সম্পাদকীয়
কোনো সন্দেহ নেই, আমাদের দেশের রাজনীতির মাঠে আলাদিনের চেরাগ পাওয়া যায়। শুধু একটু খুঁজতে জানতে হয়। যিনি সেই চেরাগের সন্ধান পেয়ে যান, তাঁরই পোয়াবারো। শূন্য থেকে তিনি হয়ে যান কোটিপতি। রাজনীতির খোঁজখবর যাঁরা রাখেন, তাঁরা দেখতে পান, আজ যাঁর আর্থিক অবস্থা দোদুল্যমান, কালই তিনি পেয়ে যান কোটি টাকার নির্ভরতা। কীভাবে সে ঘটনাগুলো ঘটে, তা-ও অনেকে জানেন, কিন্তু ভয়ে প্রকাশ করেন না; কিংবা প্রকাশ করেন, সেই লোক গ্রেপ্তার হলে অথবা পদ থেকে অবসর নিলে।
এই তো সেদিন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বয়স নিয়ে একটা দামি কথা বলেছেন। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়স যে কোনো ব্যাপার নয়, সে কথা বলতে গিয়ে তিনি যা বলেছেন, তা অনেকটা এ রকম: ৬০ বছর বয়সে যার চালচুলো নেই বলে মনে হয়, সে রকম মানুষও নিজের বুদ্ধিবলে ৮০ বছর বয়সে কোটিপতি হতে পারেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারকার নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রাপ্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প অবশ্য সততার সঙ্গে, বিচক্ষণ হয়ে টাকা আয় করার কথাই বলেছেন। কিন্তু আমাদের দেশে চলে ম্যাজিক কারবার। এখানে সততাই বরং ঠিকভাবে টাকা আয় করার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক; বরং জায়গায় জায়গায় ঘুষ দিয়ে, ব্যাংককে ধোঁকা দিয়ে ঋণ নিয়ে নিজের আখের গুছিয়ে নেওয়া সহজ। কিন্তু সে কাজেও তো ‘এলেম’ চাই, আর চাই পদভারে জগৎ প্রকম্পিত করতে পারেন, সে রকম কিছু মানুষের সহযোগিতা। এ সূত্র অবলম্বন করে কত মানুষই না কোটিপতি হয়ে গেল!
আমাদের আজকের সম্পাদকীয় যাঁকে নিয়ে লেখা হচ্ছে, তিনিও সে রকম একজন হঠাৎ কোটিপতি। আজকের পত্রিকার তিনের পাতার মূল খবর হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। খুলনা নগরীর হালিমা রহমান নামের এই কৃষক লীগ নেত্রী শূন্য থেকে কোটিপতি হয়েছেন। তাঁর এই অর্জন যদি সৎপথে হতো, তাহলে তা দৃষ্টান্তমূলক ঘটনা বলে চিহ্নিত হতো। কিন্তু টাকাওয়ালা মানুষ হিসেবে তাঁর উত্থানের ঘটনায় প্রেরণাদায়ক কোনো গল্প নেই। স্বামীর সঙ্গে মুদিদোকানের ব্যবসা করার সময়ই তিনি বিত্তবানদের নজর কাড়তে শুরু করেন। এই গুণগ্রাহীদের মধ্যে রয়েছেন পুলিশের কর্মকর্তাও। এক বড় পুলিশ কর্মকর্তার সহযোগিতায় ঠিকাদারির কাজ পেয়ে যান হালিমা। সে সময় বিভিন্নভাবে বিভিন্ন উচ্চ পদের কর্মকর্তাদের ব্ল্যাকমেলও করতে থাকেন তিনি। কীভাবে তিনি ব্ল্যাকমেল করেছেন, তার ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই, শুধু এ কথা বলাই সংগত যে এই ব্যক্তিরাও একেবারে ধোয়া তুলসীপাতা নন।
হালিমার সম্পদের মধ্যে বেশ কয়েকটি বাড়ি, জমিসহ নানা কিছু রয়েছে। বেনজীর-মতিউর-আবেদ আলীদের তালিকায় যোগ হলো আরেকটি নাম—হালিমা রহমান।
যে পথে আলাদিনের চেরাগটি হালিমার মতো মানুষদের হাতে এসে পৌঁছায়, সে পথটি ধ্বংস করতে না পারলে এ রকম হালিমাদের দাপট কমবে না। শাস্তি তো চাই, সেই সঙ্গে দাবি জানাই, পথটিকে নিশ্চিহ্ন করা হোক।
কোনো সন্দেহ নেই, আমাদের দেশের রাজনীতির মাঠে আলাদিনের চেরাগ পাওয়া যায়। শুধু একটু খুঁজতে জানতে হয়। যিনি সেই চেরাগের সন্ধান পেয়ে যান, তাঁরই পোয়াবারো। শূন্য থেকে তিনি হয়ে যান কোটিপতি। রাজনীতির খোঁজখবর যাঁরা রাখেন, তাঁরা দেখতে পান, আজ যাঁর আর্থিক অবস্থা দোদুল্যমান, কালই তিনি পেয়ে যান কোটি টাকার নির্ভরতা। কীভাবে সে ঘটনাগুলো ঘটে, তা-ও অনেকে জানেন, কিন্তু ভয়ে প্রকাশ করেন না; কিংবা প্রকাশ করেন, সেই লোক গ্রেপ্তার হলে অথবা পদ থেকে অবসর নিলে।
এই তো সেদিন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বয়স নিয়ে একটা দামি কথা বলেছেন। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়স যে কোনো ব্যাপার নয়, সে কথা বলতে গিয়ে তিনি যা বলেছেন, তা অনেকটা এ রকম: ৬০ বছর বয়সে যার চালচুলো নেই বলে মনে হয়, সে রকম মানুষও নিজের বুদ্ধিবলে ৮০ বছর বয়সে কোটিপতি হতে পারেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারকার নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রাপ্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প অবশ্য সততার সঙ্গে, বিচক্ষণ হয়ে টাকা আয় করার কথাই বলেছেন। কিন্তু আমাদের দেশে চলে ম্যাজিক কারবার। এখানে সততাই বরং ঠিকভাবে টাকা আয় করার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক; বরং জায়গায় জায়গায় ঘুষ দিয়ে, ব্যাংককে ধোঁকা দিয়ে ঋণ নিয়ে নিজের আখের গুছিয়ে নেওয়া সহজ। কিন্তু সে কাজেও তো ‘এলেম’ চাই, আর চাই পদভারে জগৎ প্রকম্পিত করতে পারেন, সে রকম কিছু মানুষের সহযোগিতা। এ সূত্র অবলম্বন করে কত মানুষই না কোটিপতি হয়ে গেল!
আমাদের আজকের সম্পাদকীয় যাঁকে নিয়ে লেখা হচ্ছে, তিনিও সে রকম একজন হঠাৎ কোটিপতি। আজকের পত্রিকার তিনের পাতার মূল খবর হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। খুলনা নগরীর হালিমা রহমান নামের এই কৃষক লীগ নেত্রী শূন্য থেকে কোটিপতি হয়েছেন। তাঁর এই অর্জন যদি সৎপথে হতো, তাহলে তা দৃষ্টান্তমূলক ঘটনা বলে চিহ্নিত হতো। কিন্তু টাকাওয়ালা মানুষ হিসেবে তাঁর উত্থানের ঘটনায় প্রেরণাদায়ক কোনো গল্প নেই। স্বামীর সঙ্গে মুদিদোকানের ব্যবসা করার সময়ই তিনি বিত্তবানদের নজর কাড়তে শুরু করেন। এই গুণগ্রাহীদের মধ্যে রয়েছেন পুলিশের কর্মকর্তাও। এক বড় পুলিশ কর্মকর্তার সহযোগিতায় ঠিকাদারির কাজ পেয়ে যান হালিমা। সে সময় বিভিন্নভাবে বিভিন্ন উচ্চ পদের কর্মকর্তাদের ব্ল্যাকমেলও করতে থাকেন তিনি। কীভাবে তিনি ব্ল্যাকমেল করেছেন, তার ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই, শুধু এ কথা বলাই সংগত যে এই ব্যক্তিরাও একেবারে ধোয়া তুলসীপাতা নন।
হালিমার সম্পদের মধ্যে বেশ কয়েকটি বাড়ি, জমিসহ নানা কিছু রয়েছে। বেনজীর-মতিউর-আবেদ আলীদের তালিকায় যোগ হলো আরেকটি নাম—হালিমা রহমান।
যে পথে আলাদিনের চেরাগটি হালিমার মতো মানুষদের হাতে এসে পৌঁছায়, সে পথটি ধ্বংস করতে না পারলে এ রকম হালিমাদের দাপট কমবে না। শাস্তি তো চাই, সেই সঙ্গে দাবি জানাই, পথটিকে নিশ্চিহ্ন করা হোক।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে