তানিম আহমেদ, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছাড় দেওয়া ২৬ আসনের বেশির ভাগেই বেকায়দায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। এগুলোর মধ্যে কমপক্ষে ১৩টিতে ছায়া ফেলেছে পরাজয়ের শঙ্কা। ৭টিতে জয় নিশ্চিত নয়। মূলত স্বতন্ত্র হিসেবে মাঠে থাকা আওয়ামী লীগের নেতারাই তাঁদের পথের কাঁটা।
জাপাকে ছাড় দেওয়া ২৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেন। মাঠে থেকে যান দলের মনোনয়নপ্রত্যাশী স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে জাপা মনোনীত আরও তিন প্রার্থী গতকাল বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সূত্র বলেছে, ছাড় পাওয়া ২৬টি আসনের মধ্যে জাপা কেবল ৬টিতে জয়ের ব্যাপারে চিন্তামুক্ত। নির্ভার এই ছয় প্রার্থী হলেন দলের চেয়ারম্যান জি এম কাদের (রংপুর-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১), দলের কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫) এবং আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫)। চট্টগ্রাম-৫ আসনে আওয়ামী লীগের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হলেও তেমন প্রভাব ফেলতে পারবেন না।
সূত্র বলেছে, জাপার চেয়ারম্যানের জয় নিশ্চিত হলেও মহাসচিব মুজিবুল হক চুন্নু পড়েছেন চ্যালেঞ্জে। কিশোরগঞ্জ-৩ আসনে তাঁর প্রতিপক্ষ হিসেবে মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা নাসিমুল হক, গোলাম কবির ভূইয়া ও মাহফুজুল হক। দলের প্রেসিডিয়াম সদস্য ও জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরও ঢাকা-১৮ আসনে বেকায়দায় আছেন। তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক খসরু চৌধুরী, সহসভাপতি নাজিম উদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এস এম তোফাজ্জল হোসেন। তবে রংপুর-১ আসনে জি এম কাদেরের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ারের চিন্তার কারণ জাপার বহিষ্কৃত নেতা ও বর্তমান সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তাঁর পক্ষে আছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
গাইবান্ধা-১ আসনে জাপার শামীম হায়দার পাটোয়ারীর জয়ের পথের কাঁটা হয়ে উঠেছেন আবদুল্লাহ নাহিদ নিগার। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফরুজা বারীর বড় মেয়ে। দলীয় সিদ্ধান্তে আফরুজা প্রার্থিতা প্রত্যাহার করলেও তাঁর ডামি প্রার্থী নাহিদ মাঠে রয়ে যান। আফরুজা তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে মেয়ের পক্ষে প্রচারে নামায় হাওয়া বদলে গেছে। আলোচনায় চলে এসেছে ঢেঁকি।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গাইবান্ধা-২ আসনের জাপার প্রার্থী আবদুর রশিদ সরকার, কুড়িগ্রাম-২ আসনের পনির উদ্দিন, নীলফামারী-৩ আসনের রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনের আহসান আদেলুর রহমান, বগুড়া-২ আসনের শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনের নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ আসনের আশরাফুজ্জামান, বরিশাল-৩ আসনের গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ আসনের মাশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ আসনের সালাহউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনের ফখরুল ইমাম, মানিকগঞ্জ-১ আসনের জহিরুল আলম রুবেল, হবিগঞ্জ-১ আসনের আবদুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রেজাউল করিম, ফেনী-৩ আসনের মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সোলায়মান আলম শেঠ ভোটের মাঠে বেকায়দায় আছেন। অনেকেই আছেন পরাজয়ের শঙ্কায়। তাঁদের সবার মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা। যাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, জাপা আলোচনাকালে ছাড় দেওয়া আসনগুলোর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও বলা হয়েছে, নৌকার প্রার্থী বসবে, স্বতন্ত্র নয়। তাঁদের সঙ্গে লড়াই করে বিজয়ী হতে হবে জাপাকে।
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের তিন নেতার চ্যালেঞ্জে পড়া জাপার প্রার্থী শেরীফা কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাঁদের (স্বতন্ত্র প্রার্থী) কীভাবে বসাব? সবাই নিজেদের মতো দাঁড়িয়েছেন। আমিও নির্বাচন করছি। দেখা যাক।’
আরও তিন প্রার্থী সরে দাঁড়ালেন
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের জাপার প্রার্থী যথাক্রমে সোহরাব হোসেন ও রবিউল ইসলাম। তাঁরা বলেন, নির্বাচনসংক্রান্ত বিষয়ে দলের একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন, প্রার্থীদের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্নতা, দল থেকে আর্থিক অসহযোগিতার কারণে এ সিদ্ধান্ত।
গাইবান্ধা প্রতিনিধি জানান, প্রচার শুরুর ১৭তম দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গাইবান্ধা-৫ আসনে জাপার প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি দলের চেয়ারম্যানের উপদেষ্টা। দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আতাউর রহমান বলেন, ‘একতরফা নির্বাচন, অফিস ভাঙচুর, কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছাড় দেওয়া ২৬ আসনের বেশির ভাগেই বেকায়দায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। এগুলোর মধ্যে কমপক্ষে ১৩টিতে ছায়া ফেলেছে পরাজয়ের শঙ্কা। ৭টিতে জয় নিশ্চিত নয়। মূলত স্বতন্ত্র হিসেবে মাঠে থাকা আওয়ামী লীগের নেতারাই তাঁদের পথের কাঁটা।
জাপাকে ছাড় দেওয়া ২৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেন। মাঠে থেকে যান দলের মনোনয়নপ্রত্যাশী স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে জাপা মনোনীত আরও তিন প্রার্থী গতকাল বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সূত্র বলেছে, ছাড় পাওয়া ২৬টি আসনের মধ্যে জাপা কেবল ৬টিতে জয়ের ব্যাপারে চিন্তামুক্ত। নির্ভার এই ছয় প্রার্থী হলেন দলের চেয়ারম্যান জি এম কাদের (রংপুর-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১), দলের কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫) এবং আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫)। চট্টগ্রাম-৫ আসনে আওয়ামী লীগের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হলেও তেমন প্রভাব ফেলতে পারবেন না।
সূত্র বলেছে, জাপার চেয়ারম্যানের জয় নিশ্চিত হলেও মহাসচিব মুজিবুল হক চুন্নু পড়েছেন চ্যালেঞ্জে। কিশোরগঞ্জ-৩ আসনে তাঁর প্রতিপক্ষ হিসেবে মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা নাসিমুল হক, গোলাম কবির ভূইয়া ও মাহফুজুল হক। দলের প্রেসিডিয়াম সদস্য ও জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরও ঢাকা-১৮ আসনে বেকায়দায় আছেন। তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক খসরু চৌধুরী, সহসভাপতি নাজিম উদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এস এম তোফাজ্জল হোসেন। তবে রংপুর-১ আসনে জি এম কাদেরের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ারের চিন্তার কারণ জাপার বহিষ্কৃত নেতা ও বর্তমান সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তাঁর পক্ষে আছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
গাইবান্ধা-১ আসনে জাপার শামীম হায়দার পাটোয়ারীর জয়ের পথের কাঁটা হয়ে উঠেছেন আবদুল্লাহ নাহিদ নিগার। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফরুজা বারীর বড় মেয়ে। দলীয় সিদ্ধান্তে আফরুজা প্রার্থিতা প্রত্যাহার করলেও তাঁর ডামি প্রার্থী নাহিদ মাঠে রয়ে যান। আফরুজা তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে মেয়ের পক্ষে প্রচারে নামায় হাওয়া বদলে গেছে। আলোচনায় চলে এসেছে ঢেঁকি।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গাইবান্ধা-২ আসনের জাপার প্রার্থী আবদুর রশিদ সরকার, কুড়িগ্রাম-২ আসনের পনির উদ্দিন, নীলফামারী-৩ আসনের রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনের আহসান আদেলুর রহমান, বগুড়া-২ আসনের শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনের নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ আসনের আশরাফুজ্জামান, বরিশাল-৩ আসনের গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ আসনের মাশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ আসনের সালাহউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনের ফখরুল ইমাম, মানিকগঞ্জ-১ আসনের জহিরুল আলম রুবেল, হবিগঞ্জ-১ আসনের আবদুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রেজাউল করিম, ফেনী-৩ আসনের মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সোলায়মান আলম শেঠ ভোটের মাঠে বেকায়দায় আছেন। অনেকেই আছেন পরাজয়ের শঙ্কায়। তাঁদের সবার মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা। যাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, জাপা আলোচনাকালে ছাড় দেওয়া আসনগুলোর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও বলা হয়েছে, নৌকার প্রার্থী বসবে, স্বতন্ত্র নয়। তাঁদের সঙ্গে লড়াই করে বিজয়ী হতে হবে জাপাকে।
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের তিন নেতার চ্যালেঞ্জে পড়া জাপার প্রার্থী শেরীফা কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাঁদের (স্বতন্ত্র প্রার্থী) কীভাবে বসাব? সবাই নিজেদের মতো দাঁড়িয়েছেন। আমিও নির্বাচন করছি। দেখা যাক।’
আরও তিন প্রার্থী সরে দাঁড়ালেন
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের জাপার প্রার্থী যথাক্রমে সোহরাব হোসেন ও রবিউল ইসলাম। তাঁরা বলেন, নির্বাচনসংক্রান্ত বিষয়ে দলের একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন, প্রার্থীদের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্নতা, দল থেকে আর্থিক অসহযোগিতার কারণে এ সিদ্ধান্ত।
গাইবান্ধা প্রতিনিধি জানান, প্রচার শুরুর ১৭তম দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গাইবান্ধা-৫ আসনে জাপার প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি দলের চেয়ারম্যানের উপদেষ্টা। দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আতাউর রহমান বলেন, ‘একতরফা নির্বাচন, অফিস ভাঙচুর, কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে