শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে নিম্নমানের পেঁয়াজ দেওয়াসহ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমনকি পণ্য বিক্রয়কেন্দ্র থেকে পচা পেঁয়াজের গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ছে। এই পেঁয়াজ নিতে অস্বীকৃতি জানালে ক্রেতা সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন বিক্রয়কর্মীরা। গতকাল বুধবার শ্রীপুর পৌরসভার জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এই অবস্থা দেখা গেছে।
গতকাল দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ৪৬৫ টাকার প্যাকেজে পণ্য বিক্রি করে টিসিবি। পণ্যের মধ্যে রয়েছে দুই কেজি ডাল, দুই কেজি তেল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ। তবে এই পেঁয়াজ খাওয়ার অনুপযোগী বলে অভিযোগ করেছেন ক্রেতারা। ক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘টাকা দিয়ে পচা পেঁয়াজ নিতে হচ্ছে। আর না নিয়ে কী করব, বাজারে যে দাম! এ জন্য বাধ্য হয়ে পচা পেঁয়াজ কিনে নিতে হচ্ছে।’ লাভলী আক্তার বলেন, ‘পচা পেঁয়াজ না নিতে চাইলে অন্য পণ্য দেওয়া হবে না বলে তাঁরা জানিয়েছেন। প্রতিবাদ করলে পণ্য না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।’
এদিকে নিয়ম অনুযায়ী, একজন ক্রেতাকে একটি কার্ডের বিপরীত টিসিবির পণ্য দেওয়ার কথা থাকলেও এ নিয়ম মানা হচ্ছে না। কেউ কেউ চার-পাঁচজনের পণ্য নিয়ে যেতেও দেখা গেছে। এ ছাড়া পণ্য বিক্রির আগে এ বিষয়ে গঠিত টেক কমিটিকে বিক্রির তারিখ, স্থান ও পণ্যের বিষয়ে বিস্তারিত জানানোর কথা থাকলেও সেটি করা হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানতে চাইলে উপজেলা টেক কমিটির আহ্বায়ক পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে কিছুই জানানো হয়নি। কাকে কেমন পণ্য দেওয়া হচ্ছে, তা-ও কিছুই জানি না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘টিসিবির পণ্য বিক্রিতে কোনোভাবেই নিম্নমানের পণ্য দেওয়া যাবে না। পচা পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে। তবুও অনিয়ম করলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
স্থানীয় ডিলার জসিম উদ্দিন বলেন, ‘ঢাকা থেকে যা আসছে, তা-ই দেওয়া হচ্ছে। আমি তো আর নিজে তৈরি করে দিতে পারব না।’ টিসিবির আঞ্চলিক প্রতিনিধি হুমায়ুন কবির বলেন, ‘ডিলারদের বলা হয়েছে, পেঁয়াজ পচে গেলে সেটা ব্যবসায়িক ক্ষতি হিসেবে মেনে নিতে হবে। তারপরও পচা পেঁয়াজ দেওয়া যাবে না।’
গাজীপুরের শ্রীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে নিম্নমানের পেঁয়াজ দেওয়াসহ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমনকি পণ্য বিক্রয়কেন্দ্র থেকে পচা পেঁয়াজের গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ছে। এই পেঁয়াজ নিতে অস্বীকৃতি জানালে ক্রেতা সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন বিক্রয়কর্মীরা। গতকাল বুধবার শ্রীপুর পৌরসভার জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এই অবস্থা দেখা গেছে।
গতকাল দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ৪৬৫ টাকার প্যাকেজে পণ্য বিক্রি করে টিসিবি। পণ্যের মধ্যে রয়েছে দুই কেজি ডাল, দুই কেজি তেল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ। তবে এই পেঁয়াজ খাওয়ার অনুপযোগী বলে অভিযোগ করেছেন ক্রেতারা। ক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘টাকা দিয়ে পচা পেঁয়াজ নিতে হচ্ছে। আর না নিয়ে কী করব, বাজারে যে দাম! এ জন্য বাধ্য হয়ে পচা পেঁয়াজ কিনে নিতে হচ্ছে।’ লাভলী আক্তার বলেন, ‘পচা পেঁয়াজ না নিতে চাইলে অন্য পণ্য দেওয়া হবে না বলে তাঁরা জানিয়েছেন। প্রতিবাদ করলে পণ্য না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।’
এদিকে নিয়ম অনুযায়ী, একজন ক্রেতাকে একটি কার্ডের বিপরীত টিসিবির পণ্য দেওয়ার কথা থাকলেও এ নিয়ম মানা হচ্ছে না। কেউ কেউ চার-পাঁচজনের পণ্য নিয়ে যেতেও দেখা গেছে। এ ছাড়া পণ্য বিক্রির আগে এ বিষয়ে গঠিত টেক কমিটিকে বিক্রির তারিখ, স্থান ও পণ্যের বিষয়ে বিস্তারিত জানানোর কথা থাকলেও সেটি করা হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানতে চাইলে উপজেলা টেক কমিটির আহ্বায়ক পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে কিছুই জানানো হয়নি। কাকে কেমন পণ্য দেওয়া হচ্ছে, তা-ও কিছুই জানি না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘টিসিবির পণ্য বিক্রিতে কোনোভাবেই নিম্নমানের পণ্য দেওয়া যাবে না। পচা পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে। তবুও অনিয়ম করলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
স্থানীয় ডিলার জসিম উদ্দিন বলেন, ‘ঢাকা থেকে যা আসছে, তা-ই দেওয়া হচ্ছে। আমি তো আর নিজে তৈরি করে দিতে পারব না।’ টিসিবির আঞ্চলিক প্রতিনিধি হুমায়ুন কবির বলেন, ‘ডিলারদের বলা হয়েছে, পেঁয়াজ পচে গেলে সেটা ব্যবসায়িক ক্ষতি হিসেবে মেনে নিতে হবে। তারপরও পচা পেঁয়াজ দেওয়া যাবে না।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৮ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে