শাপলা খন্দকার, বগুড়া
দৈর্ঘ্য প্রায় চার ফুট আর প্রস্থ তিন ফুট। এ আকৃতির যান চলছে একটিমাত্র হেডলাইটে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হলে এই তথ্য জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হেডলাইটের ধরন দেখে দূর থেকে মোটরসাইকেল মনে হলেও একটু কাছে এলেই দেখা যায় গাড়িগুলো সিএনজিচালিত অটোরিকশা অথবা ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক)। ফলে মুহূর্তেই সাইড নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন সাইকেল, ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানের চালকেরা। ইজিবাইকের কিছুটা আলোয় ভিন্নতা থাকলেও অটোরিকশা আর মোটরসাইকেলের আলো একদম একই রকম। গতিবেগও প্রায় সমান।
পাশাপাশি দূর থেকে তীক্ষ্ণ লাইটে চোখে ধাঁধা লাগে চালকদের। এতে রাস্তার কিনার বুঝতে না পেরে খাদে পড়ে যান বাইকারসহ বিভিন্ন যানের চালকেরা।
বগুড়ার শহরতলী ও গ্রামাঞ্চলগুলোতে ঘটছে এমন ঘটনা। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও এতে টনক নড়ছে না সিএনজি-অটোরিকশার মালিক ও চালকদের।
গত শনিবার রাত ৯টার দিকে বগুড়ার মাটিডালি-পীরগাছা সড়কে মোটরসাইকেলে পীরগাছা যাচ্ছিলেন বিপ্লব হোসেন নামের এক তরুণ। রাতে রাস্তা ফাঁকা থাকায় জোরে চালাচ্ছিলেন বাইক। পথে শেখেরকোলা এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি যানবাহনের হেডলাইটের আলো দেখে মোটরসাইকেল মনে করে তিনি সাইড নিচ্ছিলেন। কিন্তু কাছে আসতেই দেখেন সেটি সিএনজিচালিত অটোরিকশা।
রাসেল বলেন, ‘সিএনজি দেখে তৎক্ষণাৎ আরও বেশি রাস্তা ছেড়ে দিয়ে সাইড নিতে গিয়ে সিএনজির সঙ্গে ধাক্কা লেগে বাইকসহ পাশের ধানের জমিতে পড়ে যাই।’
সম্প্রতি একই ঘটনা ঘটেছে সদরের পাঁচবাড়িয়া গ্রামের আনসার মন্ডল নামের এক ভ্যানচালকের সঙ্গে। তিনি বলেন, ‘মোটরসাইকেলের মতোই একই হেডলাইট নিয়ে চলে সিএনজিগুলো। আমি বুঝতে না পেরে হঠাৎ করে সাইড নিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যায় আমার ভ্যানের। সিএনজিও ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে কাত হয়ে যায়।’
সদরের শাখারিয়া ইউপি ৩ নম্বর ওয়ার্ড সদস্য বিলজার রহমান বলেন, ‘সিএনজি, ইজিবাইক আর মোটরসাইকেলের হেডলাইটগুলো একই রকম। সাইজে ভিন্ন গাড়িগুলোর লাইটিং ব্যবস্থা অবশ্যই আলাদা হতে হবে। তা না হলে বিভ্রান্তিতে দুর্ঘটনা ঘটতেই থাকবে। তিন ফুট একটা গাড়িতে একটা হেডলাইট জ্বালালে তো চলবে না। সিএনজি মালিকদের সবগুলো লাইট সচল রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে। দুঃখের বিষয় কয়েক বছর ধরেই দেখছি সিএনজিগুলো এভাবেই চলছে।’
জানা গেছে, বগুড়া শহরে রেজিস্ট্রেশন করা সিএনজিচালিত অটোরিকশা রয়েছে সাড়ে ৭ হাজার। রেজিস্ট্রেশনবিহীন চলে আরও ৯ হাজার। এ ছাড়া ইজিবাইক চলে প্রায় ৩০ হাজারের মতো। এসব গাড়ির চালকেরা যেমন অদক্ষ, অপ্রশিক্ষিত, তেমনি গাড়িগুলোও ফিটনেসবিহীন।
সিএনজি-অটোরিকশাগুলোর মাঝখানে একটি হেডলাইটের পাশাপাশি দুই ধারে আরও দুটি ছোট লাইট থাকলেও বেশির ভাগ গাড়ির দুপাশের লাইট থাকে নষ্ট। শতকরা ৬০ ভাগ গাড়িতেই দুপাশের লাইট বন্ধ থাকতে দেখা যায়।
জানতে চাইলে গাড়ির মালিকেরা দেন চালকের দোষ। আর চালকেরা বলেন তিন লাইট অপ্রয়োজনীয়। তাঁদের কাছে পথ দেখা গেলেই আর কোনো সমস্যা নেই।
মাটিডালি-পীরগাছা রুটের এক সিএনজি অটোরিকশার মালিক আব্দুল বাসেদ বলেন, ‘দুপাশের হেডলাইট নষ্ট হয় অনেক সময়। চালকেরা আমাদের অনেক সময় জানায় না। জানালে সঙ্গে সঙ্গে ঠিক করে দিই।’
অটোরিকশাচালক মোকলেছুর রহমান বলেন, ‘একটা হেডলাইটেই রাস্তা পুরো পরিষ্কার দেখা যায়। পাশের দুটা লাইট দিয়ে তো রাস্তা দেখা যায় না। ওটা শুধু ডিম লাইটের মতো জ্বলে।’
ইজিবাইকচালক টুনু ফকির বলেন, ‘ইজিবাইকের সিস্টেমই তো এমন। একটাই হেডলাইট।’
বগুড়া জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার বলেন, ‘ইজিবাইকের পৌরসভার অনুমোদন নেই। মানবিক কারণে তাঁদের চলাচলের অনুমতি দিলেও শহরের মধ্যে নির্দিষ্ট কিছু রাস্তায় আমরা তাঁদের ঢুকতেই দিই না। আর সিএনজি-অটোরিকশার হেডলাইট না থাকাসহ যেকোনো ত্রুটিপূর্ণ গাড়িগুলোকে আমরা নিয়মিত জরিমানা করছি। গাড়ি ও চালকের লাইসেন্স না থাকলে মামলা দিচ্ছি।’
দৈর্ঘ্য প্রায় চার ফুট আর প্রস্থ তিন ফুট। এ আকৃতির যান চলছে একটিমাত্র হেডলাইটে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হলে এই তথ্য জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হেডলাইটের ধরন দেখে দূর থেকে মোটরসাইকেল মনে হলেও একটু কাছে এলেই দেখা যায় গাড়িগুলো সিএনজিচালিত অটোরিকশা অথবা ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক)। ফলে মুহূর্তেই সাইড নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন সাইকেল, ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানের চালকেরা। ইজিবাইকের কিছুটা আলোয় ভিন্নতা থাকলেও অটোরিকশা আর মোটরসাইকেলের আলো একদম একই রকম। গতিবেগও প্রায় সমান।
পাশাপাশি দূর থেকে তীক্ষ্ণ লাইটে চোখে ধাঁধা লাগে চালকদের। এতে রাস্তার কিনার বুঝতে না পেরে খাদে পড়ে যান বাইকারসহ বিভিন্ন যানের চালকেরা।
বগুড়ার শহরতলী ও গ্রামাঞ্চলগুলোতে ঘটছে এমন ঘটনা। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও এতে টনক নড়ছে না সিএনজি-অটোরিকশার মালিক ও চালকদের।
গত শনিবার রাত ৯টার দিকে বগুড়ার মাটিডালি-পীরগাছা সড়কে মোটরসাইকেলে পীরগাছা যাচ্ছিলেন বিপ্লব হোসেন নামের এক তরুণ। রাতে রাস্তা ফাঁকা থাকায় জোরে চালাচ্ছিলেন বাইক। পথে শেখেরকোলা এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি যানবাহনের হেডলাইটের আলো দেখে মোটরসাইকেল মনে করে তিনি সাইড নিচ্ছিলেন। কিন্তু কাছে আসতেই দেখেন সেটি সিএনজিচালিত অটোরিকশা।
রাসেল বলেন, ‘সিএনজি দেখে তৎক্ষণাৎ আরও বেশি রাস্তা ছেড়ে দিয়ে সাইড নিতে গিয়ে সিএনজির সঙ্গে ধাক্কা লেগে বাইকসহ পাশের ধানের জমিতে পড়ে যাই।’
সম্প্রতি একই ঘটনা ঘটেছে সদরের পাঁচবাড়িয়া গ্রামের আনসার মন্ডল নামের এক ভ্যানচালকের সঙ্গে। তিনি বলেন, ‘মোটরসাইকেলের মতোই একই হেডলাইট নিয়ে চলে সিএনজিগুলো। আমি বুঝতে না পেরে হঠাৎ করে সাইড নিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যায় আমার ভ্যানের। সিএনজিও ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে কাত হয়ে যায়।’
সদরের শাখারিয়া ইউপি ৩ নম্বর ওয়ার্ড সদস্য বিলজার রহমান বলেন, ‘সিএনজি, ইজিবাইক আর মোটরসাইকেলের হেডলাইটগুলো একই রকম। সাইজে ভিন্ন গাড়িগুলোর লাইটিং ব্যবস্থা অবশ্যই আলাদা হতে হবে। তা না হলে বিভ্রান্তিতে দুর্ঘটনা ঘটতেই থাকবে। তিন ফুট একটা গাড়িতে একটা হেডলাইট জ্বালালে তো চলবে না। সিএনজি মালিকদের সবগুলো লাইট সচল রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে। দুঃখের বিষয় কয়েক বছর ধরেই দেখছি সিএনজিগুলো এভাবেই চলছে।’
জানা গেছে, বগুড়া শহরে রেজিস্ট্রেশন করা সিএনজিচালিত অটোরিকশা রয়েছে সাড়ে ৭ হাজার। রেজিস্ট্রেশনবিহীন চলে আরও ৯ হাজার। এ ছাড়া ইজিবাইক চলে প্রায় ৩০ হাজারের মতো। এসব গাড়ির চালকেরা যেমন অদক্ষ, অপ্রশিক্ষিত, তেমনি গাড়িগুলোও ফিটনেসবিহীন।
সিএনজি-অটোরিকশাগুলোর মাঝখানে একটি হেডলাইটের পাশাপাশি দুই ধারে আরও দুটি ছোট লাইট থাকলেও বেশির ভাগ গাড়ির দুপাশের লাইট থাকে নষ্ট। শতকরা ৬০ ভাগ গাড়িতেই দুপাশের লাইট বন্ধ থাকতে দেখা যায়।
জানতে চাইলে গাড়ির মালিকেরা দেন চালকের দোষ। আর চালকেরা বলেন তিন লাইট অপ্রয়োজনীয়। তাঁদের কাছে পথ দেখা গেলেই আর কোনো সমস্যা নেই।
মাটিডালি-পীরগাছা রুটের এক সিএনজি অটোরিকশার মালিক আব্দুল বাসেদ বলেন, ‘দুপাশের হেডলাইট নষ্ট হয় অনেক সময়। চালকেরা আমাদের অনেক সময় জানায় না। জানালে সঙ্গে সঙ্গে ঠিক করে দিই।’
অটোরিকশাচালক মোকলেছুর রহমান বলেন, ‘একটা হেডলাইটেই রাস্তা পুরো পরিষ্কার দেখা যায়। পাশের দুটা লাইট দিয়ে তো রাস্তা দেখা যায় না। ওটা শুধু ডিম লাইটের মতো জ্বলে।’
ইজিবাইকচালক টুনু ফকির বলেন, ‘ইজিবাইকের সিস্টেমই তো এমন। একটাই হেডলাইট।’
বগুড়া জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার বলেন, ‘ইজিবাইকের পৌরসভার অনুমোদন নেই। মানবিক কারণে তাঁদের চলাচলের অনুমতি দিলেও শহরের মধ্যে নির্দিষ্ট কিছু রাস্তায় আমরা তাঁদের ঢুকতেই দিই না। আর সিএনজি-অটোরিকশার হেডলাইট না থাকাসহ যেকোনো ত্রুটিপূর্ণ গাড়িগুলোকে আমরা নিয়মিত জরিমানা করছি। গাড়ি ও চালকের লাইসেন্স না থাকলে মামলা দিচ্ছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে