পাথরঘাটায় জামানত হারালেন ৯ প্রার্থী

পাথরঘাটা প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৭
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ০০

বরগুনার পাথরঘাটা উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী জামানত হারিয়েছেন। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রধান রিটার্নিং কর্মকর্তা আইউব আলী হাওলাদার।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, পাথরঘাটা সদর ইউনিয়নে ৬৮৪ ভোট পেয়ে জামানত হারান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা। পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ৬৬৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ছাড়া ইউনিয়নে হাফিজুর রহমান হাতপাখায় ৪৭৮ ভোট, রাশেদুল ইসলাম ৩০ ও সুমন ২৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। নাচনাপাড়া ইউনিয়নের আতিকুর রহমান সালু হাতপাখায় ১ হাজার ৩৬০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। অপর দিকে স্বতন্ত্র জহিরুল হক ৪৯৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। রায়হান পুর ইউনিয়নে ৯৫৮ ভোট পেয়ে হাতপাখা মার্কার শহিদুল ইসলাম জামানত হারিয়েছেন। এই ইউনিয়নে আবদুল মোতালেব ২১ ভোট ও নয়ন ২১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন বলেন, মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে তৃণমূলের জনপ্রিয়তাকেই অগ্রাধিকার দিয়েছে। এ উপজেলার সবক’টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত