রোকনুজ্জামান মনি, ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারের ব্যস্ততম রাস্তার পাশে ফুটপাতে ওজন মাপার মেশিন নিয়ে বসেন মাঝবয়সী মিতালি বেগম। পাশেই বসে পড়াশোনা করে তাঁর ছয়-সাত বছর বয়সী ছেলে দীপ। একই জায়গায় বসে এক দিকে মা করেন জীবিকার লড়াই, অন্যদিকে ছেলের চলে লেখাপড়া করার সংগ্রাম। এমন দৃশ্য দেখে অনেকের চোখ আটকে যায় তাদের ওপর। সে জন্যই হয়তো প্রয়োজন না থাকলেও ওজন মাপাতে আসেন অনেকে, খোঁজ নেন তাদের। জানতে চান মা-ছেলের জীবনসংগ্রামের গল্প। এগুলো ভালোই লাগে মিতালি বেগমের।
গাড়ির হর্ন, মানুষের চিৎকার, অশালীন কথাবার্তা সবকিছু সয়ে জীবনের চাকা ঘুরিয়ে চলেন মিতালি। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তাঁর নিত্যদিনের জীবনযাপন। জীবনের এই কঠিন অবস্থাতেও ছেলের হাতে অনেকের মতো তুলে দেননি ভিক্ষার থলে। বরং ছয় বছরের ছেলে দীপকে পড়াচ্ছেন মাদার তেরেসা স্কুলে। সে এবার পড়ছে প্রথম শ্রেণিতে। ক্লাস শেষ করেই মায়ের কাছে ছুটে আসে দীপ। রাস্তার পাশে বসেই খাওয়া-দাওয়াসহ হয় দুপুরের ঘুম। বিকেল হলেই নিয়ম করে পড়াতে বসান মিতালি বেগম। নিজের বেঁচে থাকার অবলম্বন ছোট্ট ব্যবসা সামলে দ্বীপকে পড়াশোনা শেখাতেই সময় চলে যায় তাঁর। ফলে অন্য কিছু নিয়ে ভাবনার সময় পান না মিতালি।
কেমন চলছে আপনাদের জীবন—জানতে চাইলে মিতালি জানালেন অনেক কথা। দুমুঠো ডাল-ভাত খেয়ে ছেলেকে নিয়ে ছোট্ট একটা ঘরে থাকেন। কেউ কেউ মাঝেমধ্যে দু-পাঁচ শ টাকা সাহায্য করেন। সরকার থেকেও একবার পাঁচ হাজার টাকা পেয়েছিলেন তিনি। সেই টাকায় দীপকে স্কুলে পড়াশোনা করান। তবে স্থায়ী কোনো সাহায্য-সহযোগিতা পাননি মিতালি।
১৯৯৯ সালে নরসিংদী থেকে ঢাকায় এসেছিলেন মিতালি। অচেনা শহরে এসে পরিচয় হয় চাঁদপুর থেকে আসা মুজিবুল হকের সঙ্গে। সারা দিনের হাড়ভাঙা পরিশ্রম শেষে দেখা করতেন তাঁরা। একসময় তাঁদের মধ্যে তৈরি হয় ভালো লাগা। করে ফেলেন বিয়ে। দীর্ঘদিন অপেক্ষার পরে ২০১৬ সালে তাঁদের কোলজুড়ে আসে ছেলে দীপ। তবে ছেলে জন্ম নেওয়ার ছয় মাসের মাথায় স্ত্রী-সন্তানকে ছেড়ে চলে যান মুজিবুল। এরপর আর কোনো খোঁজ নেননি।
একদিকে মুজিবুল যেমন তাঁদের ছেড়ে চলে গেছেন, অন্যদিকে ভাগ্যও মিতালি বেগমকে বসিয়ে দিয়েছে পথে। আমার প্রশ্নের উত্তরে একমনে তিনি যা বলে গেলেন তার অর্থ—দিন কোনোমতে চলে যাবে। হয়তো একবেলা খেয়ে থাকতে হবে, বৃষ্টির পানি মাথায় নিয়ে ঘুমাতে হবে। কিন্তু নিজেকে আর ছেলেকে ভাগ্যের হাতে পুরোপুরি ছেড়ে দিতে নারাজ মিতালি। কষ্ট হলেও ছেলের জীবন গড়ে দিতে চান তিনি।
দীপের কাছে জানতে চাইলাম, বড় হয়ে কী হতে চায় সে। ক্লান্ত শরীর আর ঘর্মাক্ত মুখমণ্ডলের মলিন চাহনি নিয়ে ছেলের হয়ে মিতালিই উত্তর দিয়ে দিলেন। জানালেন, ছেলেকে কৃষি অফিসার বানাতে চান তিনি।
পায়ের ওপর ভর দিয়ে চুপচাপ মিতালি বেগমের মুখোমুখি বসে আছি। দীপ বলে উঠল, ‘মা, লেখা শেষ।’ খাতার দিকে তাকিয়ে দেখলাম, এক পৃষ্ঠা ইংরেজি বর্ণমালা লিখেছে সে। তবে দু-একটি জায়গায় কাটাকুটি হয়েছে। মিতালি বেগম হাতে খাতাটা নিয়ে কাটাকুটি হওয়া জায়গায় গোল দাগ দিয়ে পুরো খাতাজুড়ে একটা বড় সাইন দিলেন। আমিও আসি বলে উঠে পড়লাম। ফুটপাত ধরে হাঁটছি আর ভাবছি, এই শহর অনেকের স্বপ্ন পূরণ করে। দীপ আর মিতালির স্বপ্ন কি পূরণ হবে না?
রাজধানীর কারওয়ান বাজারের ব্যস্ততম রাস্তার পাশে ফুটপাতে ওজন মাপার মেশিন নিয়ে বসেন মাঝবয়সী মিতালি বেগম। পাশেই বসে পড়াশোনা করে তাঁর ছয়-সাত বছর বয়সী ছেলে দীপ। একই জায়গায় বসে এক দিকে মা করেন জীবিকার লড়াই, অন্যদিকে ছেলের চলে লেখাপড়া করার সংগ্রাম। এমন দৃশ্য দেখে অনেকের চোখ আটকে যায় তাদের ওপর। সে জন্যই হয়তো প্রয়োজন না থাকলেও ওজন মাপাতে আসেন অনেকে, খোঁজ নেন তাদের। জানতে চান মা-ছেলের জীবনসংগ্রামের গল্প। এগুলো ভালোই লাগে মিতালি বেগমের।
গাড়ির হর্ন, মানুষের চিৎকার, অশালীন কথাবার্তা সবকিছু সয়ে জীবনের চাকা ঘুরিয়ে চলেন মিতালি। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তাঁর নিত্যদিনের জীবনযাপন। জীবনের এই কঠিন অবস্থাতেও ছেলের হাতে অনেকের মতো তুলে দেননি ভিক্ষার থলে। বরং ছয় বছরের ছেলে দীপকে পড়াচ্ছেন মাদার তেরেসা স্কুলে। সে এবার পড়ছে প্রথম শ্রেণিতে। ক্লাস শেষ করেই মায়ের কাছে ছুটে আসে দীপ। রাস্তার পাশে বসেই খাওয়া-দাওয়াসহ হয় দুপুরের ঘুম। বিকেল হলেই নিয়ম করে পড়াতে বসান মিতালি বেগম। নিজের বেঁচে থাকার অবলম্বন ছোট্ট ব্যবসা সামলে দ্বীপকে পড়াশোনা শেখাতেই সময় চলে যায় তাঁর। ফলে অন্য কিছু নিয়ে ভাবনার সময় পান না মিতালি।
কেমন চলছে আপনাদের জীবন—জানতে চাইলে মিতালি জানালেন অনেক কথা। দুমুঠো ডাল-ভাত খেয়ে ছেলেকে নিয়ে ছোট্ট একটা ঘরে থাকেন। কেউ কেউ মাঝেমধ্যে দু-পাঁচ শ টাকা সাহায্য করেন। সরকার থেকেও একবার পাঁচ হাজার টাকা পেয়েছিলেন তিনি। সেই টাকায় দীপকে স্কুলে পড়াশোনা করান। তবে স্থায়ী কোনো সাহায্য-সহযোগিতা পাননি মিতালি।
১৯৯৯ সালে নরসিংদী থেকে ঢাকায় এসেছিলেন মিতালি। অচেনা শহরে এসে পরিচয় হয় চাঁদপুর থেকে আসা মুজিবুল হকের সঙ্গে। সারা দিনের হাড়ভাঙা পরিশ্রম শেষে দেখা করতেন তাঁরা। একসময় তাঁদের মধ্যে তৈরি হয় ভালো লাগা। করে ফেলেন বিয়ে। দীর্ঘদিন অপেক্ষার পরে ২০১৬ সালে তাঁদের কোলজুড়ে আসে ছেলে দীপ। তবে ছেলে জন্ম নেওয়ার ছয় মাসের মাথায় স্ত্রী-সন্তানকে ছেড়ে চলে যান মুজিবুল। এরপর আর কোনো খোঁজ নেননি।
একদিকে মুজিবুল যেমন তাঁদের ছেড়ে চলে গেছেন, অন্যদিকে ভাগ্যও মিতালি বেগমকে বসিয়ে দিয়েছে পথে। আমার প্রশ্নের উত্তরে একমনে তিনি যা বলে গেলেন তার অর্থ—দিন কোনোমতে চলে যাবে। হয়তো একবেলা খেয়ে থাকতে হবে, বৃষ্টির পানি মাথায় নিয়ে ঘুমাতে হবে। কিন্তু নিজেকে আর ছেলেকে ভাগ্যের হাতে পুরোপুরি ছেড়ে দিতে নারাজ মিতালি। কষ্ট হলেও ছেলের জীবন গড়ে দিতে চান তিনি।
দীপের কাছে জানতে চাইলাম, বড় হয়ে কী হতে চায় সে। ক্লান্ত শরীর আর ঘর্মাক্ত মুখমণ্ডলের মলিন চাহনি নিয়ে ছেলের হয়ে মিতালিই উত্তর দিয়ে দিলেন। জানালেন, ছেলেকে কৃষি অফিসার বানাতে চান তিনি।
পায়ের ওপর ভর দিয়ে চুপচাপ মিতালি বেগমের মুখোমুখি বসে আছি। দীপ বলে উঠল, ‘মা, লেখা শেষ।’ খাতার দিকে তাকিয়ে দেখলাম, এক পৃষ্ঠা ইংরেজি বর্ণমালা লিখেছে সে। তবে দু-একটি জায়গায় কাটাকুটি হয়েছে। মিতালি বেগম হাতে খাতাটা নিয়ে কাটাকুটি হওয়া জায়গায় গোল দাগ দিয়ে পুরো খাতাজুড়ে একটা বড় সাইন দিলেন। আমিও আসি বলে উঠে পড়লাম। ফুটপাত ধরে হাঁটছি আর ভাবছি, এই শহর অনেকের স্বপ্ন পূরণ করে। দীপ আর মিতালির স্বপ্ন কি পূরণ হবে না?
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে