শচীন দেববর্মন
বাংলা চলচ্চিত্রে সংগীত পরিচালনা করার শখ ছিল শচীন দেববর্মনের। সে কারণে নিউ থিয়েটার্সে ঘোরাফেরাও করেছেন। কিন্তু কেউ তাঁকে কাজ দেয়নি তখন। তিনি সেখানে খুব অপরিচিত ছিলেন না, নীতিন বসু, হেমচন্দ্র, দেবকী বসু, প্রমথেশ বড়ুয়া, পাহাড়ী সান্যালের সঙ্গে তাঁর চেনা-জানা, কিন্তু সংগীত পরিচালক হিসেবে তাঁকে কাজ দেওয়ার ব্যাপারে কেউ সাহায্য করেননি তখন। খুব অভিমান হয়েছিল শচীনকর্তার। অথচ বাংলা সিনেমায় একেবারে সুর করেননি তিনি, তেমন তো নয়। ‘রাজগী’ আর ‘রাজকুমারের নির্বাসন’ ছবি দুটোয় তো সুর দিয়েছিলেন!
এ সময় বিয়ে হলো মীরার সঙ্গে। জন্ম হলো রাহুলের। ১৯৪২ সালে চণ্ডুলাল শাহর কাছ থেকে বোম্বেতে কাজ করার আমন্ত্রণ পান। কলকাতা ছাড়তে মন সায় দেয় না। এরপর ‘ফিল্মিস্তান’ থেকে রায় বাহাদুর চুনীলাল ও শশধর মুখার্জি সিনেমায় সংগীত পরিচালনার জন্য শচীনকে আমন্ত্রণ জানান। সেটা ১৯৪৪ সাল। স্ত্রী-পুত্রসহ এবার এলেন বোম্বে।
প্রথম সংগীত পরিচালনা করলেন ‘শিকারী’ ছবিতে। এরপর ‘এইট ডেজ’, ‘দো ভাই’, ‘শবনম’, ‘পেয়িং গেস্ট’, ‘মুনীমজী’ ছবিতে সংগীত পরিচালনা করলেন। শচীন বুঝতে পারছিলেন, চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা পেলেও সাধারণ মানুষের মন পর্যন্ত পৌঁছাচ্ছে না তাঁর গান। সুর তৈরি করার সময় একদিন বেয়ারা ছেলেটির গলায় ‘রতন’ ছবির একটি গান শুনতে পেলেন। অন্যের ছবির গান কেন গাইছে ছেলেটা? ও তো শচীনের সুরের মধ্যেই বসে থাকে! চোখ খুলে গেল শচীনের। বুঝলেন, ফিল্মের হিট গান মানে অতি সোজা সুর। যত কম অলংকার, ততই ভালো, তাতে সাধারণ মানুষ নিজের গলায় তুলে নিতে পারে গানটি।
শচীন মনে করেন, চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে তাঁর প্রথম গুরু হচ্ছে এই স্টুডিওর রুমবয়টি। শচীন সুর করে লুকিয়ে লুকিয়ে খেয়াল করতেন, এই রুমবয় সেই সুরে সাড়া দিচ্ছে কি না। যে গানগুলো ছেলেটি গুনগুন করত, সেগুলোই হিট হয়েছে পরবর্তীকালে!
সূত্র: শচীন দেববর্মন, সরগমের নিখাদ, পৃষ্ঠা ৬২-৬৭
বাংলা চলচ্চিত্রে সংগীত পরিচালনা করার শখ ছিল শচীন দেববর্মনের। সে কারণে নিউ থিয়েটার্সে ঘোরাফেরাও করেছেন। কিন্তু কেউ তাঁকে কাজ দেয়নি তখন। তিনি সেখানে খুব অপরিচিত ছিলেন না, নীতিন বসু, হেমচন্দ্র, দেবকী বসু, প্রমথেশ বড়ুয়া, পাহাড়ী সান্যালের সঙ্গে তাঁর চেনা-জানা, কিন্তু সংগীত পরিচালক হিসেবে তাঁকে কাজ দেওয়ার ব্যাপারে কেউ সাহায্য করেননি তখন। খুব অভিমান হয়েছিল শচীনকর্তার। অথচ বাংলা সিনেমায় একেবারে সুর করেননি তিনি, তেমন তো নয়। ‘রাজগী’ আর ‘রাজকুমারের নির্বাসন’ ছবি দুটোয় তো সুর দিয়েছিলেন!
এ সময় বিয়ে হলো মীরার সঙ্গে। জন্ম হলো রাহুলের। ১৯৪২ সালে চণ্ডুলাল শাহর কাছ থেকে বোম্বেতে কাজ করার আমন্ত্রণ পান। কলকাতা ছাড়তে মন সায় দেয় না। এরপর ‘ফিল্মিস্তান’ থেকে রায় বাহাদুর চুনীলাল ও শশধর মুখার্জি সিনেমায় সংগীত পরিচালনার জন্য শচীনকে আমন্ত্রণ জানান। সেটা ১৯৪৪ সাল। স্ত্রী-পুত্রসহ এবার এলেন বোম্বে।
প্রথম সংগীত পরিচালনা করলেন ‘শিকারী’ ছবিতে। এরপর ‘এইট ডেজ’, ‘দো ভাই’, ‘শবনম’, ‘পেয়িং গেস্ট’, ‘মুনীমজী’ ছবিতে সংগীত পরিচালনা করলেন। শচীন বুঝতে পারছিলেন, চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা পেলেও সাধারণ মানুষের মন পর্যন্ত পৌঁছাচ্ছে না তাঁর গান। সুর তৈরি করার সময় একদিন বেয়ারা ছেলেটির গলায় ‘রতন’ ছবির একটি গান শুনতে পেলেন। অন্যের ছবির গান কেন গাইছে ছেলেটা? ও তো শচীনের সুরের মধ্যেই বসে থাকে! চোখ খুলে গেল শচীনের। বুঝলেন, ফিল্মের হিট গান মানে অতি সোজা সুর। যত কম অলংকার, ততই ভালো, তাতে সাধারণ মানুষ নিজের গলায় তুলে নিতে পারে গানটি।
শচীন মনে করেন, চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে তাঁর প্রথম গুরু হচ্ছে এই স্টুডিওর রুমবয়টি। শচীন সুর করে লুকিয়ে লুকিয়ে খেয়াল করতেন, এই রুমবয় সেই সুরে সাড়া দিচ্ছে কি না। যে গানগুলো ছেলেটি গুনগুন করত, সেগুলোই হিট হয়েছে পরবর্তীকালে!
সূত্র: শচীন দেববর্মন, সরগমের নিখাদ, পৃষ্ঠা ৬২-৬৭
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে