মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে শীত পড়তে শুরু করেছে। ভোরে হালকা ঠান্ডা লাগে। সকালে চারপাশ কুয়াশায় ঢাকা থাকে। গাছের পাতায় শিশির জমে থাকতে দেখা যায়। এরই মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি কাবু হচ্ছে ছোট্ট শিশুরা।
গত কয়েক দিন জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের নানা সমস্যা নিয়ে মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে শয্যার চেয়ের রোগীর সংখ্যা বেশি। তাই অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে ও বারান্দায় থাকতে হচ্ছে।
মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রতিদিন গড়ে শিশু রোগী আসত ১০ থেকে ১৫ জন। গত ৩ থেকে ৪ দিন ধরে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন শিশু রোগী আসছে। নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুরা হাসপাতালে আসছে।
আইসিডিডিআরবি মতলব হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ভর্তি হওয়া চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ আরও কয়েকটি জেলার ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে মধ্যে চাঁদপুর জেলার রয়েছে ৭৪১ জন। আক্রান্তের এ সংখ্যা স্বাভাবিক সময়ের কয়েক গুণ। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভর্তি হয় ৬৭ জন রোগী।
আইসিডিডিআরবি হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, চাঁদপুর জেলার বাইরের কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, শরীয়তপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে অন্তত ২০০ রোগী এখানে ভর্তি হয়েছেন।
আসফিয়া খাতুন নামের এক গৃহবধূ বলেন, ‘হঠাৎ আমার বাচ্চার ঠান্ডা-জ্বর শুরু হয়। না কমায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সিট নাই। বারান্দায় থেকে তার চিকিৎসা করাচ্ছি। কষ্ট হচ্ছে। কিন্তু তাতেও কিছু করার নাই। এভাবেই থাকতে হবে।’ তিনি আরও বলেন, অনেক শিশুর অভিভাবকেরা হাসপাতালে সিট না পেয়ে চলে গেছেন।’
জানতে চাইলে মতলব সরকারি হাসপাতালের চিকিৎসক রাজীব কিশোর বণিক বলেন, এখন ছোট শিশু অবশ্যই তার মায়ের কোলে থাকবে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশুকে বিশেষ যত্নে রাখতে হবে। কোনো শিশু যেন শীতে আক্রান্ত না হয়, সে জন্য তাকে উষ্ণ আবহাওয়ায় রাখতে হবে। এতে মুখ্য ভূমিকা রাখতে হবে শিশুর মাকে। শিশুর ত্বকের যত্ন নিতে হবে।
আইসিডিডিআরবি হাসপাতালের চিকিৎসক চন্দ্র শেখর জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কিছুটা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি ধুলাবালু থেকে শিশুদের দূরে রাখতে হবে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাবে না।
চাঁদপুরের মতলব দক্ষিণে শীত পড়তে শুরু করেছে। ভোরে হালকা ঠান্ডা লাগে। সকালে চারপাশ কুয়াশায় ঢাকা থাকে। গাছের পাতায় শিশির জমে থাকতে দেখা যায়। এরই মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি কাবু হচ্ছে ছোট্ট শিশুরা।
গত কয়েক দিন জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের নানা সমস্যা নিয়ে মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে শয্যার চেয়ের রোগীর সংখ্যা বেশি। তাই অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে ও বারান্দায় থাকতে হচ্ছে।
মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রতিদিন গড়ে শিশু রোগী আসত ১০ থেকে ১৫ জন। গত ৩ থেকে ৪ দিন ধরে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন শিশু রোগী আসছে। নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুরা হাসপাতালে আসছে।
আইসিডিডিআরবি মতলব হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ভর্তি হওয়া চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ আরও কয়েকটি জেলার ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে মধ্যে চাঁদপুর জেলার রয়েছে ৭৪১ জন। আক্রান্তের এ সংখ্যা স্বাভাবিক সময়ের কয়েক গুণ। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভর্তি হয় ৬৭ জন রোগী।
আইসিডিডিআরবি হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, চাঁদপুর জেলার বাইরের কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, শরীয়তপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে অন্তত ২০০ রোগী এখানে ভর্তি হয়েছেন।
আসফিয়া খাতুন নামের এক গৃহবধূ বলেন, ‘হঠাৎ আমার বাচ্চার ঠান্ডা-জ্বর শুরু হয়। না কমায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সিট নাই। বারান্দায় থেকে তার চিকিৎসা করাচ্ছি। কষ্ট হচ্ছে। কিন্তু তাতেও কিছু করার নাই। এভাবেই থাকতে হবে।’ তিনি আরও বলেন, অনেক শিশুর অভিভাবকেরা হাসপাতালে সিট না পেয়ে চলে গেছেন।’
জানতে চাইলে মতলব সরকারি হাসপাতালের চিকিৎসক রাজীব কিশোর বণিক বলেন, এখন ছোট শিশু অবশ্যই তার মায়ের কোলে থাকবে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশুকে বিশেষ যত্নে রাখতে হবে। কোনো শিশু যেন শীতে আক্রান্ত না হয়, সে জন্য তাকে উষ্ণ আবহাওয়ায় রাখতে হবে। এতে মুখ্য ভূমিকা রাখতে হবে শিশুর মাকে। শিশুর ত্বকের যত্ন নিতে হবে।
আইসিডিডিআরবি হাসপাতালের চিকিৎসক চন্দ্র শেখর জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কিছুটা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি ধুলাবালু থেকে শিশুদের দূরে রাখতে হবে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাবে না।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে