের বর্ষণে তলিয়ে যায় আলুখেত। রোপণ করা অনেক বীজ আলু নষ্ট হয়ে গেছে। রোপণের জন্য প্রস্তুত জমিতে আবার কাজ করতে হচ্ছে। নতুন করে চাহিদা বাড়ায় বীজ আলুর দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেখা দিয়েছে সারসংকট।
জানা যায়, জেলার টঙ্গিবাড়ী উপজেলায় ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে বীজ আলু রোপণের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে প্রয়োজন হয় ১৭ হাজার ১১৭ টন বীজ আলুর। অধিকাংশ জমিতেই আলু রোপণ হলেও বৃষ্টির পানিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৪০০ হেক্টর জমির বীজ আলু। ৪ ডিসেম্বর বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বেড়ে গেছে বীজ আলু আর সারের দাম। ৫০ কেজি ওজনের হল্যান্ড থেকে আমদানি করা উন্নতমানের বীজ বৃষ্টির আগে ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হলেও বৃষ্টির পর তা এখন ১২ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি বিএডিসি আলু ২৪ টাকা ৫০ পয়সায় বিক্রি হলেও তা এখন বাজারে পাওয়া যাচ্ছে না। বিক্রি করার মতো বিএডিসির আলু আর নেই।
নতুন করে সারের প্রয়োজন হওয়ায় বিক্রেতারাও ইতিমধ্যে দাম বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, চাহিদা বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সঙ্গে অসাধু বীজ ও সার বিক্রেতারা নেই বলে কারসাজি করে দাম বাড়িয়েছে। তবে দাম বেশি হলেও পাওয়া যাচ্ছে। টঙ্গিবাড়ীর সার বিক্রেতা আবুল হোসেন শেখ বলেন, প্রয়োজনের তুলনায় সারের প্রাপ্যতা অনেক কম। আবার নতুন করে যোগ হয়েছে বৃষ্টির কারণে অতিরিক্ত সার ও বীজ আলুর। আমরা জেলা প্রশাসক বরাবর চাহিদার বিষয়েও জানিয়েছি। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সবুজ চৌধুরী বলেন, হঠাৎ বৃষ্টিতে আলু জমির ক্ষতি হয়েছে। প্রয়োজন হয়ে পড়েছে সার ও বীজ আলুর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে